নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সত্যি এক সকালে উঠে দেখি পাখিরা পানির ভিতরে সাঁতার কাটছে,
.
মাছেরা আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে দেদারছে!
.
বাঘগুলো সব গাছের ডালে ডালে বান্দরের মতো লাফাচ্ছে,
.
নৌকাগুলো সব ডাঙ্গায় চলছে, পাবলিক বাসগুলো সব নদীতে!
.
অন্যদিকে 'এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ' গাইতে গাইতে জলের গান দূর বহুদূরে হারিয়ে যাচ্ছে,
.
সুন্দরী মেয়েগুলো সব বিসিএস ক্যাডার বাদ দিয়ে রিক্সাওয়ালার খোঁজ করতেছে!
.
এমন সব অদ্ভুত কিছু ঘটে যাচ্ছিলো ঠিক এমন সময় কে যেনো ইয়া বড় লাঠি নিয়ে এসে মাথায় বারি দিলো,
.
বুঝতে পারলাম, এক বারিতে খোলে আর এক বারিতে ভোলে!
.
অতপর, মাছ সাতার কাটছে, পাখিরা আকাশে উড়ছে, নৌকারা নদীতে ভাসছে, কন্টাকদার বলে উঠছে, ওস্তাদ ডানে চাপো, বায়ে হৃদয়হীনা!
.
সেই জন্য আইনস্টাইন বলে গিয়েছিলো, মাছ গাছের আগায় উঠবে এমন চিন্তা করলে তুমি কখনো প্রতিভার খোঁজ পাবেনা!
.
জীবনের শুরুতে প্রায় ৩০ কোটি স্পার্ম কে পিছিয়ে ফেলে যে মানুষের জন্ম হয় তার শরীরে দাসত্বের শিকল বেধে দিলে সে তার স্বভাব সুলভভাবে একদিন স্বাধীনতা চিনিয়ে আনবে,
.
কারণ সৃষ্টিকর্তা যাকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে স্বাধীনভাবে চিন্তা করার সক্ষম করে পাঠিয়েছে, তাকে তুমি কিভাবে পরাধীন করে রাখবে!
.
সুযোগ পেলেই তার তর্জনী সামনের দিকে এগিয়ে যাবে, বজ্র কন্ঠে ঘোষণা আসবে, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম কিংবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো!
.
যে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে সেরা সৃষ্টির সম্মান দিয়ে পাঠিয়েছে তাকে অসম্মান করলে সে প্রতিবাদমুখর হয়ে উঠবে এটা খুব স্বাভাবিক!
.
এটা তার ডিএনএ! এই ডিএনএের গড়ন গঠনে আমি ই সেরা! একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করার বৈশিষ্ট্য যে ডিএনএ-তে নেই!
.
তাই বুকে অভিমান হয়! জ্বালা হয়! রক্ত টগবগ করতে থাকে! বঙ্গবন্ধুর মতো বলে উঠে, দাবায়া রাখতে পারবে না!
২| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৩
প্রেক্ষা বলেছেন: এখন কেউ নিজের মতো করে বাঁচে না,সবাই স্রোতে গা ভাসায় ।
৩| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট হাসি তামাশা নিয়ে হলেও- মাঝে মাঝে আপনার কিছু পোষ্টে তেজ লক্ষ্য করা যায়।
৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৯
নেওয়াজ আলি বলেছেন: , ভালোই ।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৩
প্রেক্ষা বলেছেন: এখন কেউ নিজের মতো করে বাঁচে না,সবাই স্রোতে গা ভাসায় ।