নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

করোনার ট্রেন ছেড়ে দিয়েছে

১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৪

করোনা আতঙ্কে দেশবাসীর এক প্রকার নির্ঘুম রাতের সূত্র ধরে বলতে চাই,
.
কোটা সংস্কার আন্দোলনে গভীর রাতে হল থেকে বেরিয়ে ছাত্রীদের আন্দোলনে যোগ দেয়ায় উৎকণ্ঠায় তাদের নিরাপত্তার কথা ভেবে রাতে ঘুমাতে পারেননি বলেছিলেন প্রধানমন্ত্রী,
.
আজ তো পুরো জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে!
.
কিন্তু আমি তো ঘুমে থাকি, আমার খবর থাকে না, আপনার যথেষ্ট সজাগের অভাবে হয়তো এমন ভাব আসছে জন-মনে,
.
যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ট্রল করতাম সেই ডোনাল্ড ট্রাম্প অদৃশ্য শত্রু করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে!
.
আর আমরা পত্রিকায় নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে খুঁজছি!
.
কানাডার প্রেসিডেন্ট বলেছিলেন, তোমরা ঘরে থাকা মানে আমার ভালো থাকা কিন্তু আমি তো তোমাদের নিরাপত্তার কথা ভেবে ঘরে বসে থাকতে পারছিনা!
.
আজ আমাদের একজন বঙ্গবন্ধু নেই যে, তর্জনি নিক্ষেপ করে সান্ত্বনা দিবে, যার যা কিছু আছে তা দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, মনে রাখবা, মাস্ক যখন দিয়েছি, আরো এপ্রোন কীট্ দিবো, তবুও এ অঞ্চল থেকে করোনা মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ!
.
কিন্তু তার কন্যা তো রয়েছে, সুযোগ্য না অযোগ্য সেই বিতর্ক করার মতো সময় এখন আমাদের হাতে নেই,
.
প্রতিদিন আইইডিসিআর ব্রিফিং করছে কিন্তু একবার যে ইনশাল্লাহ বলে পরম করুণাময়ের কাছে নত হবে সেই বোধ জ্ঞানটাও দেখছি না,
.
মাননীয় প্রধানমন্ত্রী যদি ভেবে থাকেন আপনারা তো আর জনগনের ভোটের তোয়াক্কা করেন না তাহলে কিন্তু বেপারটা খুবি ভুল হচ্ছে!
.
আরো যদি ভেবে থাকেন করোনা বিরোধি দলের মতো দুর্বল প্রতিপক্ষ সেটা হবে আপনাদের চরম অদূরদর্শীতা,
.
আপনার একজন মন্ত্রী গতকাল বললো 'প্রয়োজন হলে আমরাও চীনের মতো আলাদা হাসপাতাল বানাবো' কিন্তু আর কখন!
.
আজ সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে থাকলে বলতেন, 'নাদের আলী, আমি আর কত অপেক্ষা করবো? করোনা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি সেই হাসপাতাল নির্মাণ করবে!'
.
সর্বোপরি, করোনা ভাইরাস প্রতিরোধের ট্রেন ছেড়ে দিয়েছে, উঠতে না পারলে বিএনপির মতো ছিটকে পড়বেন যে টেরও পাবেন না!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৬

পদ্মপুকুর বলেছেন: শেষ লাইনটা খুব সত্যি। ট্রেনে না উঠতে পারলে ছিটকে পড়বেন।

২| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: চীন যেভাবে করোনা নিয়ন্ত্রণ করেছে, আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। হুজুগ আর বিদেশ থেকে করোনা আমদানি করছি।

৩| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৫:০৯

নেওয়াজ আলি বলেছেন: নিজে বাঁচুন। পরিবার,সমাজ ও রাষ্টকে বাঁচান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.