নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
নানীকে আজকে ঘর থেকে বের করে দিলাম, ঘরের বাহিরে আশে পাশে ঘুরছে!
.
সারাদিন ঘরের এই রুম থেকে অন্য রুমে ঘুরে, শুয়ে বসে থাকে, ঘরের ভিতর গলি ধরে হাঁটে!
.
একটা মানুষ দিনের পর দিন যদি এভাবে বাসায় বসে থাকে তার টেনশন করা ছাড়া কি ই বা করার থাকে,
.
এভাবে টেনশন করতে করতে ঘরের মহিলাগুলো সব পাগল হয়ে যাচ্ছে! সেদিন শুনলাম আমার এক বড্ডা, সে বছরে না পারতে কয়েক বার বের হয়! লোকে জানে ই না বাসায় একজন বৃদ্ধা আছে!
.
আরেকটা ঘটনা জানি, স্বামী মরার আগে ঘরের চারপাশ দেখিয়ে বলেছিলো আমি কখনো মরে গেলে এই সীমানার বাহিরের বের হবে না! সত্যি আর বের হয়নি!
.
বলেছিলাম নানীকে আজ সত্যি ঘর থেকে বের করে দিয়েছি! বের করার আগে আমাকে বলে, আমি বাহিরে বের হলে লোকে কি বলবে!
.
বললাম, লোকে কি বলবে মানে! ঘরে থাকতে থাকতে পাগল হয়ে গেল তখন পাগল ই বলবে! আম্মুরও একই অবস্থা!
.
কোন রকম ই বের হবে না! তার সে কি লজ্জা! আমাকে বলে, মাত্র দুদিন আগে বের হয়ে ঐ বাসায় ঘুরে এসেছে, গত মাসেও নাকি এক বার হয়েছে! এক বছরে কত বার ঘর থেকে বের হওয়া যায়!
.
তবুও ধমক দিয়ে বের করে দিলাম! নানী আবার দেখতে সাধারণ মহিলাদের চেয়ে অনেক সুন্দর! ঠাট্ট করে বললাম, 'বুড়ো বয়সে কেউ বিয়ে করতে আসবে না!'
.
তারপরও নানী বের হবে না, এবার বের করে দরজা বন্ধ করে দিয়ে বাসায় বসে নাস্তা করতেছি এমন সময় বাবা দরজা খোলায় আবার বাসায় চলে আসলো নানু,
.
এসে আমার পাশে বসলো! বললো, এই লাল শাড়ি পরে আমি যদি বাহিরে দাঁড়িয়ে থাকি লোকে কি বলবে!
.
আমি বললাম, এটা লাল না তো, খুবি হালকা লাল! সত্যি মানিয়েছেও!
.
নানী এবার ফ্যালফ্যাল করে তাঁকিয়ে বললো, শুধু লাল না কয়েকটা গোলাপ ফুল ও আছে! লোকে কি না কি ভাববে!
.
তারপর রুমে গেলো! কথিত লাল শাড়ি চেইঞ্জ করে সাদা টাইপের অফ হোয়াইট একটা শাড়ি পরিধান করে এসেছে! রাণী থেকে এখন ফকিন্নী ফকিন্নী লাগছে! এবার উনি ঘুরতে গেছে......!
.
পরিশেষে একটা কথা বলি, 'লোকে কি বলবে, খোদার কসম, এই বৃত্ত থেকে বের হতে না পারলে সেই জীবনে রাজা না বরং আপনি মানসিক দাস হয়ে থাকবেন!'
২| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: কিছু বলার নাই।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪৮
মিরোরডডল বলেছেন: If it’s a true story আপনি যেটা করেছেন খুবই খারাপ করেছেন ।
I understood your purpose or what you are trying to say but that’s not how it meant to be. প্রথমত, “বের করে দিলাম” যেভাবে বলেছেন very disrespectful. অফ হোয়াইট প্রসঙ্গে যে শব্দ ব্যাবহার করেছেন , খুবই অফেন্সিভ ।
বিষয়টা এভাবে দেখুন । এজ আ ইয়াং ম্যান আপনি নিশ্চয়ই বাইরে থাকতে পছন্দ করেন অথবা রেগুলার বাইরে যাওয়া হয় । এখন যদি আপনাকে জোর করে গৃহবন্দী করে রাখা হয় , হাউ ইউ উইল ফিল ! অবশ্যই খারাপ লাগবে । They feel the same pressure.
আপনার মা বা নানী যে জীবন যাপন করছেন এতো বছর you can’t change it all of a sudden in a day. You shouldn’t be. Change is good but that’s not applicable for everyone and not all stage of life.
আপনি যদি ওনাদের ভালোই চান , তাহলে ওনাদেরকে ওভাবেই থাকতে দিন ।
যদি পারেন সাথে নিয়ে বার হবেন , বেড়াতে নিয়ে যাবেন । অনেক বেশী সময় দিবেন । They will feel secured rather scared & uncomfortable. Not sending them alone by force.
ইন ইউর স্টোরি , নানির জন্য আমার খুবই মায়া লাগছে । জীবনের পড়ন্ত বেলায় এসেও নিজের মতন আর বাঁচা হয়না !!!