নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
হাসপাতালে ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক গ্লাভস ধৌত করে তা আবার ইস্ত্রী করে বিক্রী করা লোকগুলো বাংলাদেশের প্রতিচ্ছবি!
.
রমজান আসলে এরাই খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করে,
.
মাছ ফল শাক সবজিতে এরা ফরমালিন কিংবা বিভিন্ন বিষ মিশিয়ে বিক্রী করতো কিংবা করবে!
.
এদের একটি প্রজাতি পুরনো প্রসাধনীর বোতল সংগ্রহ করে সেগুলোতে কৃত্রিম রং এবং রাসায়নিক পদার্থের মিশ্রণে ক্রিম বানিয়ে নতুন মোড়কে বাজারজাত করে,
.
এদের রমরমা ব্যবসা সবার চোখের সামনে ই চলে!
.
এরা বহুল প্রচলিক গ্যাস্টিকের ঔষুধ সেকলোতে ময়দা আর চিনির গুড়া মিশিয়ে দেদারচ্ছে বিক্রী করে,
.
এসব জিনিস এরা আমাজানের জঙ্গলে বসে বানায় না, প্রশাসনের নাকের ডগায় বসে তৈরী করে!
.
এদের রমরমা ব্যবসার ভাগ পৌঁছে যায় প্রশাসনের প্রতিটা স্তরে স্তরে, ওরা আছে বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে অনেকে,
.
ওরে বাটপার, তোদের জনগনের ট্যাক্সের টাকায় পড়িয়ে লিখিয়ে পাঠালাম চোর ধরতে আর তোরা চোরের উপর বাটপারি করে ডাকাত হয়ে গেলি!
.
তবুও কেমনে একদল লোক বলে তরতর করে এগিয়ে যাচ্ছে দেশ, তা ও নাকি বিশ্বের বুকে বাংলাদেশ রোল মডেল,
.
একটি দেশের অর্থনীতির চালিকাশক্তি শেয়ার বাজার লুট করে যদি বিশ্বের বুকে রোল মডেল হওয়া যায় তাহলে গাঞ্জার নদীও পাহাড়তলী যায়,
.
একটি দেশের অর্থনীতির আরেক স্তম্ভ ব্যাংকের সব টাকা চেটে পুটে খেয়ে যদি রোল মডেল হওয়া যায় তাহলে মদ খেয়ে নিজেকে ডোনাল্ড ট্রাম্প দাবী করলে কি আর এমন পাগলামী হবে!
.
লোহার বদলে বাঁশ, লাখ টাকার বালিশ, কোটি টাকা দিয়ে পর্দা কিনে যদি রোল মডেল হওয়া যায় তবে পৃথিবী তোমাকে বিদায়!
.
কোটি কোটি টাকা সিন্দুকে ভরে রেখে ওরাই তো উন্নয়নের রোল মডেল শুনার পর হাততালি দিয়ে সভা গরম করে,
.
আরেক দল স্বপ্ন দেখায়, তারা ক্ষমতায় এলে নাকি উন্নয়নের সত্যিকার রোল মডেল বানাবে! আরেক বাটপার!
.
বাটপারে চেয়ে গেছে দেশ! তবুও কাল সকালে ঘুম থেকে উঠে একদল লোক বলবে, বাংলাদেশ মুসলিম দেশ, পীর বুজুর্গের দেশ! এখানে করোনা কিছু করতে পারবে না!
.
যে দেশে সব জেনেশুনে বাটপারদের কাছে মেয়ে বিয়ে দেওয়া এক কন্যাদায়গ্রস্ত পিতার স্বপ্ন থাকে সে দেশে তো বাটপার ই জন্মাবে!
২| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: এখন রসিকতা করার সময় না।
৩| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৩
বিবেকহীন জ্ঞানি বলেছেন: সর্বদা এসব নষ্টদের জন্য দেশ আর জাতি বিপর্যের পথে।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১০:০২
নেওয়াজ আলি বলেছেন: এই আমার মাতৃভূমি । সোনার বাংলা।