নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, করোনা সুরক্ষার জন্য নিরাপত্তার স্তর ভেঙ্গে পড়লে জাতিসংঘের রিপোর্ট অনুসারে বাংলাদেশের ২০ লক্ষ লোক মারা যেতে পারে!
.
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম বেনার নিউজ রিপোর্ট করেছে, জাতিসংঘের মেমো লিকড্ এবং বাংলাদেশে বিশ লক্ষ মানুষের মৃত্যুর আশংকা!
.
বিশ্ব মানবাধিকার সংস্থাও বলেছে বাংলাদেশে কমপক্ষে ২০ লক্ষ লোক মারা যেতে পারে দ্রুত ব্যবস্থা না নিলে!
.
Leaked UN Memo: COVID-19 Bangladesh
.
বিশ্বাস না হলে উপরের লেখাটি গুগুলে সার্চ করে দেখুন কোথায় আছি আমরা,
.
প্রায় সপ্তাহে আগে জাতি সংঘ থেকে আসা এমন সতর্কতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা লক্ষ লক্ষ শ্রমিককে ঢাকায় এনে কাজ করিয়ে অর্থনীতির পুনরুদ্ধার করেছি!
.
তালিয়া হবে...! আরো জোরে তালিয়া হবে!
.
প্লিজ লেডিস্ এন্ড জেন্টেলম্যান পুটস্ ইওর হ্যান্ড টুগেদার এন্ড ক্লেপস্ এ তালিয়া...তারপর বিশ সেকেন্ড ধরে হাত ধুতে থাকুন!
.
মানুষ চাকরি হারানো ভয়ে ট্রাকের উপর থাকা তেলের ড্রামে ঢুকে লুকিয়ে ফ্যাক্টেরিতে গিয়েছে, কতটা অমানবিক দৃশ্য!
.
কানাডার টরেন্টো থেকে শুরু করে প্রায় উন্নত দেশগুলোতে গার্মেন্টস মালিকদের ‘বেগম পাড়া’ আছে!
.
মালিকদের কেউ কেউ হেলিকপ্টারেরও মালিক সাথে সবচেয়ে দামি বিএমডব্লিউ, মার্সিডিজ ব্রান্ডে গাড়িতো আছেই,
.
শুধু শ্রমিকদের বেতন দেবার বেলায় আসলে মালিকগুলো এমন ভাব করে যেনো কয়েকদিন না খেয়ে আছে!
.
অথচ দেশের ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ গার্মেন্ট মালিকরা,
.
একটি অনুসন্ধান করলে দেখবে, দেশে থেকে যে হাজার কোটি টাকা পাচার হয় তার অধিকাংশের মূল হোতা এই গার্মন্টসের কর্ণধাররা,
.
তবুও দুধ দেওয়া গরু লাথি মারলেও ভালো মর্মে আমরা চুপ থাকি, ওদের প্রেষণা দিই কিংবা অনুপ্রেরণা!
.
রুবানা হক্ আপনারা যত মোটিভেশনাল কথা বলেন না কেনো, পর্দার আড়ালে আপনাদের নিয়ে আমাদের কেঁচো খুঁড়ে সাপ বের করতে বাধ্য করবেন না,
.
সেদিন টিভি চ্যানেলের লাইভে আপনাকে খুবি অহংকারি মনে হলো, বারবার আপনি বলতে চেষ্টা করেছেন আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে!
.
আপনাকে বুঝানোর চেষ্টা করা হলো বিজিএমইএ-র সভাপতি হিসেবে আপনি দায় এড়াতে পারেন না কিন্তু আপনি মুখ ফুলিয়ে আছেন! বুঝলাম বড্ড অভিমান হচ্ছে!
.
এমন হলে দায়িত্ব ছেড়ে দিলে ই পারেন! জাতি ভুলে যায়নি এরশাদের আমলে শহীদ ছাত্রদের বুকের তাজা রক্তের উপর দাঁড়িয়ে আপনি টিভিতে মিথ্যে প্রচার করেছেন তারপর থেকে আপনাকে ছাত্র সমাজ অবাঞ্চিত ঘোষণা করেছিলো,
.
শ্রমিকরা নিরহ্! খোদার কসম, নাহলে এতোক্ষণে আপনি বাংলাদেশ থেকে অবাঞ্চিত ঘোষিত হয়ে যেতেন!
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩২
আবদুর রব শরীফ বলেছেন: মাইর খেয়ে যে আওয়াজ করেনা তাকে কিলাইতে বড্ড মজা!
২| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৭
ঢাবিয়ান বলেছেন: সময় যখন খারাপ আসে, তখন খসে পড়ে ভদ্রবেশি , বাকপটু ডাকাতদের মুখোশ।
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩১
আবদুর রব শরীফ বলেছেন: অর্জিনাল মুখোশ ছাড়া বাকী মুখোস মাস্কের মতো, কতোক্ষণ আর পরে থাকা যায়!
৩| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৯
নেওয়াজ আলি বলেছেন: রুবানা হক সরকার দলীয় লোক আর তাদের শক্তি বেশী । শ্রমিক শক্তিহীন ।
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৯
আবদুর রব শরীফ বলেছেন: এতোদিন খুব সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক কথা বলতো...!
৪| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ধনী লোকদের কখনও কিছু হয় না। সব বিপদ দরিদ্র লোকদের।
০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:২৮
আবদুর রব শরীফ বলেছেন: তবে করোনাতে মনে হয় ধনী লোকরাই সবচেয়ে বেশী আতঙ্কে আছে!
৫| ০৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রধানমন্ত্রী তার সমালোচনা করেছেন।
০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১:২৫
আবদুর রব শরীফ বলেছেন: তবুও অনেক প্রতিষ্ঠান এখনো চালু রয়েছে!
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: আহা ভাই, যে যত কম কথা কয়, তারে মাইরা বেশি মজা
না দিব বিচার, না চাইব সুরাহা