নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
স্টে হোম, স্টে সেইফ্ প্রোফাইলে দিয়ে রাখা বন্ধুটি পুলিশের বেতের বারি খেয়ে পাছা লাল করে বাসায় ফিরেছে,
.
আমি কিছুটা অবাক হলাম!
.
হোম কোয়ারেন্টাইন, আইস্যুলেশন নিয়ে সে বরাবরি খুব ই সচেতন ছিলো,
.
স্বেচ্ছায় হোম কোরেন্টিন থাকার সময় সে সুইচ অফ হওয়ার পর ফ্যানের পাখা ৩৬ বার ঘুরে বন্ধ হয় মর্মে বিভিন্ন গবেষণা করে পোস্ট দেওয়ার পর আমি চেক্ করে দেখলাম বেপারটি ঠিক এমনি!
.
তবে রেগুলেটর মাঝারিতে থাকলে সুইচ অফ হওয়ার পর ৩৬ বার আর ফুল স্পিড থাকলে সেটা ৪৮ বার ঘুরে বন্ধ হয়,
.
আরো একখানা বেপার, নতুন দেয়াশলাইয়ের কাঠি চেক্ করে আমি সেখানে ৪৯ টি কাঠি পেলাম না বরং ৩৯টি ছিলো! এমন সূক্ষ দূর্নীতি ইতোপূর্বে কারো চোখে পরেনি!
.
আরেকটা বিষয় নতুন আবিষ্কার করলাম, বাম ডান উপুত চিৎ হয়ে শুয়ে থাকার পর টায়ার্ড হয়ে গেলে এক পা উপর করে জানালার শিকের দুই ফাঁকে দিলে আরামে আরো একটু ঘুমানো যায়!
.
কিন্তু সেই বন্ধুর নিতম্বে পুলিশের বেতের আঘাতের চিহ্ন আমার আমানবিক ই মনে হলো,
.
হয়তো এমন কোন কাজ ছিলো যা সত্যি ই জরুরি!
.
তারপর তাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের হওয়ার কারণ জিজ্ঞেস করলাম,
.
সে বিবাহিত না যে হঠাৎ করে কিছু একটার সংকট পরে যাবে!
.
শেষ পর্যন্ত কাউকে না বলার শর্তে ঘর থেকে বের হওয়ার কারণ বলতে রাজী হলো ৷
.
এমন সময় যমুনা টিভিতে দেখলাম, সাংবাদিক জিজ্ঞেস করছে, কেনো বের হয়েছেন? উৎসুক জনতা বলছে, দেশের পরিস্থিতি দেখতে...!
.
চবি শোভাকলোণী থেকে সকালে আমার এক ছোট ভাই বের হয়েছে, স্বচক্ষে পুলিশের ব্যাটিং দেখার জন্য...!
.
ঐ যে বন্ধুটি সে বললো, 'হোম কোয়ারেন্টাইনে দুদিন বিড়ি খায়নি, বিড়ির সন্ধানে বাড়ি থেকে বের হয়ে পুলিশের বারি খেয়ে ঘরে ফিরেছি!'
২| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজা খোরদে (বিড়ি খোর) ভাত না হলেও চলে
হবে গাজা না হলেই নয়!!
৩| ২৭ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৭
নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০২০ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: আমার সিগারেট শেষ হয়ে গিয়েছিলো।
চুপি চুপি গিয়ে দুই পেকেট নিয়ে এলাম।
নিশ্চিন্ত।