নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

রঙ্গঃ সহজ সমাধান

২৭ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মফিজের দাঁতে কালো কালো দাগ ছিলো, ক্লোজআপ ট্রাই করেও কাজ হয়নি!
.
তারপর পেপসোডেন্ট, কোলগেট, হোয়াইট প্লাস থেকে শুরু করে সেনসোডাইন কোন ব্রান্ড ব্যবহার করে তেমন লাভ হয়নি,
.
তার কালেকশনে সব সময় কয়েক প্রকার টুথপেস্ট থাকতো!
.
সে মেসে থাকতো, প্রায় সময় দাঁত ব্রাশ করে এসে বলতো, দোস্ত কেমন দেখাচ্ছে দাঁত?
.
কয়লা থেকে কালো মাজন কোন কিছু ব্যবহার করে যখন ফল পাচ্ছিলো না তখন একদিন লোড শেডিংয়ের সকালে সে দাঁত মেজে এসে চিরাচরিত প্রশ্ন করলো, দোস্ত দাঁত কেমন পরিষ্কার হয়েছে?
.
একসাথে নাস্তা করতে বসা সকলে সমস্বরে বলে উঠলো, চমৎকার! চমৎকার!
.
কি বেপার দোস্ত, আজ তোর দাঁত ঝিলিক দিচ্ছে! কোন ব্রান্ডের পেস্ট ব্যবহার শুরু করলি!
.
সে ও একটু কলার নেড়ে ভাব নিয়ে বললো, একবার না মিললে ব্রান্ড চেইঞ্জ করো শতবার! টপ সিক্রেট মামা!
.
কদম আলী এবার ইনিয়ে বিনিয়ে বললো, নামটা একটু বলোনা প্লিজ! অতপর সে আসলে কোন কোম্পানীর পেস্ট ব্যবহার করেছে ভেবে কনফিউশড হয়ে গেলো!
.
একটু আসতেছে বলে বাথরুমে গেলো! তারপর টুথপেস্টের টিউবটি হাতে নিয়ে পড়ার চেষ্টা করলো, সেখানে 'ফেয়ার এন্ড লাভলী' লেখা!
.
বন্ধুরা সত্যি সকল সমস্যার সহজ সমাধান!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেয়ার এ্যন্ড লাভলীতে চামড়া ফর্সা করার কসরত হয় জানতাম!
দাঁতেরও হয় নাকি?
তবে কারো দাঁত যদি এতেও ফর্সা না হয় তবে হারপিক ট্রাই করুন।
ফলাফল ১০০ তে ১০০। যত কঠিন দাগ হোকনা কেন !

২| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: হে হে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.