নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ওরে বাটপার...!

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৮

দেশে একযোগে চলিতেছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি 'পিপিই কই?'
.
মুরুব্বিরা বলেন, মশকারি এক জিনিস, ফাজলামো আরেক জিনিস!
.
সেতুমন্ত্রী বলেছিলেন,'করোনাভাইরাস প্রতিরোধে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।'
.
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলছিলেন, ‘পিপিই এসেছে, আসছে এবং আসতেই থাকবে। চিন্তিত হবার কিছু নেই।’ 
.
খবর আসলো, মেহেরপুরে পিপিই নেই, তাই চিকিৎসক স্বেচ্ছায় কোয়ারেন্টিনে!
.
অতপর আমাদের শুনতে হলো, পিপিই নেই, হাসপাতালে ভর্তি করা হচ্ছে না সর্দি-কাশি-শ্বাসকষ্টের রোগী!
.
স্বাস্থ্যমন্ত্রী আবারো বললেন, দেশে পর্যাপ্ত পিপিই, টেস্টিং কিট রয়েছে!
.
এদিকে রটে গেলো, 'নো টেস্ট, নো করোনা'
.
লালমনিরহাটে ৮০ জন চিকিৎসকই ভরসা, নেই পিপিই ও আইসিইউ!
.
পিপিই নেই, কর্মবিরতিতে রাগীব-রাবেয়া মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা!
.
রায়পুরে স্বাস্থ্যকেন্দ্রসহ ৩৩ ক্লিনিকে নেই পিপিই!
.
অতপর স্বাস্থ্যমন্ত্রী বোমা ফাটালেন, এখনো পিপিই অতটা দরকার নেই!
.
শুরু হলো হই হই রই রই সরকার ও চিকিৎসা বিশেষজ্ঞরা পরস্পরবিরোধী অবস্থানে, ১০ লাখ পিপিই গেল কই!
.
খোঁজ আসলো, স্মার্ট জ্যাকেট গার্মেন্টেসে তৈরী দেশের পিপিই যাচ্ছে ইউরোপ-আমেরিকায় বাকী ইতিহাস তো জানেন আপনারা..!
.
এদিকে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেছিলেন, পুরো চট্টগ্রাম বিভাগের জন্য ৩৫০টি পিপিই এসেছে সুতরাং চট্টগ্রামে পিপিই সংকট নেই!
.
ভোলার মনপুরায়ও করোনা মোকাবেলায় উপকরণ ও ডাক্তার-নার্সদের সুরক্ষার পিপিই নেই,
.
পিপিই নেই, মৌলভীবাজারে চিকিৎসকদের ভরসা রেইনকোট!
.
মমেক হাসপাতালে নেই পিপিই, নির্দিষ্ট দূরত্বে রশি বেঁধে সুরক্ষার চেষ্টা!
.
এহেন সময় স্বাস্থ্য মন্ত্রীর নোবেল জয়ী আবিষ্কার 'চীনেও শুরুতে পিপিই ছিল না'
.
সিলেটে পিপিই সংকটে অধিকাংশ মেডিকেল সেন্টার বন্ধ,
.
নওগাঁ সদর হাসপাতাল করোনা আতংকে রোগী শুন্য, নার্সদের নেই পিপিই!
.
নেই পিপিই, ওসমানী হাসপাতালে রোগী ভর্তি বন্ধ,
.
পিপিই ছাড়াই করোনায় মৃতের দাফনে ম্যাজিস্ট্রেট!
.
ডাক্তারদের ভাষ্য, নামেই পিপিই, বেশিরভাগই আসলে রেইনকোট!
.
প্রশ্ন আসলো, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কি নিজেদের স্বাস্থ্য ঝুঁকি নেই?
.
তারপরেও যে বেঁচে আছেন, কেনো জানেন? 'আমরা করোনার চেয়েও শক্তিশালী!'

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: বক ধার্মিকেরা পাটপার হয়।

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

পি,পি,ই শুধু দিলে চলবে না, সেটা কিভাবে পরতে এবং খুলতে হয় তা ডাক্তারদের শেখানো জরুরী।

নাহলে, স্যুটগুলো কন্টামিনেটেড হয়ে যাবে।

৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫০

ঢাবিয়ান বলেছেন: এই দেশে অবস্থা যা দাড়িয়েছে তাতে মানুষের করোনা কেন অন্য কোন রোগেও চিকিৎসা পাওয়া কঠিন। এর দায় স্বাস্থ্যমন্ত্রনালয়ের।
কারন বিনা অস্ত্রে কেউই যুদ্ধের ময়দানে যেতে চাইবে না।

৪| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
PPE বাংলাদেশে অনেক ছিল, কিন্তু চীনের বিপদে চীনকে দিয়ে দিছিল হাসিনা।
তবে চীন এর দ্বীগুন ফেরত দিবে, সাথে টেষ্টিং কিটও দিবে। চীন বেইমানি করবে না।

২০১৫-১৬ তে বিশ্বব্যাপি ভয়াবহ ইবলা সংক্রমন হওয়াতে বিপুল পরিমান PPE চীন থেকে আমদানি করে রাখা হয়েছিল।
মুলত WHO পরামর্শে। কিন্তু গত জানুয়ারি শেষে চীনে যখন করোনা আক্রমন শুরু হলে চীন নিজেই PPE সংকটে পরে। তাদের সফটওয়ারে ধরা পরে যে বাংলাদেশের গুদামে বিপুল পরিমান PPE অব্যাবহৃত ভাবে পরে আছে।
চীন বাংলাদেশের কাছে অফিশিয়ালি আবেদন করলে বাংলাদেশ দ্রুতই সারা দেয়।
১০০ টনের বিমান বোঝাই করে পাঠিয়ে দেয়।
চীন ফিরতি বার্তায় বলেছিল বাংলাদেশের প্রয়জনে পরে যা যা লাগবে দেয়া হবে
view this link


৫| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০২

নেওয়াজ আলি বলেছেন:

৬| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ২:০৭

ঢাবিয়ান বলেছেন: হাসান কালবৈশাখী, চীনকে দিয়েছে তো এখন চীন থেকে এনে নিজ ডাক্তারদের দেয়ার ব্যবস্থা করছে না কেন? আসলে এই মুহুর্তে যেটা দরকার সেটা হচ্ছে , প্রতি জেলায় যে কোন একটি হাসপাতাল করোনা রোগীদের জন্য খালি করে দেয়া হোক। করোনার সিম্পটম থাকা রোগীরা শুধু সেখানে যাবে। বাদবাকি হাসপাতাল করোনা বাদে অন্য চিকিৎসা দেবে। তাহলে এত পিপিই র প্রয়োজন হবে না। বিদেশে সেটাই করা হচ্ছে। পিপিই কিন্ত ডিজপোজেবল। অর্থাৎ ওয়ান টাইম ইউজের জন্য। সে কারনে সব হাসপাতালে রেগুলার সাপ্লাই দেয়া অসম্ভব। শুধু করোনা হাসপাতালে ডাক্তার , নার্স ও স্বাস্থকর্মীদের পিপিই দেয়ার ব্যবস্থা করা দরকার।


এই জিনিষগুলো স্বাস্থ্যমন্ত্রনালয়ের নন ডাক্তার অদক্ষ আমলাদের কে বোঝাবে?

৭| ৩০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

ইফতি সৌরভ বলেছেন: দেশে কোন করোনা রোগী নেই সুতরাং এসব দিয়ে কী হবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.