নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পিপিই কোথাও পর্যাপ্ত নেই......!

০৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩০

জানি রে ভাই, পিপিই সংকট তবুও....,
.
করোনার ভাইরাসের কঠিনতর সময়ে রাজনীতি পেশা ছেড়ে ডাক্তারি পেশায় ফিরছেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকা।
.
বিশ্বকে বার্তা দিলেন এখন রাজনীতি করার সময় না,
.
এদিকে পিপিই না থাকায় পলিথিন পেঁচিয়েই চিকিৎসা দিচ্ছেন ব্রিটিশ স্বাস্থ্যকর্মীরা,
.
স্পেনেও পিপিই সংকট, জীবন বাজি রেখে লড়ছেন স্বাস্থ্যকর্মীরা!
.
পাকিস্থানে পিপিই না থাকায় প্রতিবাদ, অসংখ্য ডাক্তার গ্রেপ্তার,
.
পিপিই রপ্তানিতে শীর্ষে থাকা দেশ চীনও করোনার বিপদে আমাদের কাছে সুরক্ষা সামগ্রীর জন্য সাহায্য চেয়েছিলো!
.
এরপর পিপিই রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে থাকা স্বয়ং যুক্তরাষ্ট্রেও পিপিই সংকট,
.
তারপর আসে রপ্তানিতে তৃতীয় অবস্থানে থাকা জার্মানি, সেখানে এখন সোনার চেয়ে পিপিই বেশী মূল্যবান!
.
নেই পিপিই, হেলমেট-রেইনকোট কিংবা যার যা কিছু আছে তা নিয়ে লড়ছেন ভারতীয় চিকিৎসকরা!
.
এদিকে চীনের দুর্দিনে ইতালীর অনুদান দেওয়া পিপিই চীন অনেকটা বিপদমুক্ত হলে তা আবার ইতালীর কাছে বিক্রী করার অভিযোগ উঠেছে,
.
স্পেনে পিপিই সংকটের পরও ১২০০০ স্বাস্থ্যকর্মী বিভিন্নভাবে যতটুকু সম্ভব সেইভে থেকে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে!
.
পিপিই সংকটের কারণে ফ্রান্সের লাক্সারি ব্রান্ডগুলো তাদের পণ্য বাদ দিয়ে পিপিই বানিয়ে দেশকে সাপোর্ট দিচ্ছে,
.
পুরো বিশ্বে পিপিই না পেয়ে পলেথিনের ব্যাগ মাথায় মুখে প্যাঁচিয়ে করোনা মোকাবেলার করার দৃশ্য ভাইরাল হচ্ছে!
.
পৃথিবী জুড়ে ক্রাইসিস! পার্সনাল প্রটেকশন ইকুয়েপমেন্ট এখন সত্যি সোনার হরিণ,
.
এমন যখন অবস্থা পিপিই ছিনিয়ে আনার জন্য প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার বাকী আছে শুধু...!
.
কিন্তু তবুও কোন দেশের ডাক্তাররা থেমে নেই! হাজার হাজার ডাক্তার কোভিড'১৯ আক্রান্ত হয়েছে কিন্তু যুদ্ধ চলছে,
.
ডাক্তারি পেশা থেকে যারা অবসর নিয়েছে তারাও ক্রান্তিকালে দেশ বাঁচাতে পুরনো পেশায় ফিরে এসেছে!
.
পিপিই ছাড়া ডাক্তাররা যুদ্ধে যাবে না মানলাম কিন্তু পিপিই থাকা স্বর্থেও যারা চেম্বার ছেড়ে পালিয়ে যাচ্ছেন তাদের বলছি, একাত্তরে যারা যুদ্ধ করেছে তারা কি সবাই পুলিশ সেনাবাহিনী ছিলো?
.
দেশের প্রয়োজনে অস্ত্র গুলি ট্রেনিং ছাড়া হাজারো যুবক নেমে গিয়েছিলো যুদ্ধ করতে হয়তো তারা যে যার অবস্থান থেকে মাথা খাটিয়ে,
.
হারার আগে হেরে গেলে হবে না, আপনাদেরই বের করে নিতে হবে কিভাবে নিরাপদ থেকে চিকিৎসা সেবাও দিয়ে যেতে পারবেন!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪২

রাজীব নুর বলেছেন: আগামীকাল থেকে মুদির দোকান ভোর ৬ টা থেকে দুপুর ২ টা
সুপার সপ ও কাচা বাজার ভোর ৬ থেকে সন্ধা ৬ টা ও ঔষদের দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে- ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১

আবদুর রব শরীফ বলেছেন: তবুও মনে হচ্ছে মানুষ যথেষ্ট সচেতন, আমার এলাকায় রাস্তায় বেরুলে কেবলি মরুভূমি মনে হয়!

২| ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ সবাইকে সহী সালামতে রাখো।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১২

আবদুর রব শরীফ বলেছেন: করোনায় আজকেও নতুন করে তিন জনের মৃত্যু এবং আক্রান্ত ৫৪ জন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.