নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

গুজব না অসতর্কতা?

১৭ ই মার্চ, ২০২০ রাত ১২:০০

এই মুহূর্তে লাখ লাখ বাসের কন্টাকদারের হাতে এবং ঠোঁটের ভাঁজে এক গুচ্ছ পুরনো টাকা, তাদের সচেতন করবে কে?
.
ফুচকাওয়ালা মামা পাছা চুলকিয়ে তারপর সেই হাতে ইয়াম্মী বানিয়ে যে দিলো, তাকে সচেতন করেছেন?
.
আপনার সামনে কাশি হাঁচি দেওয়া লোকটাকে কি সরকার এসে সচেতন করবে!
.
নিজেই আমি একটু আগে জিইসির মোড়ে কফ্ ফেলে আসলাম কারণ কফ্ মুখে নিয়ে আশে পাশে খুঁজেও ডাস্টবিন পেলাম না!
.
হাত ধৌত করার আগে পানির টেপ ছেড়ে ভালো করে হাত ধুয়ে তারপর তো সেই টেপ মোচড়ানোর সময় আবারো ঠিকি ভাইরাস লেগে গেলো,
.
একটু আগে ভিডিওতে দেখলাম ডাক্তারের পাশে দাঁড়িয়ে এক লোক মুখ থেকে মাস্ক খুলে তা প্যাঁচিয়ে নাকের ময়লা পরিষ্কার করতেছে, তারে কেমনে শিক্ষিত করবেন!
.
দিনের পর দিন একটা সাদা মাস্ক ব্যবহার করতে করতে কালো বানিয়ে যে করোনা প্রতিরোধ করতেছে ওকে বুঝাবে টা কে?
.
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়ার পর পর্যটন এলাকার হোটেল মোটেল রিসোর্ট যারা বুকিং দিয়েছেন তাদের কি বলা উচিত!
.
যেসব প্রবাসীরা শ্বশুর বাড়িতে জামাই আদর নিয়ে করোনাদর দিতে উদগ্রীব তাদের আর কত চিল্লালে বোধদয় উদয় হবে,
.
সারা বিশ্বের বিশেষজ্ঞরা যখন করোনার প্রতিষেধক আবিষ্কারের নিমিত্তে ঘুমহারা তখন স্বপ্নে পাওয়া সূত্রের ওয়াজ কিংবা টোটকা আবিষ্কার করে রাস্তার মোড়ে বসে যাওয়া পাবলিককে কেমনে কি করবেন!
.
এদিকে ওহ্ আহ্ করোনা বলে আহাজারি করা শিল্পীর ভাইরাল হওয়ার নেশা কেমনে ঠেকাবেন বলে ভাবছেন,
.
সব কিছু নিয়ন্ত্রণে কিংবা মানবতার মা থাকলে ভয় নেই মর্মে যারা ঢেকুর তুলেছেন তারা কি আমাদের দেশে জাস্টিন ট্রুডুকে পেয়ে গেছেন!
.
ও ভাই, পুরো বিশ্বে করোনা চলছে আর আমার সোনার দেশে চলছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি 'আতংকিত হবেন না, পরিস্থিতি স্বাভাবিক!'

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২০ রাত ১২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
হাতের ভেতর করনা হয় না।
হাত দিয়ে চোখে মুখে ধরলে ধরলে বা চুলকালে তবেই হবে।
বাসায় এসে হাত না ধোয়া পর্যন্ত না চুলকাইলেই হয়।

২| ১৭ ই মার্চ, ২০২০ রাত ১২:২৬

জান্নাত গাজী বলেছেন: নিজের সাথে কোনো দুঃখজনক ঘটনা না ঘটার আগে আমরা কেউই পরিস্থিতি আচঁ করতে পারি না। এটাই এখন আমাদের নিয়ম হয়ে দাড়িয়েছে।

৩| ১৭ ই মার্চ, ২০২০ রাত ২:১১

নেওয়াজ আলি বলেছেন: পীড়াদায়ক ।

৪| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: মানূষ বেশি পেনিক হয়ে পড়েছে- এটাই বড় সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.