নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

Be...lie...ve

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

Believe(বিশ্বাস) শব্দটির ঠিক মাঝখানে lie(মিথ্যা) এর অবস্থান!
.
ইয়ু হেভ টু বুঝতে হবে,
.
Be(lie)ve
.
চারদিকে একি শুনি, 'বিশ্বাস কেবলি দীর্ঘশ্বাস'
.
কাজী নজরুল ইসলাম বলেছিলেন,'বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম'
.
বিশ্বাস করো আমি তোমাকে ভালবাসি বলে খেলে দেয় কেউ কেউ!
.
তারপর থেকে 'ছেলেদের কোন বিশ্বাস নেই' বলে আধুনিক প্রবাদের সৃষ্টি হয়,
.
রাজনীতিবিদরা বলেন, 'আমাদের সবাইকে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে'
.
আমি বলছি না কথাগুলোর মাঝখানে সবসময় মিথ্যে লুকিয়ে আছে থাকে কিংবা থাকবে,
.
আমি বরং বলছি অর্ধশত বছরে ধরে বিশ্বাস,আস্থা ও ভালবাসার অারেক নাম 'আমিন জুয়ের্লাসে'র বিজ্ঞাপনের কথা
.
সবাইকে ভালবাসো কিন্তু বিশ্বাস করো অল্প কয়েকজনকে এমন কথাটি সেক্সপিয়র কেনো বলেছিলেন জানি না!
.
তবে সোনা ভেবে কসমেটিক্সকে বিশ্বাস করতে নেই!
.
আবারও বলছি পরে খেলে দিয়ে চলে গেলে বিশ্বাসের লুঙ্গী ধরে টানাটানি করবেন,
.
প্রেম করবেন! মাস্তি করবেন! এদিক ওদিক হলে বিশ্বাস নিয়ে টানাটানি করবেন! বিশ্বাস কেবলি দীর্ঘশ্বাস বলে চিল্লাচিল্লি করবেন!
.
কেউ কেউ বলবে ছেলেদের বিশ্বাস নেই! সব ছেলেরা এক একটা......... আবার কেউ কেউ বলবে পৃথিবীতে কোন মেয়ের বিশ্বাস নেই!
.
অথচ বর্তমান বাংলাদেশে সাড়ে তিন কোটি পরিবার আছে যারা একটি বিশ্বাসের সূত্রে গাঁথা,
.
বিশ্বাস আছে বলে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক ধর্মের বন্ধনের মাধ্যমে একটি দেশ টিকে থাকে,
.
এই সমাজে প্রতি দুই কদম পর পর বিশ্বাসের গল্প!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবদুর রহমান বিশ্বাস নামক এক ছাত্রের কৌতুক বলি,
.
সে স্যার যা বলে এবং করে তা মনে প্রাণে বিশ্বাস করে চলত! ক্লাশ শেষ করে একদিন স্যার বোর্ড মোচা শুরু করলে সে ও চল্লিশ মিনিট ধরে করা নোটও কলম দিয়ে কেটে দিতে লাগলো,
.
উস্ প্রাইমারী স্কুলে নার্সারিতে আমি আমার বন্ধুকে এতো বিশ্বাস করতাম সে যখন পরীক্ষার খাতার শুরুতে নিজের নাম লিখেছিলো তখন আমিও তার নাম আমার খাতার প্রথমে লিখেছিলাম!
.
মূল কথায় আসি, বিষকে মধু ভেবে মনে প্রাণে বিশ্বাস করলে সেটা মধু হয়ে যায় না! বুঝতে হবে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.