নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পতেঙ্গা মাইজপাড়া এলাকার ফাতেমা নামে এক বৃদ্ধা ফোন করে ওষুধ ও চালের জন্য বলেছিলেন। সকালে ওসি উৎপল বড়ুয়া তা পৌঁছে দিয়েছেন!
.
এ যেনো অন্যরকম এক পুলিশ বাহিনীর গল্প,
.
নওগাঁর পত্নীতলায় করোনায় না খেয়ে থাকা ভিক্ষুককে বাজার করে দিলেন থানার ওসি পরিমল কুমার!
.
এই কয়েকদিন অদ্ভুতভাবে ভিন্ন রকম এক পুলিশ বাহিনীর গল্প নোট করছিলাম,
.
এদিকে রমনা জোনের কয়েকজন উপ-পরিদর্শক ও পুলিশ সদস্যরা নিজের বেতনের টাকা দিয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন!
.
ঐদিকে করোনায় লক-ডাউনে ময়মনসিংহে রান্না করা খাবার বিতরণ করছে ডিবি পুলিশ!
.
অন্যদিকে বগুড়ার শিবগঞ্জে মহামারি করোনা ভাইরাস আক্রান্ত মৃত ব্যক্তির দাফন পুলিশের ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে,
.
করোনার বিস্তার ঠেকানোর চেষ্টায় ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ!
.
মাদারীপুরের কালকিনিতে পুলিশ মাইকিং করে সবাইকে নিজ ঘরে বসে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানাচ্ছেন!
.
দিনাজপুরে করোনার ভয়ে অসুস্থ নারীর কাছে গেল না কেউ, হাসপাতালে নিয়ে গেলো পুলিশ!
.
নোয়াখালীর বেগমগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পর সে ভবন আগলে রেখেছিলো পুলিশ!
.
কেউ না করলেও করোনায় মৃত লাশ দাফন করবে বলে ঘোষণা দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার পুলিশ অফিসার আজাদ!
.
পুলিশের পক্ষ থেকে অবশেষে খাবার পেলেন ৩ দিনের অভুক্ত পটুয়াখালীর দুমকী থানার পাশে রীতিমত ভাইরাল হওয়া সেই বৃদ্ধ!
.
ভোলার লালমোহনে খাবার নিয়ে বেদে পল্লীর ঘরে ঘরে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান!
.
রাতেও রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন পুলিশ!
.
যে পুলিশ আসামী ধরতো তারা এখন বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন করোনা রুগীর খোঁজ করছে,
.
ডাক্তারদের পাশাপাশি সবচেয়ে বেশী করোনার ঝুঁকিতে রয়েছে পুলিশ তবুও তাদের মধ্যে তেমন গাফিলতি দেখছি না!
.
শরিয়তপুরো করোনা সন্দেহে মৃত ব্যক্তির জানাযায় যখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও আসলো না তখনি এগিয়ে আসলো পুলিশ,
.
এভাবে নতুন এক বাংলাদেশের সন্ধানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ যাদের আগে ঘুষখোর বলে জানতাম!
.
তবে কি পরিবর্তনের শুরু......!
২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: মানুষের মধ্যে ভাল লোক যেমন আছেন, তেমনি দুষ্টলোকও আছে।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১:২২
নেওয়াজ আলি বলেছেন: মোহাম্মদ রিপন (৩০) গত ৭ দিনের মত জ্বর,পেট ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে গতকাল দুপুরে মারা যায় ।
। নুমনা ফেনী হাসপাতাল নিয়ে গেলে বলে করোনা পরীক্ষার কিট নাই। পুলিশ এসে লাশ দাফন করে ফেলে। পরিবার আত্মীয় স্বজন কেউ কাছেও যেতে পারিনি। এবং বলেছে নমুনা চিটাং পাঠিয়েছে পরীক্ষা করতে।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৩৭
কবীর হুমায়ূন বলেছেন: বাংলাদেশ পুলিশ আসমান থেকে আসেননি। তারা এ মাটিরই সন্তান। মুষ্টিমেয় সংখ্যকে জন্য এ প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গী পোষণ করা হয়। আসলে অধিকাংশ সদস্যই মানবিক এবং দেশ প্রেমিক। পুলিশকে যদি রাজনৈতিক হাতিয়ার না করা হয় এবং তাদের যথাযথ মূল্যায়ন করে সম্মানজনক আর্থিক সহায়তা দেয়া হয়, তবে, এ দেশের প্রতিটি মানুষ কম দুর্ভোগে জীবনযাপন করতে পারতো।
সুন্দর একটি পোস্ট পড়লাম। ধন্যবাদ জনাব আবদুর রব শরীফ।