নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানের লক ডাউনে যখন করোনায় মৃত লাশের সারি তখন জানালা খুলে অনেকে আবিষ্কার করলে স্বচ্ছ নীল আকাশ যা ইতোপূর্বে দেখা যায়নি!
.
ফিরে আসা পাখিদের গান আর সবুজ হতে থাকা গাছের সারি জানান দিয়ে গেলো মানুষ প্রকৃতির কন্ঠ নিস্তব্দ করতে কতটা অত্যাচার করে চলেছে,
.
তারপর হঠাৎ একদিন ইতালির ভেনিস শহরে ঘুম থেকে জেগে উঠা মানুষ দেখলো খাল বিল নদীর ঝাপসা পানি আগের চেয়ে অনেক স্বচ্ছ পরিষ্কার হয়ে যাচ্ছে, ডলফিনরা ফিরে এসেছে!
.
শুধু তা না বাংলাদেশের সমুদ্র সৈকত কক্সবাজারে ডলফিনদের খেলা আর লাল কাঁকড়ার বীচ দখলের দৃশ্য দেখে আমরা অনেকে হতবাক হয়েছি!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল বিকাল কোকিলের সুরেলা কন্ঠ আমাকেও ভাবিয়েছে,
.
ইন্ডিয়ার উড়িষ্যা সমুদ্র সৈকতে এসে কচ্ছপরা বাসা বেঁধেছে এবং এক পরিসংখ্যানে দেখা যায় তারা ৬০ মিলিয়নেরও বেশী ডিম পেরেছে!
.
হংকংয়ে গত বছরের ফেব্রু তুলনায় বর্তমান বছরের ফেব্রুয়ারিতে বাতাসে বিশুদ্ধতার হার বৃদ্ধি পেয়েছে ২১.৫ শতাংশ,
.
এমন পরিস্থিতি শুধু উল্টো চিত্র ঢাকায়,করোনায়ও পরিবেশ দূষণের শীর্ষ স্থান থেকে এই শহরকে কেউ রক্ষা করতে পারছে না,
.
বিশ্বের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরের বায়ু দূষণের সূচক ২০০এর নিচে চলে গেলেও ঢাকায় সেই সূচক ৩০০ তে অবস্থান করছে শুধু মাত্র ইট ভাটাগুলো বন্ধ না হওয়া এবং অত্যধিক ধূলোর কারণে!
.
বলা হচ্ছে, চায়নাতে করোনা ভাইরাসে ৩২৪১ জন মানুষ মারা গিয়েছে কিন্তু লক ডাউনের ফলে পরিবেশের যে উন্নতি হয়েছে তাতে কমপক্ষে ৫০,০০০ মানুষ অকাল মৃত্যু থেকে রক্ষা পাবে,
.
শুধু পরিবেশ দূষণে ফুসফুস এবং হার্টের যে ক্ষতি করে তাতে প্রতি বছর ৮০ লক্ষ লোকের মত্যু হয়!
.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের ৯১ শতাংশ মানুষ বিশুদ্ধ বাতাস বলতে যা বুঝায় তার চেয়ে নিম্মমানের পরিবেশে বাস করে,
.
আগামীর পৃথিবী থেকে বিদায় নিতে পারমানবিক বোমা লাগবে না, বায়ু দূষণের বোমা ই যথেষ্ট!
.
দিন থেকে দিন পৃথিবীটা একটা কার্বন ডাই অক্সাইড বোমা হয়ে যাচ্ছে....!
.
অদূর ভবিষ্যতে এমন পরিবেশ দূষণে ভাইরাস, ব্যাক্টেরিয়া ছাড়া মানুষ বেশী দিন টিকে থাকতে পারবে বলে মনে হচ্ছে না!
২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:০০
সোহানী বলেছেন: আমরা অনেক আনন্দ করেছি এবার প্রকৃতি কিছুদিন আনন্দ করুক............
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: সর্বনাশ! কোনো ধর্মই করোনামুক্ত নয়!!
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:২৬
নেওয়াজ আলি বলেছেন: আমরা প্রকৃতিকে কষ্ট দিয়েছি তাইষতার প্রতিশোধ নিচ্ছে