নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ইবলীস শয়তানের বউয়ের নাম....!

০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭

ধর্ম সংক্রান্ত বিষয়ে আমার জ্ঞান খুব-ই কম কিন্তু জানার চেষ্টা থেকে বিষয়গুলো শেয়ার করার প্রয়োজন অনুভব করছি,
.
আমরা সবাই জানি ইমাম আবু হানিফা সুন্নি 'হানাফি মাযহাবে'র প্রধান ব্যক্তিত্ব ছিলেন ৷
.
উনি ব্যবসা করতেন, ব্যবসায়ে খুব নাম ডাক ছিলো,
.
ইমাম শাবী রহ. তাকে ইলমের ব্যাপারে উৎসাহিত করার আগ পর্যন্ত তিনি এ ব্যবসাকেই নিজের ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন!
.
সুতরাং ইমাম শাবী রহ. ইমাম আবু হানিফার গুরু ছিলেন, যার মাধ্যমে তিনি হেদায়ত প্রাপ্ত হয়েছিলেন,
.
ইমাম শাবী রহ. খুবি-ই হাসিখুশি ছিলেন এবং বিখ্যাত ছিলেন খুব সহজে যে কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ৷
.
একদিন জনৈক লোক তাকে এসে জিজ্ঞেস করলেন, ইবলীস শয়তানের বউয়ের নাম কি?
.
আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা ইসলামের কথা শুনলে কিংবা বিব্রত করার জন্য হলেও এমন আজগুবি প্রশ্ন করে থাকে,
.
আমরা তখন তাদের কথা শুনে মাথা গরম করি সেটা বুঝতে পারা হলো তাদের সফলতা!
.
কারো যদি মাথায় সেট করা থাকে আপনাকে কিলাবে সে আপনি ডানে ফিরে থাকলে 'ডানে ফিরে আছোস কেন্' বলে মারবে আর বামে ফিরে থাকলে 'বামে ফিরে আছোস কেন্' বলে মারবে!
.
সুতরাং ডান পন্থী, বাম পন্থী কোন বিষয় না, বেপারখানা হলো যে মাথায় যে উদ্দেশ্য সেট্ করে রাখছে সে সেটা বাস্তবায়ন করবেই,
.
তাই আমাদের উচিত তর্ক বিতর্ক না করে আরো বেশী করে জানার চেষ্টা করার ৷
.
শয়তানের বউয়ের নাম কি, এমন প্রশ্ন শুনে ইমাম শাবী রহ. ক্ষেপে যাননি বরং তাকে মিষ্টি কন্ঠে মৃদু হেসে জবাব দিলেন, 'ইবলীস শয়তান তার বিয়েতে আমাকে দাওয়াত করেনি!'

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৫

নেওয়াজ আলি বলেছেন: পীড়াদায়ক 

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৬

আবদুর রব শরীফ বলেছেন: প্রশ্নের উত্তর দেওয়ার সময় তাই বিনয়ী হওয়া উচিত!

২| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪৭

মেটালক্সাইড বলেছেন: দূর্দান্ত!!!!

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:১৭

আবদুর রব শরীফ বলেছেন: কঠিন প্রশ্নের সহজতর সমাধান ৷

৩| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: ইবলিশ কি জ্বীন না ফেরেশতা?

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২০

আবদুর রব শরীফ বলেছেন: গুগুলে সার্চ করে পেলাম,


ইবলিস বা অভিশপ্ত শয়তানের আরেক নাম আজাজিল। সকল ফেরেশতার নামের শেষে প্রায়ই “ঈল” থাকে। যেটা হিব্রু “এল” থেকে এসেছে। যেটা আল্লাহ্‌কে নির্দেশ করে। সকল ফেরেশতার নামই আল্লাহ্‌র গুণ বর্ণনা করে।

ইবলিস ছোট থাকতে যখন পৃথিবীতে বসবাস করত, তখন ফেরেশতাদেরকে আল্লাহ্‌ পাঠান জিন জাতিকে নির্মূল করতে, জিনরাও রুখে দাঁড়ায়। তবে সেটার ডিটেইলস এখানে অপ্রাসঙ্গিক। আমাদের যেটা জানা দরকার, সেটা হল, ধার্মিক জিনদেরকে ফেরেশতারা রেহাই দেয়... হযরত জিবরাঈল (আ) এক গুহায় শিশু ইবলিসকে দেখতে পান। তাঁকে দেখে তাঁর মনে মায়া জাগে। তিনি তাঁকে ফিরে আসার সময় নিয়ে আসেন আকাশে।

জিন ইবলিস ধীরে ধীরে বড় হতে থাকে, এবং সকল ফেরেশতার কাছ থেকে শিক্ষা নিতে থাকে... হাজার বছর পরে দেখা যায়, জ্ঞানপিপাসু হওয়ার কারণে সে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিত্ব তাদের মধ্যে। তাই তাঁকে ফেরেশতা উপাধি দেয়া হয় আর তাঁর নতুন নাম দেয়া হয় আজাজিল (“আল্লাহ্‌ শক্তিদানকারী” in Hebrew) [(Hebrew: עֲזָאזֵל, Azazel; Arabic: عَزازِيل, Azāzīl)]

তাই সে জেনেটিকালি জিন হলেও সে ফেরেশতার সম্মান প্রাপ্ত ছিল। এরপর আদমকে সেজদার আদেশ অমান্য করার পর তাঁর না হয় ইবলিস বা অভিশপ্ত।

এখন আসা যাক কেন ফেরেশতাদেরকে সম্বোধন করলেও সেই আদেশ ইবলিসের উপরও প্রযোজ্য ছিল?

এর একটা কারণ তো বলা হয়ে গেছে, যে, ইবলিস ফেরেশতাও ছিল। আরেকটা কারণ হল-

আরবি ব্যাকরণে তাগ্লীব নামে একটা ব্যাপার আছে। এর মানে, যদি Majorityকে সম্বোধন করা হয় তবে Minorityও এতে সাড়া দেবে। যেমন, এক ক্লাসে ১০০ জনের মধ্যে ৯৯ জন ছেলে, একজন মেয়ে। যদি বলা হয়, আরবিতে, ছেলেরা দাঁড়াও, তবে, সেই মেয়েও উঠে দাঁড়াবে। এটাই তাগ্লীব। মেয়েকে আলাদাভাবে সম্বোধনের দরকার নেই।

সেভাবে, কুরআনে, আল্লাহ যখন ফেরেশতাদের ডাকলেন তখন আলাদাভাবে জিন ইবলিসকে ডাকার দরকার নেই।

যেহেতু ১৮:৫০ আমাদের জানায় ইবলিস আসলে জিন ছিল, এবং কুরআনের কোন আয়াতে আমাদের বলা নেই যে, ইবলিস আদৌ ফেরেশতা ছিল, তাই কুরআন মতে এ কথা সন্দেহাতীত যে, ইবলিস কোন ফেরেশতা নয়, জিন।

এবং কুরআনে কোন contradiction নেই।

৪| ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৯

শের শায়রী বলেছেন: এই মানুষ গুলো জ্ঞানের উচ্চ সীমায় কিভাবে থাকতেন তা তাদের এই রকম দু চারটা মন্তব্য পড়লেই বুঝা যায়। ধন্যবাদ আপনাকে।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২২

আবদুর রব শরীফ বলেছেন: সবচেয়ে বড় বেপার তারা সহজ সরল বিনয়ী ছিলেন ৷

৫| ০২ রা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

পলাতক মুর্গ বলেছেন: এইধরণের প্রশ্নকারিদের আমার কাছে শয়তানের বাম হাত মনে হয়। যে কোন ভাল কিছু নষ্ট করার জন্য এদের জুড়ি মেলা ভার।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩

আবদুর রব শরীফ বলেছেন: কারো যদি মাথায় সেট করা থাকে আপনাকে কিলাবে সে আপনি ডানে ফিরে থাকলে 'ডানে ফিরে আছোস কেন্' বলে মারবে আর বামে ফিরে থাকলে 'বামে ফিরে আছোস কেন্' বলে মারবে!
.
সুতরাং ডান পন্থী, বাম পন্থী কোন বিষয় না, বেপারখানা হলো যে মাথায় যে উদ্দেশ্য সেট্ করে রাখছে সে সেটা বাস্তবায়ন করবেই ৷

৬| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ২:৪৭

সোহানী বলেছেন: হাহাহাহাহা..... সহমত! আসলেইতো ইবলিশতো আমাকেও বিয়েতে দাওয়াত দেই নাই B-) B-) B-)

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৪

আবদুর রব শরীফ বলেছেন: তবে সে কি বিয়ে করেছে, এটা ও একটা প্রশ্ন!

৭| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: আপনি ম্মন্তব্যের উত্তর দেন না কেন? এটা অভদ্রতা। এবং এটা ব্লগিং করার নিয়ম না।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

আবদুর রব শরীফ বলেছেন: মোবাইল থেকে ব্লগিং করলে উত্তর দিতে গেলে লেখাগুলো খুব ছোট ছোট মনে হয়, কষ্ট করে লিখতে হয় ৷

৮| ০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৩

নীল আকাশ বলেছেন: জানলে আপনাকে পরের এসে বলে দিয়ে যাবো।

০৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৫

আবদুর রব শরীফ বলেছেন: আচ্ছা.....!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.