নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ভারতের ভালো দিকটি অনুকরণ করছি না কেনো

০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

শয়তান তার বাহিনীকে ছড়িয়ে দেয় মানুষের ক্ষতি করার জন্য, দিনশেষে তারা তাদের সিংহাসনে একত্রিত হয় ৷
.
আর বলে কে কি কাজ করেছো?
.
একজন বলে আমি অমুকের এই ক্ষতি করেছি,
.
আরেকজন বলে আমি সমুকের এই ক্ষতি করেছি,
.
পরের জন বলে আমি তমুকের এই ক্ষতি করেছি,
.
এগুলো শুনে ইবলিস শয়তান তেমন ভাবে খুশি হতে পারে না যতক্ষণ না পর্যন্ত কেউ বলে 'আমি কুপ্ররোচনার মাধ্যমে দাম্পত্য জীবনের বিচ্ছেদ সৃষ্টি করতে পেরেছি' তখন শয়তান বলে উঠে 'সবাস্ বাপকা বেটার মতো কাজ হয়েছে'
.
আবার অনেক বর্ণানা করে সেই শয়তানকে মুকুটও পরিয়ে দেওয়া হয়!
.
আমাদের দেশেও যে পরিমাণ ডিবোর্সের হার সেই সুবাদে আমরা বলতে পারি এখন আর কোন মুকুটহীন শয়তান নেই,
.
সহীহ্ মুসলিম হাদীসে এই বিষয়টি উল্লেখ আছে এভাবে...!
.
নবী করীম সঃ বলেছেন, ইবলীসের সিংহাসন পানির উপরে, তার বহিনীকে সে ছেড়ে দেয় মানুষের ক্ষতি করার জন্য এবং দিনশেষে তারা ফিরে আসে,
.
একে একে প্ররোচিত করে যেনা থেকে শুরু করে হত্যা, চুরি, মা বাবার নাফরমানি সব করিয়েছি বলার পরও সে তেমন খুশি হতে পারেনা যতক্ষণ না কেউ স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করেছে না বলা পর্যন্ত!
.
নিকৃষ্ট হালাল কাজের মধ্যে তালাক হলো অন্যতম ৷
.
প্রথম আলোর রিপোর্টে বলা হয়েছিলো ঢাকায় ঘণ্টায় একটি তালাকের ঘটনা ঘটে,
.
বাংলাদেশ প্রতিদিনে উঠে এসেছিলো পুরুষের চেয়ে বেশি চায় নারীরা, নিম্ন মধ্য উচ্চবিত্ত সব পরিবারেই বাড়ছে বিচ্ছেদ!
.
পুরো বিশ্বে ডিভোর্সের চিত্র কতটা ভয়ানক যা চিলিতে ৩%, কলম্বিয়াতে ৯%, মেক্সিকোতে ১৫%, টার্কিতে ২২%, আমেরিকাতে ৪৬%, রাশিয়াতে ৫১%, ফ্রান্সে ৫৫%, স্পেনে ৬৫%, লুক্সেমবার্গে ৮৭% ৷
.
আমাদের দেশে তা বেড়ে প্রায় দ্বিগুণ,
.
আমাদের প্রতিবেশী দেশ ভারতের একটি ভালো দিক হলো তাদের ডিবোর্স রেট্ পৃথিবীর প্রায় সব দেশের চেয়ে কম!
.
দাদাদের এতো কিছু ফলো করি ভালো কিছু ফলো তো করতেই পারি ৷

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবায় সমস্যা আছে।

২| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: হিন্দু ধর্মে তালাক নাই। যদিও আধুনিক হিন্দু সমাজে কোর্টের মাধ্যমে তালাক হয় যেটা গোরা হিন্দুরা সমর্থন করেনা। এটা কোনও ভালো বিষয় নয়। বিবাহ একটি চুক্তি তাই কোনও জটিল পরিস্থিতিতে চুক্তি অবসানের প্রয়োজন হতে পারে। তবে একান্ত বাধ্য না হলে তালাকের চিন্তা করা উচিত না। তবে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন অনেক দেশের ক্ষেত্রে তা সত্যিই চিন্তার বিষয়।

৩| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৮

বংগল কক বলেছেন: হ্যাহ, অহন তো দাদারাই আমরারে ফলো করবে, দ্যাখেন না ক্যামনে বংলাদেশের দেখাদেখি ভোট ডাকাতি করল।

৪| ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

সাইন বোর্ড বলেছেন: তাদের টিভি সিরিয়ালগুলো কিন্তু তা বলে না, কিছুটা বাস্তবতা তো এখানে তুলে আনা হয়ই ।

৫| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: আমরা ভাবতে পারিনি কখনো মসজিদ এ যাওয়া ছাড়া শবে বরাতের নামাজ আদায় করবো।

৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ওরা দাদা ফলো করলে করা যেতেই পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.