নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
জেলে যাওয়ার পর কলিম ভাই প্রথমে লাইব্রেরীতে নিয়ে গেলেন, জেলের ভিতরে লাইব্রেরী দেখে অবাক হলাম! আরো অবাক হলাম সেখান থেকে ভাই কয়েক ডজন হুমায়ুন আহমেদের বই বের করে কি যেনো খুঁজছে!
.
ভাই হিমু সমগ্র, মিসির আলী, শুভ্র না বাকের ভাই, কোথায় যেনো লেখা আছে 'জীবনের সবাইকে একবার হলেও জেলে যাওয়া উচিত' সেটা খুঁজছে! আমি বললাম 'হিমু রিমান্ডে' বইয়ে হয়তো থাকতে পারে কথাটা!
.
খোঁজা বাদ দিয়ে সে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বললো, জেলে তিন মাস থাকলে তোমাকে আর কষ্ট করে হিমুর গল্প পড়ে অবাক হতে হবে না! এখানে গল্পরা খেলা করে! ভাইয়ের রহস্যময় কথাগুলোতে আমি যেনো অন্যরকম মাসুদ রানার সন্ধান পাচ্ছি!
.
জেলে ঢুকার পর ভাই প্রথমে যে উপদেশ দিলেন তা হলো, পকেটে করে দুই প্যাকেট বেনসন নিয়ে ওয়ার্ডে আসতে হবে! পরের দিন আমি দুটা বেনসন কিনতে গেলাম! সেখানে অদ্ভুত এক নিয়ম! এক প্যাকেটের নিচে বেনসন্ বিক্রী হয়না!
.
পকেট হাতড়িয়ে এক প্যাকেট বেনসন ক্রয়ের মানসে দাম জানতে চাওয়ার পর বুঝলাম আমি জিম্বাবুয়ে চলে এসেছি! এখানে টাকার দাম নেই! দুইশ টাকার বেনসেন প্যাকেট পাঁচশ টাকা! সেটা নিয়ে ধীরে ধীরে রুমে আসলাম ততক্ষণে কয়েকজন আমার সাথে ভাব জমানো শুরু করলো!
.
এক প্যাকেট বেনসন যেনো বাদশা সোলাইমানের সেই আশ্চর্য আংটি, পুরো জেলখানা আজ আমার, নিজেকে সেলেব্রেটি মনে হচ্ছে! একটা বের করে টান দিলাম! পাশ থেকে আরো কয়েকজন, ভাই আমার বলে স্লোগান দেওয়া শুরু করলো!
.
সিগারেট টানতে টানতে আমি এক তলা দোতলা করে পাঁচ তলায় উঠে গেলাম! আমার সাথে ওরাও! অর্ধেক সিগারেট টানার পরও কাউকে শেয়ার করছি না দেখে তিনজন আশা ছেড়ে দিলো!
.
শেষ একজন কয়েক টান বাকী থাকার আগেও আশা ছাড়েনি! আমি তার দিকে হাত বাড়িয়ে দিলাম! সে দুই আঙ্গুল বিজয় চিহ্নের মতো করে এগিয়ে দিলো! সেই আঙ্গুলের ফাঁকে সিগারেটটি রাখলাম! দীর্ঘশ্বাস নিয়ে সে টানতে লাগলো! আমি বাস্তবের হিমু দেখছি!
.
সেদিন কেটে গেলো তার জেলে আসার কাহিনী থেকে শুরু করে স্কুলে দৌড় প্রতিযোগিতায় প্রথম হওয়ার সেই আনাড়ি গল্পও, তার একটা মেয়ে আছে, সামনে দুটা দাত নেই! হাসিটা নাকি খুব দেখতে ইচ্ছে করে অথচ এই মানুষটা যে লোকটাকে খুন করেছে তার তিন্ তিনটা মেয়ে!
.
সেদিকে যাবো না! আরো ঊনিশটা বেনসন আমার হাতে আছে! মনে হচ্ছে ঢাকা শহরের বুকে ঊনিশ কাঠা জমি আমার পকেটে!
.
জেলে ঢুকার আগে গল্প পড়তাম! এখন গল্প শুনি! বাবার সাথে যোগাযোগ হয়েছিলো! কন্নাকাটি করছে! কত কষ্ট আছি ভেবে! আমার মনে হলো, আমি ইনজয় করছি! প্রতিটা দিন! ফার্স্ট ডে এট জেল্ নিয়ে একটা গল্প লিখতে ইচ্ছে করছে খুব!
.
এবার মায়ের সাথে কথা হলো, বললাম দশ হাজার টাকা পাঠাতে! এখানে এক টুকরো মাছ পাঁচশ টাকা! বিশ রকম মশলা দিয়ে রান্না করা হয়! এই প্রথম মা হাসছে! তারপর একটু চুপ থেকে বললো, খোকা পদ্মার বড় ইলিশের টুকরো নাকি?
.
পদ্মার ইলিশ দিয়ে খেয়ে দিব্যি সুখে আছি ভেবে মা অনেকটা টেনশন মুক্ত....এদিকে কলিম ভাইয়ের খোঁজে আছি! আমার জেলখানার গুরু! একটা সিগারেট তাকে দিতে হবে! একজন কয়েদীকে জিজ্ঞেস করলাম, মুখ ভর্তি দাড়ির ঐ লোকটা এক চোখ ছোট, তাকে দেখছে কি না?
.
কয়েদি অদ্ভুত এক হাসি দিয়ে বলতেছিলো,' সে হয়তো নতুন কোন আসামীকে উপদেশ দিতে ব্যস্ত বিনিময়ে তারা এক দুটা সিগারেট তাকে খুশি হয়ে উপহার দেয়! লোকটা বড্ড ভালো! একটু সিগারেটের নেশা বেশী!'
.
বড্ড মায়া হচ্ছে! কলিম ভাইকে এক প্যাকেট সিগারট ই দিতে হচ্ছে হচ্ছে কিন্তু ঊনিশ কাঠা জমি এভাবে কাউকে দেওয়া ঠিক হবে না!
.
কারণ গতকাল এক টান দেওয়ার জন্য যে স্লোগান দিতে দিতে পাঁচ তলা উঠেছিলো সে আজ আমাকে চিনছেই না! এখানে ক্ষমতা যার পুলিশ তার তত্ত্ব চলে! অলিখিত সংবিধান!
২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনার আসল ঠিকানয় পৌছেছেন!
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
জুল ভার্ন বলেছেন: @লেখক, আপনি কোন জেলের কথা এবং কোন সময়ের কথা বলছেন- একটু ক্লিয়ার করে বলবেন?
জেলখানায় (কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার) সব থেকে সস্তা পণ্যের নাম সিগারেট। ওখানে এক প্যাকেট বেনসন কখনোই ২১০ টাকার বেশী দামে বিক্রি হয়না বরং এক কার্টন কিনলে প্রতি প্যাকেট ১৯০ টাকা দাম পরে। মাছের পিস ২৫০ টাকা সর্বোচ্চ।
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪
নুরহোসেন নুর বলেছেন: জেলে যাওয়ার ইচ্ছা নাই তবে জেলের গল্প শুনতে ভালো লাগে।
৫| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
শের শায়রী বলেছেন: যদি নিজের কল্পনায় এভাবে জেল মনে করে থাকেন তবে ঠিক আছে। আল্লাহ যেন আপনাকে ওখানে যাবার সৌভাগ্য / দুর্ভাগ্য (!) না দেয়, তবে গল্প ভিন্ন ভাবে লিখতে হবে
৬| ২০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
জুল ভার্ন বলেছেন: @শের শায়রী, বুগ্লানা আন্দাজে কাহিনী বানিয়ে দৃষ্টি আকর্ষণ করাচ্ছে!
©somewhere in net ltd.
১| ২০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: আপনি কি কখনও জেলে গিয়েছেন?