নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

উহ্ করোনা, আহ্ করোনা

১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:১৯

উহ্ করোনা, আহ্ করোনা
.
যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাও তবুও ব্যাথায় উহ্ করিওনা কিংবা আহ্ করিওনা!
.
দেশে পর্যাপ্ত টেস্ট কিট্ নাই, মাস্ক নাই, হাসপাতালের শয্যা নাই, ডাক্তার নাই, নার্স নাই,
.
তবুও উহ্ করোনা, আহ্ করোনা
.
এসব না থাকলেও রাস্তার মোড়ে মোড়ে লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর ডিজিটেল ব্যানার পোস্টার পেস্টুন রকমারি আয়োজন ঠিকি আছে!
.
তোরণ আছে,
.
আতশবাজিতে চেয়ে যাচ্ছে আকাশ, তবুও কয়েকটা থার্মাল মেশিন নেই!
.
উহ্ করোনা, আহ্ করোনা
.
আজ জাতির পিতা বেঁচে থাকলে করোনা বাপকেও ছাড়তো না!
.
যখন বিশ্বস্বাস্থ্য সংস্থা বলে, করোনা মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি খুবি ভালো, তাদের প্রায় দুই লক্ষ কীট্ মজুত আছে আমাদের দুই হাজারও নেই,
.
তখনো বলেছি, উহ্ করোনা, আহ করোনা!
.
আজকে এসে বলতেছেন, সরকারি নির্দেশনা না মানায় করোনার গণসংক্রমণ শুরু হয়েছে,
.
হ্যালো প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, খবর রাখেন আপনার সন্তানরা এখন কি করতেছে! তারা দলে দলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর ভাষণ শেয়ার করেতেছে!
.
আজ তো তাদের আপনার কথা শেয়ার করার কথা ছিলো,
.
জাস্টিন ট্রুডুর তো মানবতার বাবার খেতাব নেই তবুও তো চেনা বামনের পৈতা লাগে না বলে একটা কথা থেকে যায়!
.
গত দশ বছরে প্রথম আপনি বিনা নোটিশে ঘর থেকে বের হয়ে হাতিরঝিলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন দেখতে গেছেন,
.
কিন্তু এই সময়টা আপনার দরকার ছিলো করোনা আক্রান্ত রোগী কিংবা বিদেশ ফেরতরা সত্যি হোম কোরেন্টাইন করছে কি না তা দেখে আসা!
.
বঙ্গবন্ধু বলেছিলেন 'আমি প্রধানমন্ত্রীত্ব চাইনা, এদেশের মানুষের মুক্তি চাই' আপনারা ধরে নিয়েছেন তা কেবলি পাকিস্তানের অধীন থেকে মুক্তি কিন্তু সেটা যে রোগ মু্ক্তিও, তা সময় বলে দিবে
.
আপনার এমপি মন্ত্রীরা যে বলে 'আপনি প্রধানমন্ত্রী বলে তারা করোনা মোকাবেলায় সফল' এসব তেলবাজদের থেকে আপনারও মুক্তি মেলেনি!
.
আরো সহজ বুদ্ধি দিই, সব ডিজিটেল মেশিন থেকে শুরু করে প্রচারণার সামগ্রীগুলো নামিয়ে কেজির ধরে বিক্রী করে করোনা মোকাবেলায় কিছু কীট্ কিনুন,
.
আমাদের সেনিটাইজার, মাস্ক, পোষাক আর বিনামূল্যে টেস্ট কিংবা নজরদারি করুন
.
যদি বঙ্গবন্ধু কিংবা তার মেয়েকে, পোস্টারে নয় বরং বুকে দেখতে চান!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৮

হাবিব ইমরান বলেছেন: ভাই, সতর্কতার বিকল্প নেই ৷

আক্রান্তের হার (বিশ্বে) গত কালকে ছিলো ১,৮৭,৫৬২ জন। আর এখন ১,৯৮,৫৩৩ জন।
খুব দ্রুত বাড়তেছে।

২| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: এই রকম রোগশোক যে আসবে কোরআনে তা স্পষ্ট লেখা আছে।

৩| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: আইইডিসিআর এর ৬টি নাম্বারে কয়েক জন মিলে ১ ঘন্টা ফোন করে পাইনি, তখন খুব অসহায় বোধ হচ্ছিল। আইইডিসিআর এর টিভি ক্রিনের সেজেগুজে ভাষ্য আর বাস্তবতা মিলাতে পারছিলাম না। (একজন ভুক্তভুগির মন্তব্য,এবং আজকের মানবজমিনে পড়ুন “তাহলে কেন আম্মুকে হাসপালে নিবো”।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.