নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
একটা ছেলে একটা মেয়ে টেকনিক্যালের মোড়ের রাস্তা ধরে হাটতেছে, কিছুক্ষণ পর একটা সিএনজি এসে ছেলেটির হাতের কনুইয়ের সাথে ধাক্কা লাগলো কিন্তু আশ্চর্য কাজ কারবার ছেলেটির বদলে মেয়েটি এমনভাবে চিৎকার করে উহু করে উঠলো যেনো মেয়েটি ব্যথা পেয়েছে!
.
কয়েকদিন আগে বাসে উঠার সময় ধাক্কা খেলাম, ধাক্কা খেয়ে পাক্কা সোজা হয়ে খেয়াল করলাম আমার বদলে পিছন থেকে উঠতে থাকা আরেকটি মেয়ে উহু করে উঠেছে!
.
যার ব্যথা তার খবর নাই, আশেপাশের মেয়েদের......!
.
সেদিন গাড়ির চাক্কা ফানসারের বিকট আওয়াজের সাথে এতগুলো মানুষের মধ্যে কয়েকটা মেয়ে আরো জোরে উহু বলে আওয়াজ করে উঠলো,
.
টিকটিকি তেলাপোকা থেকে শুরু করে বিচ্ছু সাপ ইঁদুর বাদুড় সব আজ মেয়েদের চিল্লানীর ভয়ে বিলুপ্তি প্রায়!
.
বাসায় চিল্লানো থেকে প্রতিরক্ষা স্বরূপ আমার এক বন্ধু প্রকৃতি ঘুমে আচ্ছন্ন হলে আস্তে আস্তে বাসার দিকে অগ্রসর হয়,
.
সেদিন দেখলাম এক বড় ভাই টেনশনে আছে বউ চিল্লায়নি বলে, তার মতে নারীদের নীরবতার কম্পাঙ্ক নাকি ২০,০০০ হার্জের বেশী তা কানে শুনা না গেলেও সতর্ক সংকেত!
.
কথায় আছে, মেয়েরা যুক্তি বোঝেনা,কাইন্দা কিংবা চিল্লাইয়া জিততে চায় কিন্তু চিল্লাইয়া কি মার্কেট পাওন যাইবো,
.
মার্কেট পাওন না গেলেও কিন্তু ডেবিট, ক্রেডিট কার্ড ঠিকি পাওন যায় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়!
.
শীতেকালে বউ একটু চিল্লাপাল্লা করলে খারাপ না অন্তত ঘর গরম থাকে,
.
বউয়ের চিল্লানো সহ্য করতে না পেরে তিন চিল্লা দিয়ে এখন সত্যের সন্ধানে ব্যস্ত ভাইটির কথা বাদ দিলাম
.
কঠিন রক কিংবা ব্যান্ড গানের কনসেপ্ট শিল্পীদের বউয়ের অনুপ্রেরণার ফসল কিনা তা ও খতিয়ে দেখা দরকার!
.
ঝামেলা তখনি হয় যখন অফিসের বস কিংবা উপর মহলের অধিবাসীরা বউয়ের সাথে পাল্টা চিল্লাতে না পেরে তা অধস্তনদের উপ্রে ঝেড়ে মনের স্বাদ মিটান..........!
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: বটি আর মাছ জানে
কাছে আসার কী মানে।