নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ফোর্বসে আসলো, বাংলাদেশে যে জনসংখ্যা ঘনত্ব তাতে আপনি যদি আইস্যুলেশন নিয়ে কথা বলেন সেটা হবে শুধু একটি কৌতুক ৷
.
আলজাজিরা শিরোনাম করলো, জনবহুল বাংলাদেশের প্রেক্ষিতে সামাজিক দূরত্ব একটা কঠিনতর কাজ হবে!
.
বিশ্ব মানবাধিকার সংগঠন বলেছে, করোনা মোকাবেলায় সবার জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে বাংলাদেশর উচিত অচিরে-ই তাদের দুর্বলতাগুলো সমাধান করা,
.
তুর্কির বিখ্যাত নিউজ এজেন্সি(এএ) দাবী করেছে, বাংলাদেশে করোনা মোকাবেলার যথেষ্ট হাতিয়ার নেই!
.
ওয়াশিংটন পোস্ট বললো, করোনা মহামারি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশকে বিধ্বস্ত করে দিতে পারে!
.
আর আমরা দায়িত্বশীলদের মুখ থেকে যা শুনেছি,
.
কাদের সাহেবের মুখে, আমরা করোনা ভাইরাসের চেয়ে শক্তিশালী!
.
রুহুল কবির রিজভীর মতে, আওয়ামী লীগ করোনার চেয়ে বেশী ভয়ানক!
.
এমন এক ক্রান্তিকাল, যখন জার্মানির মতো উন্নত দেশের প্রাদেশিক অর্থমন্ত্রী কিভাবে অর্থনীতি এমন এক কঠিনতর পরিস্থিতি থেকে মুক্তি পাবে! সেই টেনশন থেকে বের হতে না পেরে আত্মহত্যা করছেন!
.
বলা শুরু হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব আর কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি,
.
করোনা মোকাবেলার পর যে কোন সময়ে অর্থনীতিতে মন্দ, খাদ্যের অভাবসহ বেকারত্ব বৈশ্বিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে!
.
সেখানে আমরা কত সহজে, প্রধানমন্ত্রী আপনি না থাকলে এটা/ওটা/সেটা হতো না মর্মে চেয়ার টিকিয়ে রাখার চেষ্টায় মগ্ন!
.
আরে ভাই, দেশ টিকে না থাকলে চেয়ার দিয়ে করবেন টা কি?
.
এখন যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব ততটুকু শক্তি দিয়ে হেলে যাওয়া বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে... সামনে কঠিন চ্যালেঞ্জ!
.
বৈদেশিক মু্দ্রা, রেমিট্যান্স, গার্মেন্টেস সবি গেছে রে ভাই...!
২| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৮
নেওয়াজ আলি বলেছেন:
৩| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:৩৬
আমি রানা বলেছেন: পুরো পৃথিবী আজ চিন্তি, শুধু আমরাই মূখ্য রয়ে গেলাম।
৪| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৪
ঢাবিয়ান বলেছেন: আসলে সেনাবাহিনীর হাতে কিছু ক্ষমতা দিতে হবে। জরুরী পরিস্থিতি সামাল দেবার ট্রেইনিং একমাত্র সেনাবাহিনীরই আছে। এই মুহুর্তে যেটা দরকার সেটা হচ্ছে সোস্যাল ডিস্ট্যন্স মেইনটেইন করে সীমিত আকারে অফিস আদালত ও হাসপাতাল খোলা রাখা। দরিদ্র ও গৃহহীনদের কোন স্কুল বা কলেজে রেখে সেখানে তাদের নিয়মিত ত্রানের ব্যবস্থা করা। গ্রামে যারা চলে গেছে তাদের পরিবারের প্রধান ব্যক্তিকে কৃষি্কাজে নিয়োজিত করা এবং পরিবারের অন্যান্যদের ঘরে থাকতে বলা। এই সব কিছুই করতে হবে ্কঠোর ডিসিপ্লিনের সাথে যেটা একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব।
৫| ০১ লা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩২
মেটালক্সাইড বলেছেন: হোস্ট, আবহাওয়া ও বৈশিষ্ট্যগত অনুসার ভাইরাসটি ৩৮০ বারেরও বেশি জিন বদলে ফেলেছে। এখন এটি যদি নাতিশীতোষ্ণ আমাাদের এই অঞ্ঝলে জিনগতভাবে টিকে যায়(যেতে পারে কারণ মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়ায় হয়েছে,সম্প্রতি ভারতের খবরে সত্যটা উঠে আসছে) তাহলে আমদের সামনে অন্ধকার ছাড়া আলো খুব কম। আমাদের দেশের মানুষের পান আর সিগারেট, বিড়ির আসক্তি বেশি হওয়ায় আর যা কারণ উল্লেখ করেছেন, সবমিলিয়ে অন্ধকার। কাঊয়া কাদের আর কা কা রিজভী, আর জনপ্রিয় সেনাবাহিনীরও ক্ষমতা নেই নিয়ন্ত্রণ করার। কারণ, যেখানে বিশ্ব মোড়ল ট্রাম্প ফেল মেরেছে সেখানে আমাদের সম্পর্কে তাদের আগাম সতর্কতা কাউয়াদের মত হেলায় নয় মহামারীর মত সচেতন হতে হবে যে যেখানে, যে অবস্থায়।
লেখায় তারতম্যগুলো সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০২০ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: দেশে করোনায় আক্রান্ত ৫৪ মৃত ৬ ।