নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
কেনো এমপির দেওয়ার ত্রাণ ছিনিয়ে নিয়েছে স্থানীয় নেতা?
.
করোনার ক্রান্তিকালে এমপির দেওয়া ত্রাণ গরীব মানুষরা কষ্ট করে রান্না করতে হবে ভেবে মানবতার খাতিরে রেঁধে দেওয়ার জন্য হয়তো ছিনিয়ে নিলেন স্থানীয় নেতারা ৷
.
হয়তো এমপির দেওয়া ত্রাণ স্থানীয় নেতা ছিনিয়ে নিয়ে তার গরীবের ঘরে রোজ দুই বেলা দুই মুঠো খাওয়াবেন ভাবছিলেন!
.
আরো হতে পারে, একসাথে নিরাপদ দূরত্বে কাঙ্গালী ভোজের আয়োজন করবেন যাতে বাদ যাবে না একটি গরীব শিশু ও,
.
এমনও হতে পারে চাল ডাল নুন তেল দিয়ে তো বিরানী হয় না, আরো কিছু লাগে তার চেয়ে বরং ত্রাণ ছিনিয়ে নিয়ে বিরিয়ানি করে খাওয়াবেন!
.
তারা তো জন দরদী, অনেকটা খালি পেটে গরীবরা এতো কষ্ট করে সেগুলো মাথায় বহন করে নিয়ে যাচ্ছিলেন ভেবে নেতার বুক কেঁপে উঠেছিলো আর ভাবলেন ছিনিয়ে নিয়ে কষ্ট লাগব করবেন,
.
মানবতা এখনো মরে নাই...
.
চারদিকে সব খারাপ খবর, এর মধ্য থেকে ভালো খবরের খোঁজ করতে হবে মশার বাচ্চার কৌতুকের মতো,
.
মশার বাচ্চা নতুন উড়তে শিখেছে তা দেখে তার বাবা বললো, বৎস তুমি তো ভালোই উড়তে শিখেছো!
.
মশার বাচ্চা উত্তর করলো, 'শুধু তা না, মানুষগুলো আমাকে উড়তে দেখে খুশিতে হাত তালি ও দিচ্ছিলো'
.
দুঃখের দিনে ত্রাণ কেড়ে নেওয়া নেতাকে দেখে এখন হাত তালি দিতে ইচ্ছে হচ্ছে,
.
ত্রাণের বস্তাতে কিছু মাছ গোস্ত ভরে দিয়ে পুনরায় সেগুলো তাদের ঘরে পৌঁছে দেওয়ার মানসিকতাও থাকতে পারে, কতদিন আর ডাল ভাত ভালো লাগে!
.
একখানা বেপার এমনও হতে পারে, সবাই সমান সংখ্যাক ত্রাণ পেয়েছেন কি না সেগুলো মেপে দেখার জন্য তাকে নিতে হয়েছে ছিনিয়ে নেওয়ার এমন অভিনব কায়দা ৷
.
আরেকখানা বেপার এমন হতে পারে, তিনি লক্ষ্য করেছেন খাওয়ার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখছে না এলাকার লোক তাই এমন কোন ব্যবস্থা করবেন যাতে পেটও ভরবে, করোনাও মোকাবেলা হবে ৷
.
নেতাজী চেয়েছিলেন নিজেই ত্রাণ বিতরণ করতে কারণ এমপি সাহেব না ও চিনতে পারে কে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক আর কে বিপক্ষের,
.
কথায় আছে , চায়নাতে এতো মানুষ তারা কাঠি দিয়ে না খেয়ে যদি আমাদের মতো হাত দিয়ে খেতো তাহলে পৃথিবীতে নাকি দুর্ভিক্ষ লেগে যেতো!
.
আমাদের গরীবরাও নাকি বেশী খায় যদি সব ত্রাণ কয়েকদিনে শেষ করে ফেলে তাহলে দেশে খাদ্যের অভাব দেখা দিতে পারে তাই জনৈক নেতা ছিনিয়ে নিয়ে অল্প অল্প করে বিতরণ করবে ভাবছিলেন!
২| ০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৩
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার
৩| ০৯ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের সব সময় positive thinking এ বিশ্বাস করতে হবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: গোল আলু নাম হলেও তা কি রকম গোল সে তো দেখছেনই।