নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আগুন লাগার পর বাসা থেকে একে একে সব মূল্যবান জিনিস বের করে আনা হলো! একদিকে পানি মারা হচ্ছে অন্যদিকে উদ্ধার অভিযান!
.
বাসার ভিতরে যদিও তেমন কেউ ছিলো না! একমাত্র বৃদ্ধাকেও বের করে আনা হলো!
.
বৃদ্ধা ভয়ে আগুনের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে! লোকে তাকে জিজ্ঞেস করে চলছে, আর মূল্যবান কোন জিনিস আছে কি না!
.
শ্লার বুড়ি বারবার শুধু বলছে কমলা আছে! কমলা! শুনে উদ্ধার কর্মীদের মাথা খারাপ! কমলা কি এমন মূল্যবান জিনিস হলো যে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে হবে!
.
বৃদ্ধা হাতের লাঠি উঁচা করলো! সামনের দিকে ইঙ্গিত করে বলতে লাগলো কামলা আছে! কমলালাআআআআ!
.
পাশে এক উদ্ধার কর্মী বুড়িকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলো! এতো করে বললাম, বুড়িকে কোন মূল্যবান জিনিস আছে কি না! সে শুধু বলে যাচ্ছে কমলা! কমলা!
.
কয়েক মিনিট চুপ করে থেকে বুড়ি আবারো বললো, কমলা আছে! কমলা! তা শুনে কেউ কেউ হাসাহাসি শুরু করেছিলো!
.
ঐ দিকে কমলা আছে! কমলা আছে! বলে বলে বুড়ি অজ্ঞান হয়ে গেলো! আগুন আরো কিছুক্ষণ জ্বলে সবকিছু ছাই করে দিয়ে গেলো!
.
থমথমে পরিস্থিতি কিছুটা শান্ত হলে পুড়ে যাওয়া বাড়িতে আবারো উদ্ধার অভিযান পরিচালনা করা হলো! হঠাৎ উদ্ধার কর্মীরা নির্বাক হয়ে সেখান থেকে একটি পুড়ে যাওয়া শিশুর লাশ বের করে আনলো!
.
ততক্ষণে বুড়ির জ্ঞান ফিরলো! সে আমার কমলা! আমার কমলা! বলে কাঁপতে কাঁপতে নাতনীর দিকে চিৎকার করতে করতে এগিয়ে গেলো!
.
সবার বুঝতে আর বাকী থাকলো না কমলা তার নাতনীর নাম!
.
সুতরাং কারো কথা শুনেই হাসি ঠাট্ট না করে বুঝতে চেষ্টা করুন আসলে সে কি বলতে চাচ্ছে!
.
আর এমন ভাবে কথা বলুন, আপনার কথা অন্যজনকে বুঝাতে যাতে কোন সমস্যা না হয়!
২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬
নুরহোসেন নুর বলেছেন: যথার্থ পোস্ট,
আসলেই অবহেলা না করে অপরের কথাকে গুরুত্ব দেওয়া উচিত।