নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
টেম্পুতে সিগারেট হাতে নিয়ে ঝুলে আছে একলোক, তাকে দেখে ড্রাইভার বললো, সিগারেট ফেলে দিয়ে ভিতরে আসেন!
.
সে বললো, দুপুরে ভাতের পর সিগারেট একটা না টানলে ভালো লাগে না,
.
ভিতর থেকে আরেকজন বললো, আমার এক কলিগও ভাতের পর ধূমপান না করলে নাকি তার ভালো লাগতো না!
.
সে নিজেও টানতো, আমাকেও দুই টান দিতে দিতো! এভাবে কিছুদিন পর ভাতের পর টানাটানি না করলে আমারও ভালো লাগতো না কিছু,
.
একদিন সিগারেট খেয়ে বাসায় ঢুকেছি এমন সময় মেয়েরা ঘিরে ধরলো, বাবা ইদানিং তুমি মনে হয় কিছু খেয়ে বাসায় আসতেছো...!
.
সেদিন থেকে তাদের দিকে তাকিয়ে এতো মায়া হলো যে সিগারেট ছেড়ে দিলাম কারণ সিগারেটের চেয়ে তাদের হাসিমুখ না দেখলে আমার ভালো লাগেনা,
.
সিগারেট ফেলে দিয়ে, হ ভাই বলে ঝুলে থাকা লোকটি ভিতরে ঢুকে বললো, বিশ্বাস করবেন না ভাই, বাসায় থাকলে কখনো বউ বাচ্চার সামনে সিগারেট খায় না, তারা জানেও না যে আমি ধূমপান করি!
.
তাদের কোন ক্ষতি হোক ভাবলেই আর ভালো লাগেনা,
.
ঠিক এই মুহূর্তে সিগারেটের কারণে যাদের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত তাদের প্রিয়জনরাও হাসপাতালের বেডের চারপাশে অপলক নয়তে তাকিয়ে থাকে,
.
তাদেরও কিচ্ছু ভালো লাগেনা!
.
ধূমপান মৃত্যু ঘটায় কিংবা ক্যান্সারের কারণ এমন সব বাণী লিখেও যখন কাজ হচ্ছিলো না তখন সরকার একটি সিন্ধান্ত নিয়েছিলো, যে স্বচিত্র সতর্কবাণী ছবি হিসেবে থাকবে!
.
হয়তো অদূর ভবিষ্যতে ধূমপানের কারণে মৃত্যুর ভিডিও ক্লিপস্ দেখিয়ে সিগারেট বিক্রী হবে,
.
সত্যি বলতে তাতে তেমন কোন কাজ হবে না, যতটুকু কাজ প্রিয়জনের একটি কথায় হতে পারে,
.
প্রিয়জনদের ধূমপানে বিরত রাখতে সুন্দর মিষ্টি মুখের কিছু শব্দ ই যথেষ্ট!
.
আপনি সিগারেট ছাড়তে পারছেন না, সমস্যা নেই তবে সিগারেট খাওয়ার পর শিশুর ক্ষতি না চাইলে কমপক্ষে চার ঘন্টা আপনার প্রিয় বাচ্চার সংস্পর্শে আসবেন না,
.
দূরে থেকে যদি আপনার প্রিয়জন ভালো থাকে তাহলে কাছে না আসা ই ভালো!
.
চান্দুকে জিজ্ঞেস করলাম, উপরের কথাগুলো থেকে কি শিখেছো? সে বললো, নিজের এলাকায় ধূমপান করতে নেই তাই আমি পাশের এলাকায় গিয়ে ধূমপান করি!
২| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পিনেআলোকে পিনেকে লিয়ে কুচ বাহানা চাহিয়ে !!
তারা যে কোন বাহানায় পান করবেই।
৩| ০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ফানি।
৪| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ২:৫৬
নেওয়াজ আলি বলেছেন: Funny
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২০ রাত ১০:১৬
একাল-সেকাল বলেছেন:
সিগারেট ক্যামনে ছাড়বো, সেটা ভাবতেও ১ টা সিগারেট লাগে। শুধু মায়া লাগে মানি ভাইয়ের কথা মনে হলে।