নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
ছোট বেলায় মারামারি করার সময় আমার এক বন্ধু পেরে না উঠলে বলতো, আমাদের এলাকায় আসিস! দেখিয়ে দিবো!
.
একদিন সত্যি সত্যি সে তার নিজের এলাকায় মার খেলো, তারপর বললো, আমাদের বাসার সামনে আসিস্!
.
বাসার সামনেও একদিন মাইর খেয়ে প্যাকপ্যাক্ করে বলতে থাকলো, আজ আব্বা বাসায় ছিলোনা, থাকলে তোদের খবর ছিলো!
.
পাশের এলাকার বাচ্চারা খোঁজ করতে লাগলো যখন তার বাবা বাসায় থাকবে তখন উত্তম মধ্যম দিবে!
.
সত্যি সত্যি একদিন তার বাবা বাসায় ছিলো এমন সময় সে প্রতিপক্ষের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে বাক বিতন্ডার এক প্রকারে তা বাল্যসুলভ মারামারিতে রূপ নিলো,
.
সে বাবা বাবা করে চিৎকার করছে আর মার খেয়ে যাচ্ছে! তারা বাবা কর্ণপাত করছে না! উনি কি নিয়ে যেনো খুবি ব্যস্ত!
.
মাইর টাইর খাওয়ার পর চান্দুর আর সন্ধান নেই কিছুদিন! অনেকদিন পর দেখা! দুষ্ট ছেলেরা তাকে দেখলেই এখন 'আমাদের এলাকায় আসিস্' বলে ক্ষেপায়!
.
এখন আর সে বলেনা, আমাদের এলাকা/বাসার সামনে আসিস্!
.
অতপর একদিন সবাই মিলে তাকে মিলে ঘিরে ধরে জিজ্ঞেস করলো, কিরে বহুত তো এলাকার বাসার বাবার বাহাদুরি করতি! কিন্তু মাইর থেকে তো কেউ তোকে বাঁচাতে পারেনি!
.
আরেকজন বলে উঠলো, মাইর খাওয়া ছাড়া আর আমাদের কি বা করতে পেরেছিস!
.
তখন সে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, 'কিছু একটা তো করেছি, বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছি!'
২| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাউ ফানি !!!
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এতো দেখছি ঢাকাইয়া কুট্টির গল্প,
এরকম আমার এক ঢাকাইয়া বন্ধুর আচরনে লক্ষনীয় ।
...............................................................................
ভাই আপনি কি ঢাকাইয়া শশুরবাড়ী করেছেন ? হা হা হা
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ফানি।