নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আবার সময় এলো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:১২

কোয়ারেন্টাইনের দিনগুলোতে টিয়ুবিং করছিলাম, হঠাৎ জ্যাকব লুকাইটিসের ভ্রমণ ভিডিও ব্লগে চোখ আটকে গেলো!
.
সে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ভালো রিভিউ করে কারণ অন্যান্য ভিডিও ব্লগাররা সাধারণত একটি দেশের সমু্দ্র সৈকত কিংবা দর্শনীয় স্থানগুলো তুলে ধরার চেষ্টা করে,
.
জ্যাকবকে দেখলাম সে বস্তি কিংবা মানবেতর যারা জীবন যাপন করে তাদেরকে বিশ্বের সম্মুখে তুলে ধরার চেষ্টা করে ৷
.
শেষ যখন সিরিয়ার মানবেতর জীবন তুলে ধরেছিলো তা আমাকে আকৃষ্ট করেছে, আরেকটি বিষয় ভালো লেগেছে যখন মুম্বাইয়ের একটি বস্তিতে সে পাঁচ দিন থেকে ভিডিও ব্লগ শেয়ার করেছে,
.
বস্তিতে থাকা পাঁচ দিনকে সে তার জীবনের লাইফ চেঞ্জিং হিসেবে উল্লেখ করার পাশাপাশি হাজার মানুষের জন্য নির্ধারিত টয়লেটে পট্টি সেরেছে!
.
ওখানে গোসল করেছে, থেকেছে, খেয়েছে কিংবা বস্তিতে নাচানাচিও করেছে,
.
খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে ছোট ছোট টিনের খুপরিতে মানুষ কতটা মানবেতর জীবন লীড্ করে!
.
চারদিকে ময়লার স্তুপ! ভাগারের গন্ধ! মশা মাছি কীট পতঙ্গ কিংবা ধোয়ায় ঢেকে যাওয়া এই যেনো আমার ঢাকা শহর,
.
জমে থাকা নোংরা পানিতে দলছুট ছেলে দলের লাফালাফি কিংবা জীবনের প্রথম উল্টো হাতে ব্যাট ধরে ছক্কা মারার অভিপ্রায়!
.
এসব গল্প লিখতে আমি আসিনি কারণ বাংলাদেশে এসব দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত, ইন্ডিয়ার সাথে বাংলাদেশে সবচেয়ে মিলে দুই দেশের বস্তিগুলো,
.
আমরা মোটিভেশনের জন্য ওদের কাছে যায়, ভাবি ওদের মতো জীবন হলে কতটা সুন্দর হতো, আমাদের পকেটে বটতলী গাবতলী যাওয়ার থাকে না আর আমাদের বয়সের তরুণ ছেলেগুলো পৃথিবী চষে বেড়াচ্ছে!
.
করোনার দিনগুলোতে আমাদের বাবা মায়েরা বলে ঘর থেকে বের হয়ে দোকানে যাস্ না আর ওদের মাম্মী ড্যাডিরা বলে আপাতত দেশের বাহিরে যাওয়ার দরকার নেই,
.
সেটা ভিন্ন ইস্যু, যে বেপারটি বলতে এসেছি সেটা হলো, জ্যাকব যখন তার ভিডিও টিয়ুবে আপলোড করেছিলো তখন অনেক বলেছে তুমি তো ভালোই ওদের মানবেতর জীবন তুলে ধরেছে কিন্তু ভিডিও করা ছাড়া ওদের জন্য ভালো আর কি কাজ করেছো?
.
সে চিন্তায় পরে গেলো, আসলেই তো, কিছুই তো করেনি!
.
তারপর সে আবার ভারতের মুম্বাই এলো, ভারতীয় বন্ধু সাথে আরো ২৫ জনকে নিয়ে সে যে জায়গায় পাঁচ দিন ছিলো তার আশ পাশ পরিষ্কার করতে নেমে গেলো....!
.
সে তো পাল্টা বলতে পারতো, ওদের সরকার কি করেছে?
.
আজকে একটু আগে বাবা বললো, আমরা যদি এক কোটি মানুষও করোনায় মরে যায় তাতে সরকারের কি ই বা আসে যাবে! ক্ষতি তো যা হবার আমাদের হবে!
.
তারপর নির্দেশ জারি করলো, কাল থেকে কেউ ঘর থেকে বের হতে পারবে না ৷
.
সবার ঘরে ঘরে এমন নির্দেশ আদেশ হয়ে গেলে হয়তো আমরা সবাই বেঁচে যাবো!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: কি যে বিশৃঙ্খলা অবস্থা

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৬

আবদুর রব শরীফ বলেছেন: মাঝে মাঝে মনে হয় কবিরা বানিয়ে দেশের সুনাম করে কিংবা তারা সব কিছুর মধ্যে সৌন্দর্যের খোঁজ লাভ করে ৷

২| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ১:৩৬

রাজীব নুর বলেছেন: আমেরিকা, ইতালি, স্পেন, চীন বাদই দিলাম, যে দুটা দেশকে গালাগালি করি ঘুম থেকে উঠেই - ভারত আর পাকিস্তান তারাও এ করোনা টেস্ট করেছে যথাক্রমে - ১,২৮,৩২০ ও ৩৪, ৮৮৫ জনের। এই দুই দেশের কথাও বাদ দিলাম। আমাদের চেয়ে কম প্রবৃদ্ধির দেশ ভিয়েতনাম করোনা টেস্ট করিয়েছে ৮৮, ৫৫১! ভিয়েতনাম বাদ দেবেন। ওকে, আফ্রিকার দারিদ্র দেশ কেনিয়া এখন পর্যন্ত টেস্ট করিয়েছে ৩,৮৩৬ জনের।
সেখানে বাংলাদেশে করোনা টেস্ট হয়েছে এখন পর্যন্ত - ২০৮৬টি।
তথ্যসূত্রঃ ওয়ার্ল্ডওমিটার

০৭ ই এপ্রিল, ২০২০ রাত ২:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: এভাবে বাদ দিতে থাকলে বাংলাদেশও বাদ পরে যাবে! হাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.