নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তাদের ফাঁসি চাই

২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:১৯

এক লোক হাতে গ্লাভস মুখে মাস্ক পরে বাসের কন্টাকদারকে বুঝাচ্ছে 'বাবা, তোমার তো কিছু করার নেই তুমি বরং টাকা ধরা হাতটি নাকে মুখ চোখে লাগিও না!'
.
সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভাড়া কাটতে থাকা লোকটির জন্যও কেউ না কেউ ভাবছে,
.
তোমার কাছে যদি সেনিটাইজার হেক্সল মাস্ক গ্লাভস থাকে তবে তুমি সত্যি ভাগ্যবান!
.
ঐ ছেলেটির কথা ভাবো, যে টেম্পুর পিছনের রড ধরে ঝুলে থাকে তাকে কিভাবে নিরাপদ করবে!
.
তুমি তোমরা আমরা বাসায় হোম কোয়ারেন্টাইনে গেলেও একজন রিক্সাওয়ালা কাশতে কাশতে বের হবে, তোমাকে তুলে নিয়ে করোনা বুকে করে বাসায় ফিরবে বলে,
.
মেসে এক রুমে দশজন থাকা লোকগুলো আসলে ভাইরাসের কাছে বড্ড অসহায়!
.
তোমার একটি একাকী রুম আছে, মানে তুমি সত্যি ভাগ্যবান ৷
.
সবাই তো আপনার মতো চাঁদ কপাল নিয়ে জন্মগ্রহণ করেনি,
.
সুতরাং রাস্তায় থুথু ফেলবেন না কারণ তা আরেকজনের জুতোয় লেগে একজন মুচির হাতে গিয়ে লাগবে, তারও একটি পরিবার আছে!
.
যত্রতত্র টিস্যু ফেলবেন না, এই শহরে হাজারো মানুষ ফুট ওভার ব্রিজে কিংবা ফুটপাতে শুয়ে থাকে তাদেরও একটা জীবন আছে!
.
বস্তা বস্তা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে সংকট সৃষ্টি করবেন না, এদেশে বেশীর ভাগ মানুষের দিনের ইনকাম রাতে শেষ হয়,
.
ভাইরে, অযথা যে ঘুরাঘুরি আর আড্ডা দিচ্ছেন তাতে কিছু মানুষ যে জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে অফিস যেতে হচ্ছে তাদেরও রিস্কে ফেলে দিচ্ছেন!
.
আপনার সামান্য অবহেলা করে সাবান দিয়ে হাত ধৌত না করার খেসারত দিতে হবে আপনারি বাবা মা দাদা দাদী নানা নানীকে....!
.
পরোক্ষভাবে আপনার হাত দিয়ে আপনি আপন মানুষগুলোকে খুন করতেছেন,
.
আপনার একটু অবহেলার কারণে ভাইরাসটি যদি আরেকজনের দেহে সংক্রমিত হয়ে সেই মানুষটি মারা যায়, এই খুনের দায় কি আপনি এড়াতে পারবেন?
.
বাসায় থাকেন, ভাই...নাক ডেকে ঘুমান!
.
একাত্তরে অস্ত্র নিয়ে ঘর থেকে বের হওয়াটা ছিলো যুদ্ধ আজ লেজ গুটিয়ে বাসায় বসে থাকাটা হলো অন্যরকম যুদ্ধ,
.
কোন কাজ ছাড়া আজো যারা বাসার বাহিরে ঘুরঘুর করছেন তারা নব্য রাজাকার, তাদের ফাঁসি চাই!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: এ ভাইরাস শুধু মানুষের উপরেই আক্রমন করছে, কোন পশু পাথির উপর করছে না !!!পৃথিবী মনে হয় মানব জাতি কে সহ্য করতে পারছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.