নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
এগুলো আমার নিজ কানে শুনা গুজব,
.
চট্টগ্রামে দুদিন আগে অনেকে বলাবলি শুরু করেছিলো হালিশহরের ঐদিকে স্কুলের চারজন শিশু শিক্ষার্থী করোনায় আক্রান্ত!
.
তারপরের দিন আরেকটি গুজব শুনলাম চকবাজারের পার্ক ভিউ হাসপাতালে একজন করোনা রোগী পাওয়া গেছে কিন্তু সরকারের সাথে কথা বলার পর তাকে নাকি ইনজেকশন্ দেওয়ার পর সে মরে গেছে!
.
ওরে বাটপার...!
.
আজ সকালে উঠে শুনি চট্টগ্রামে দুইজন করোনা রুগী মারা গেছে কিন্তু সরকার তা প্রকাশ করছে না!
.
সবাই বলে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী কারণে নাকি সরকার তা প্রকাশ করতে বাধা দিচ্ছে,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তর ক্যাম্পাস থাকি, সেখানে রাতে শুনলাম আবদুর রব হলে ইতালি ফেরত এক যুবক তার বন্ধুদের সাথে আড্ডা দিতে এসেছে তারা মে বি সাজেক যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো,
.
সঙ্গে সঙ্গে খবরটি পুরো চ.বি. পেরিয়ে বাংলাদেশ বিদেশ মিডিয়া চ্যানেল পেইজ ব্লগে ভাইরাল হয়ে গেলো!
.
তা ও তথ্য উপাত্ত প্রমাণসহ, তাদের জরুরী কোয়ারেন্টাইনে নেওয়া হলো সাথে সাথে পুরো হলের সবাই সেল্প কোয়ারেন্টাইনের সিন্ধান্ত নিলো,
.
বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়ার আগেই যে যার মতো বাসায় চলে গেছে, হলগুলো ফাঁকা, এমনকি পুরো বিশ্ববিদ্যালয়!
.
গতকাল অফিস থেকে আসার সময় সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে এসে মনে হলো এমন নিরবতায় যেনো আমি সেল্প কোয়ারেন্টাইনে,
.
আজ ফ্রেন্ডলিস্টে একজন ট্রেনের ছবি দিয়ে বললো, সব বগি খালি!
.
ট্রেনের বগিগুলো যেনো এক একটা কোয়ারেন্টাইন কক্ষ!
.
এই যখন অবস্থা তখন কোন যুক্তিতে আপনারা গুজব রটান যে করোনাতে দেশ ভরে গেছে, এখানে ওখানে সেখানে মরছে...!
.
ওরে ভাই, গুজব ছড়াবেন না, এটা এমন একটা যুগ যেখানে নুসরাত ফারিয়া চাইলেও জোরে বাষ্পবায়ু ছাড়তে পারে না পাছে যদি ভাইরাল হয়ে যায়!
২| ১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: করোণার চেয়েও বেশি ভয়ঙ্কর এই সব গুজব।
৩| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ তুমি দুনিয়ার সব মানুষকে হেফাজত করো।
৪| ১৮ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫
হাবিব ইমরান বলেছেন:
ক্যাম্পাস বন্ধ হওয়ার পর এখন মনে হচ্ছে একমাত্র ক্যাম্পাসটাই নিরাপদ।
যাইহোক ভাই, সতর্কতার বিকল্প নাই ৷ব্যক্তিগতভাবে সবাই সতর্ক এবং সচেতন থাকলে বিপদ কিছুটা হলেও কমে আসবে ৷সাবধানে থাকুন, নিজের পরিবারের বয়ষ্কদের সাবধানে রাখুন ৷
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:১৯
একাল-সেকাল বলেছেন:
সবশেষে বাষ্পীয় ইঞ্জিন হিসেবে নুসরাত ফারিয়াকেই বেছে নিলেন।
বর্তমানে গুজব আর সত্য বাছতে গেলে সুস্থও অসুস্থ হয়ে পড়বে ।