নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
গতকাল ছোট মামা ফোন করে বললো, ভাগিনা তুমি তো রিস্ক জোনে আছে! কারণ আমি সাধারণত ইপিজেড এলাকায় থাকি যেখানে বায়ার মার্চেন্ডেইজার ভরপুর!
.
আমার যাওয়ার পথে থাকে অসংখ্যা মানুষের জটলা! গণপরিবহন! সুতরাং কাজের ক্ষেত্রের কারণে ডাক্তার, পুলিশ, সাংবাদিকের মতো আমাদের ঝুঁকিটাও একটু বেশী,
.
নিজে বাঁচার জন্য হলেও আমাকে করোনা বিষয়ক পড়াশুনা করতে হচ্ছে! আমার মনে হচ্ছে ইমুউনিটি বুস্টিং ছাড়া আমাদের তেমন কিছু করার নেই!
.
হাত ধৌত করা আর সতর্ক থাকার পাশাপাশি এখন যা করতেছি তা হলো এক চামচ হলুদ, মধু, কয়েকটা গোল মরিচ আর লেবু গরম পানিতে মিশিয়ে শরবত খাচ্ছি সাথে হালকা আদার রস্,
.
আমার একটা পছন্দের বিষয় হলো নিজ তাগিদে খাবার নিয়ে স্টাডি করা! বেপারটা খুবি ভালো লাগে!
.
তাই দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে রোগ প্রতিরোধমূলক খাবার দেখলে আমার মনে হয়, আমি পাইলাম, ইহাকে পাইলাম!
.
তারপর শরীরে এন্টিবডি স্ট্রং করার জন্য যা করি তা হলো এক কোয়া রসুন চিবিয়ে খায় গরম পানি দিয়ে,
.
আর কাঁচা মরিচ একটার পর একটা, বাসার সবাই হাসে! এসব দেখে ওয়াক্ ওয়াক্ করে! আমি জানি এটা তাদের নিরাপত্তার জন্য, হাজার মানুষের ভীড় ঠেলে এসে সামান্য সতর্কতা!
.
ফ্লু জাতীয় রোগ প্রতিরোধে ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু, কমলা লেবু, আমলকি, পেয়ারা এমন জিনিসগুলো যেহেতু খুবি কাজের সুতরাং এগুলো প্রতিনিয়ত খাবার চেষ্টা করছি,
.
মনে রাখবেন, শরীর ভিটামিন সি সংরক্ষণ করতে পারে না তাই প্রতিদিন এগুলো খাওয়া দরকার!
.
রোগ প্রতিরোধে আরেকটি বেপার হলো, ভিটামিন ডি যেটা সূর্যের আলোতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও নেওয়া সম্ভব,
.
সোজা কথা, আঙ্গুর, আপেল, টমেটো, গাজর, মাছ, মাংস যা খান্ না কেনো রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এমন জাঙ্ক ফুড্, তেলে ভাজা খাবার, গ্রিল, ট্রিল থেকে টোটালি নিজেকে দূরে রাখা দরকার!
.
ফলের শরবত খান! তরমুজ, কালো জাম, বাদাম, দারচিনি, পালং শাক এসবের কথা মনে আসতেছে কারণ পুষ্টিবিদরা বারবার বলার কারণে,
.
ইসলামিক সুপার ফুড খেজুর, কালো জিরা, জলপাইয়ের তৈল, মধু যাতে খাদ্য তালিকা থেকে বাদ না পরে তা খেয়াল রাখতে হবে!
.
পেপের কথা তো ভুলেই গেছি!
.
সবি কিন্তু হাতের নাগালে আমাদের! আমার মতো যাদের আবহাওয়া একটু থেকে একটু চেঞ্জ হলে ফ্লুর এলার্জির পবলেম থাকে তাদের এই ক্রান্তিকালে রেগুলার ঔষুধগুলো অবস্থা বুঝে সেবন করা দরকার!
.
পরিষ্কার, পরিচ্ছন্নতা, একা থাকা আর আল্লাহর উপর ভরসা করা এখন খুবি দরকার!
.
আল্লার চাইলে চীন, কানাডা, ইতালি, আমেরিকার মতো উন্নত দেশগুলোতে আঘাত না হেনে আমাদের দিয়ে করোনার শুরু করতে পারতো, তাহলে কি অবস্থা হতো ভাবুন!
.
এটাও আল্লাহর একটা আশীর্বাদ! আমাদের সতর্ক হওয়ার সুযোগ দিয়েছিলেন কিন্তু আমরা তেমন সতর্ক হয়নি!
.
ভালো হয়ে যাবোর পরে ইনশাল্লাহ যে বলতে হয় সে বোধটুকু আমাদের চলে যাচ্ছে! আল্লাহ ছাড়া কে আছে রক্ষা করার....! আল্লাহ আমাদের তওবা কবুল করুক!
২| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ যদি চীনে, ইতালী, আমেরিকায় দিয়ে থাকেন, বাংলাদেশেও চেষ্টা করেছিলেন; মনে হয়, ফেল করেছেন।
৩| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনি ভালো রোধ প্রতিরোধকের কথা বলেছেন, এগুলো ভালো।
সময় পেলে, বিশ্ব দরবারে একবার ঘুরে আসবেন
৪| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:২৩
তানভীরএফওয়ান বলেছেন: ZajakaAllahu khairan.
৫| ২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার রেসিপিটা আমার পছন্দ হয়েছে।
আশা করি কাজে দিবে। দাওয়া ও দোয়া
হচ্ছে একমাত্র সমাধান।
৬| ২০ শে মার্চ, ২০২০ রাত ১১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: ভিটামিন সি আর পানি খেতে হবে বেশি। আর আল্লাহর উপর ভরসার বিকল্প নেই।
৭| ২১ শে মার্চ, ২০২০ রাত ১:১৩
নেওয়াজ আলি বলেছেন: একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২০ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: করোনা তো দিন দিন বেশি ছড়িয়ে পড়ছে।
আল্লাহ আমাদের কবে রক্ষা করবেন?