নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চোখে–মুখে করোনাভাইরাস আতঙ্ক তবুও পেটের টানে কখনো দীর্ঘ মাইল পায়ে হেঁটে আবার কখনোবা ট্রাক ট্রলি রিক্সা চেপে ময়মনসিংহ থেকে দলে দলে মানুষ এখন ঢাকামুখী,
.
বরিশাল মহাসড়কে ঢাকামুখী মানুষের ভিড়, এদিকে 'স্টে হোম কিংবা স্টে সেইফ' বলা সরকার দেখেও না দেখার মতো করে আছে কারণ তারা জানে তাদের সামর্থ্য নেই কয়েক দিন জনগনকে বসে বসে খাওয়ানোর!
.
আমি সরকারকে বলি একটা দিন দেখান যেদিন আমি কিংবা আমরা আপনাদের ট্যাক্স দিইনি!
.
আমাদের অধিকাংশের ইনকাম ট্যাক্স দেওয়ার মতো আয় নেই কিন্তু চাল ডাল তেল নুন থেকে শুরু করে হালের আবুল বিড়ি কিংবা বউয়ের স্যানিটারি ন্যাপকিন, কোনটাতে ট্যাক্স ফাঁকি দিয়েছে?
.
গফ্ কল করে হুদাই জান সোনা বাবু ডাকার সময়ও আপনারা ট্যাক্সের টাকা কেটে নিয়েছেন, এখন কেনো দুদিন খাওয়াতে পারেন না!
.
পৃথিবী জুড়ে করোনার এই আতঙ্ক মাথায় নিয়ে পেটের টানে যদি হাজার মানুষের মাঝে বসে আমাদের কাজ করে খেতে হয় তাহলে সেই আয় দিয়ে ক্রয় করা দ্রব্য সামগ্রীর উপর বসানো ট্যাক্স, সত্যি পাপ হবে,
.
জীবন রক্ষার্থে শুধু কাজে না গিয়ে দুই বেলা দুই মুঠো খেয়ে কিছুদিন বেঁচে থাকতে চেয়েছিলাম, এর বেশী কিছু না!
.
লজ্জা করেনা আপনাদের এসব চেয়ারে বসে থাকতে......!
.
একদিন ইঞ্চি ইঞ্চি করে জবাব দিতে হবে উপরওয়ালার কাছে,
.
আমরা তো আপনাদের পকেট থেকে টাকা কিংবা ধার নিচ্ছিনা, আমাদের থেকে কেটে নেওয়া টাকার বিনিময়ে অধিকার চাচ্ছি!
.
ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-মাওয়া মহাসড়কে পায়ে হেঁটেই ঢাকামুখী মানুষের খবরগুলো আপনাদের কানে যায় না?
.
আপনারা বলেন যথাযথ নিরাপদ কর্মপরিবেশ ঠিক রেখে কারখানা চালানো যাবে, কিন্তু করোনা কি আপনাদের কানে গিয়ে বলেছে যে শুধু কারখানায় ছড়াবে?
.
আল্লাহ না করুক, লক্ষ মানুষ যে একসাথে দলবদ্ধ হয়ে কাজে ফিরছে ওখানে ছড়াবে না!
.
নাকি মামুন মারুফের মতো আপনাদেরও স্বপ্নে ভাইরাসের সাথে ইন্টারভিউ হয়,
.
গার্মেন্টস রিলেটেড ৩৬ লক্ষ লোক যখন মুভমেন্ট করে সেটার আপাতভার গিয়ে পরবে ১ কোটি মানুষের উপর!
.
এরপরেও আপনারা কোন লক ডাউনের কথা মুখে আনেন আর বলেন গণ পরিবহনসহ সকল দোকানপাট বন্ধ থাকবে,
.
তারপর আবার বলবেন, করোনা মোকাবেলায় কঠোর অবস্থানে বাংলাদেশ!
.
হাস্যকর! সত্যি হাইস্যকর! কি সুন্দর মৃত্যু মুখে ঠেলে দিলেন বাংলাদেশকে...!
.
বাহ্! চমৎকার!
.
তোরা সব জয়োধ্বনি কর্! জয় বাংলা!
২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২০
রাজীব নুর বলেছেন: পরিবহন বন্ধ রেখে হুট করে গার্মেন্টস খুলে দেওয়া অমানবিক ও আত্মঘাতী সিদ্ধান্ত!
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১২
বিভ্রান্ত পাঠক বলেছেন: গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানো হোক।। লাভের ২% ও তারা পায়না।। এটি ৫০% করা হোক।।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৫
নেওয়াজ আলি বলেছেন: আজব দেশ । আজব মানুষ। সেলুকাশ।