নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আইইডিসিআরের প্রেন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডাক্তার এএসএম আলমগীর সাহেব বলেছেন তাপমাত্রার সাথে করোনা ভাইরাসের কোন সম্পর্ক নেই,
.
গরমে করোনা ভাইরাস টিকতে পারবে না কথাটার কোন ভিত্তি নেই!
.
ও ভাই মনোযোগ দিয়ে শুনেন, গ্রীষ্মে আমাদের তাপমাত্রা হয় ৩৭ ডিগ্রী সেন্টিগ্রেড, আর ভাইরাসের লালন পালনের জন্য এই তাপমাত্রা একেবারে মাখন!
.
সুতরাং গুজবে কান দিবেন না, এক্কেবারে না,
.
আরো একটা বেপার হলো, ৫৬ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০ মিনিট ফুটালে ভাইরাসটা মরতে পারে
.
আপনি কি তাহলে তপ্ত উত্তপ্ত গরম পানিতে আধা ঘন্টা নিজেকে ফুটাতে পারবেন?
.
ইতালীর মতো দেশ যেখানে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে দশ মিনিটের মধ্যে সেটা এসে হাজির হয়,
.
বিশ্বে স্বাস্থ্য সুরক্ষায় যাদের অবস্থান প্রথম সারিতে এমনকি সেখানে প্রায় রোগের চিকিৎসা বিনামূল্যে করা হয়, তারা পর্যন্ত অসহায় হয়ে পুরো বিশ্বের কাছে হাত পেতেছে!
.
কেনো জানেন?
.
কারণ তারা শুরুর দিকে ভাইরাসটিকে অবহেলা করেছিলো! কিচ্ছু হবে না! আমরা তো সেরা!
.
সামান্য সেই অবহেলার কঠিন মাসুল দিচ্ছে ইতালী! কঠিনতর!
.
আমাদের অবস্থা দেখেন, অফিস থেকে বাসায় ফিরতে রাউজানের বাসে উঠলাম চঃবিঃ দুই নং গেইটে নামবো, এক লোকে খুক্ খুক্ করে কাশতেছে! তার নূন্যতম রুমাল কিংবা হাতের কুনুই ব্যবহারের সেন্স নাই!
.
আমি দাঁড়ানো অবস্থায় তার পাশ থেকে অন্যপাশ হলাম! সব জীবাণু আমার পাছায় আর অন্যদের নাকে মুখে!
.
এদিকে দেখলাম চট্টগ্রাম সবচেয়ে ঝুঁকিতে কারণ বিমান বন্দর এবং চট্টগ্রাম বন্দর দুটো এখানেই, তারপাশে ইপিজেড, লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করেছে মাগার কোন টেস্ট কিংবা সতর্কতা দেখলাম না!
.
একমাত্র ব্যবসার সুবাদে ইয়ংওয়ানে ঢুকার সময় একদিন তাপমাত্রা মেপেছিলো তা ও শুধু মাত্র ভিজিটরদের জন্য এবং বায়ারদের,
.
প্রথম দিন আমার তাপমাত্র প্রায় ৯৬ পেলো, দ্বিতীয় দিন নিজে মাপাতে বললাম, ৯৮ ক্রস করেছে, বললো ফ্যানের নিছে বসেন! তারপর তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসলো!
.
মাঝখান দিয়ে কত লোক আসলো গেলো এদিকে অবু দশ বিশ ত্রিশ একশ বলে আমরা করোনা ভাইরাস ধরার জন্য বসে আছি!
.
তবুও ইয়ংওয়ানকে ধন্যবাদ! আর কোন জায়গায় কোন ধরণের প্রতিরক্ষা ব্যবস্থা দেখলাম না,
.
সব জায়গায় গরম চলে আসতেছে! আমাদের কিচ্ছু হবে না!
২| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: সচেতন না হলে অনেক দুঃখ সহ্য করতে হবে।
৩| ১৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৭
সজিব আহমেদ আরিয়ান বলেছেন: গরম পরলে এই করোনা বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না আর আশা করা যায় ইনশাল্লাহ।
৪| ১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১ ও ৩ নং মন্তব্যকারী, প্রথম লাইনটা না পড়েই মন্তব্য করে বসলেন !
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: তাপমাত্রাই আমাদের বাচিয়ে দিবে।