নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
মিষ্টি বাবা এবং মিষ্টি খুকুমনি যেটাকে ইংলিশে বলে সুগার ড্যাডি এন্ড সুগার বেবী,
.
গুগুলে পাত্রপাত্রী সন্ধানের মতো মিষ্টি খুকী চাই মর্মে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি যদি বুড়ো হন্ তাহলে সেক্সি খুকীরা দামি আইফোন, ল্যাপটপ কিংবা কোন লাক্সারি দ্রব্যের বিনিময়ে আপনাকে সঙ্গ দিবে!
.
তবে তাদের বয়স হতে হবে সাধারণত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে,
.
সুগার বেবীরা দাবী করে তারা এমন কাকতালীয় ধনী পিতাদের যৌন উন্মাদনা ছাড়া কেবলি সঙ্গ দেন কিন্তু মিষ্টি বাবাদের প্রথম পছন্দ আকর্ষণীয় ফিটনেসের অধিকারী তরুণী!
.
বিশ্বের অনেক নামী দামী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা উচ্চ বিলাসী, লাইফ সিকিউরিটি কিংবা টিউশন ফি'র জোগানদার হিসেবে এসব বুড়োদের সঙ্গী হচ্ছেন,
.
তবে নেটিজনদের দাবী বাবা মেয়ের সম্পর্কে আড়ালে এসব হচ্ছে আসলে আধুনিক পতিতাবৃত্তি!
.
একটা বেপার হলো সুগার ড্যাডিরা তথাকথিত সমাজের ভদ্রবেশী সফল কিংবা ধনী ব্যক্তিরা আর সুগার বেবীরাও শিক্ষিত আধুনিকা,
.
কষ্ট লাগে অন্য কারণে বাবা মেয়ের সম্পর্কের নাম করে তারা একটি পবিত্র বন্ধনকে বৈধতার আড়ালে কুলষিত করে চলেছেন!
.
শিল্পপতি কিংবা সফল মানুষদের টাকার খেলা এভাবে মাঠ থেকে খাটে করোনা ভাইরাসের মতো প্রায় দেশে ছড়িয়ে যাচ্ছে,
.
পতিতালয় কিংবা এসব বেপার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু যখন আপনারা এটাকে সার্বজনীন গ্রহণযোগ্যতার জন্য 'হালাল পতিতালয়' নামকরণ করেন তখন মাথা টং করে উঠে!
.
বাবা একটি মেয়ের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, আপনাদের কিভাবে সেটিকে নিয়ে এমন কর্মযজ্ঞ করতে রুচি হয়,
.
ধরে নিলাম, আপনাদের সৃষ্টি করা নব্য এই সম্পর্ক কেবলি টাইম পাস কিংবা শেয়ার কেয়ারিংয়ের জন্য তাহলে ৩০ বছরের উপর যাদের বয়স তারা কি আপনার মেয়ের মতো হতে পারে না!
.
আপনাদের মেয়ের বয়স কি ৩০ বছরের উপরে হলে আপনারা কি তাকে ত্যাজ্য করেন!
.
পৃথিবী দিন দিন নষ্টদের অধিকারে চলে যাচ্ছে!
.
ধনী বুড়োদের লিপ্সা বেড়ে যাচ্ছে, আপনারা আপনাদের বউ কিংবা মেয়ের অবর্তমানে যা করেন তা অত্যন্ত কুরুচিসম্পন্ন,
.
আর শিক্ষিত আধুনিকা মেয়েদের বলছি, তোমরা হয়তো ওয়েবসাইট কিংবা ডকসাইটে গিয়ে এমন বাবাদের সময় দিচ্ছো তা উড়াকথা হিসেবে আমাদের কানে আসে!
.
সবকিছুর একটা সীমা থাকা দরকার,
.
মহান অাল্লাহ আমাদের বারবার একটি কথা স্মরণ করিয়ে দিয়েছেন, 'তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তাদের জন্য রয়েছে ধ্বংস!'
.
আরো একটা বিষয় বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তার মতো ক্ষমাশীল আর পরম দয়ালু আর কেউ নেই!
.
আসেন তওবা করি আর অতীত ভুলে গিয়ে নতুন রূপে আলোর পথে সুন্দর জীবন এবং সমাজ গড়তে একে অপরকে আহবান করি!
.
আরো জানতে পারি, ভুল করার পর যে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন্ কিন্তু যে বারবার ভুল করে তাকে ক্ষমা করেন না!
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:০২
আবদুর রব শরীফ বলেছেন: মিষ্টি বাবার তিতা কর্ম ৷
২| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৫৩
নেওয়াজ আলি বলেছেন: Right
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৪
আবদুর রব শরীফ বলেছেন: রুচিবোধের প্রশ্ন, কোন পথে আমরা চলছি হায় পরওয়ারদেগার!
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: হুম।