নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
সিনিয়র বলেন কিংবা জুনিয়র কোন বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ফাইনাল খেলেছে, সেই বিশ্বকাপ জয়ও করেছে এখন শুধু বগল দাবা করে দেশে ফেরার পালা,
.
বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে হেড কোচ নাবিদ নেওয়াজ বলেছিলেন, প্রাথমিক লক্ষ্য হলো নক আউট পর্বে যাওয়া!
.
ঐদিকে বিসিবি সভাপতি বলেছিলেন, যদি বাবারা তোমরা সেমিফাইনালে উঠতে পারো তবে আমি দক্ষিণ আফ্রিকা যাবো খেলা দেখতে,
.
তা শুনে অধিনায়ক আকবর আলী বলেছিলেন, আশা করি প্রেসিডেন্ট(পাপন দা) যা চায়, আমরা সেমিফাইনালে উঠে তাকে আফ্রিকা নিয়ে যেতে পারবো!
.
অনেকটা অভিভাবক শূন্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা যখন বিশ্বকাপ জয় করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেশে ফিরবে তখন পাপন বলেন কিংবা আপন, কারো অধিকার নেই ওদের কোলে করে দেশে নিয়ে আসার,
.
এশিয়া কাপ মহিলা ক্রিকেট দলের কথা মনে আছে?
.
২০১৬ সাল পর্যন্ত ছয় বার মহিলাদের নিয়ে এশিয়া কাপ হয়েছিলো, ছয় বার ই জিতেছিলো ভারত, সপ্তম বারের মতো যখন তারা কাপ জিততে নেমেছিলো বাংলাদেশের বিপক্ষে,
.
তখন তো ভারত ধরে নিয়েছিলো সেভেন আপ ঠেকায় কে আর,
.
২০১৮ সালে ঠিকি বাংলাদেশের মেয়েরা সেই সেভেন আপকে ঠেকিয়ে দিয়ে নিজেরা এশিয়া কাপ বগল দাবা করে দেশে ফিরেছিলো!
.
মাননীয় সরকার কিংবা বিসিবি, দয়া করে এসব কৃতিত্ব নিজের মনে করবেন না,
.
এগুলো কিছু ডাল ভাত খেয়ে মানুষ হওয়া অনাদরে অবহেলায় বেড়ে উঠা কিছু তরুণের বিশ্ব জয়ের গল্প!
.
গল্পগুলো প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানে অল আউট হয়ে ৬ উইকেটে হেরে যাওয়ার পর আবারো ঘুরে দাঁড়িয়ে এশিয়ার সেরা মেয়ে হওয়ার গল্প,
.
যেখানে পুরুষ জাতীয় দলের জন্য থাকে তিন স্তরের নিরাপত্তা কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত সেরা বাসগুলো সেখানে চ্যাম্পিয়ন মহিলা দলের জন্য ব্যবহার করা হয় নিরাপত্তা বিহীন লক্কর ঝক্কর মুড়ির টিন টাইপের বাসগুলো,
.
ম্যাচ ফি কিংবা বেতনের কথা কি আর বলবো,
.
তবুও সিঙ্গারা চমুচা কিংবা এক কাপ চায়ের লিকলিকে ছেলেগুলো যখন আলোচনার কেন্দ্র বিন্দু,
.
তখন ক্ষুদে টাইগারদের কানে কানে বলি, বিশ্বকাপটা বরং স্কুল কলেজ ব্যাগে ভরে লুকিয়ে নিয়ে এসে ঘরে সাজিয়ে রেখো! এটা কেবলি তোমাদের!
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪
পদ্মপুকুর বলেছেন: সহজ সরল কিন্তু শক্তিশালী বার্তা।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন পোস্ট ধন্যবাদ আপনাকে
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
অপর্ণা মম্ময় বলেছেন: মহিলা ক্রিকেট দল আর পুরুষ ক্রিকেট দল -- অবহেলার ছাপ স্পষ্ট। তেলের মাথায় যত্ন আত্তি করাটা সম পর্যায়ে আনা হলে ভাল কিছু হতে পারে।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
রাজীব নুর বলেছেন: ক্রিকেটে বাংলাদেশ এখন বিশ্ব চ্যাম্পিয়ন! ব্যাপারটাই অন্য রকম। অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা - বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট যুব টাইগারদের !
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮
ইলি বলেছেন: পূর্ণ সমর্থনের যোগ্য।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪
একাল-সেকাল বলেছেন:
বাঙালি আসলেই একটা মাল।
* যাদের জন্য এত উচ্ছাস,সেই টিনএজ বাচ্চাদের অভিভাবক বলতে শুধু সুজন কেই দেখা গেল
* বোর্ড প্রেসিডেন্ট কথা দিয়েও খেলা দেখতে যান নি
* হেরে গিয়ে ছেলেদের মারতে আসার প্রতিবাদ কি হবে?
* হেরে গিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা ধরে টানা হেঁচড়া করা সেটার কি হবে?
* শুনলাম হেরে গিয়ে আই সি সি তে নালিশ ও করেছে তারা
* * * নাকি সংবর্ধনায় হিজড়াদের নাচ গান -ই শুধু প্রাপ্তি এই জাতির জন্য ??
হেরে গিয়ে বাংলাদেশের পতাকা কেড়ে নিল ভারতীয়রা!হেরে গিয়ে বাংলাদেশের পতাকা কেড়ে নিল ভারতীয়রা!
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯
অজ্ঞ বালক বলেছেন: দারুন পোস্ট। যুগোপযোগী ও পূর্ণ সমর্থনের যোগ্য।