নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমেরিকান নোবেলিস্ট জর্জ আর.আর.মার্টিন বলেছিলেন, 'বই পোকারা এক জীবনে হাজার জীবন লাভ করে আর যারা পড়ে না তাদের মাত্র একটাই জীবন!'
.
যারা পড়া ছাড়া সারাদিন টাকা পয়সা নিয়ে ভাবনায় থাকে কিন্তু দিন শেষে টাকা পয়সা তার হয়না, হয় একজন ওয়ারেন বাফেটের যে কিনা দিনের আশির ভাগ সময় পড়ে কাটিয়ে দেয়!
.
পৃথিবী পাল্টে দেয় একজন বই পাগল বিল গেটসরা,
.
কোরআন নাজিল হয়েছে, পড়ো তোমার প্রভুর নামে.....!
.
আমেরিকার সাধারণ মানুষরা যেখানে বছরে গড়ে একটা কিংবা দুটা বই পড়ে সেখানে সিইও পদবীতে থাকা স্যারেরা বছরে গড়ে পঞ্চাশটা বই পড়ে থাকে,
.
পৃথিবীতে তিন ধরণের লোক আছে একে গরীব দুয়ে ধনী তিনে আছে সম্পদ কিংবা ঐশ্বর্যশালী!
.
তৃতীয় শ্রেণির লোকেরা সাধারণত পৃথিবীর বুকে নতুন নতুন আইডিয়া কিংবা কোন না কোনভাবে পৃথিবীতে টিকে থাকে যুগ থেকে যুগান্তরে তারা প্রায় সবাই পড়ুয়া হয়,
.
পড়ার কোন বিকল্প নেই
.
তবে পড়ার একমাত্র উদ্দেশ্যে হলো জ্ঞান অর্জন, এখন পড়া বলতে যদি শুধু বই পড়াকে বুঝে থাকেন তাহলে আপনার মাথা গেছে!
.
বই পড়ে জ্ঞান অর্জনের চেয়ে বাস্তব মুখী জ্ঞান অর্জন জীবনের সবচেয়ে প্রয়োজনীয় কিংবা উৎকৃষ্ট পড়া,
.
মানুষ যখন পাথরে লিখতো সেটাও বই, পাতা, চামড়া, গুহা থেকে শুরু করে যেখান থেকে পড়ুক না কেনো সেটা বই পড়া
.
জ্ঞান অর্জনের জন্য আপনি যদি কোন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন তথ্য মাথায় নিতে পারেন কিংবা নিজেকে সমৃদ্ধ, সেটাও পড়া!
.
আরেকটু গভীরে যাবো,
.
পৃথিবীর সবকিছু বই হয়ে যাবে! সব অর্জন জ্ঞানে রূপান্তরিত হবে! চোখের সামনে আপনি হাজারো লাইব্রেরীর সন্ধান পাবেন যদি আপনি জানার চেষ্টা করেন
.
যদি নিজের মধ্যে ইগো ত্যাগ করে ওপেন মাইন্ডেড হয়ে জানার চেষ্টা কিংবা আগ্রহের মানসিতা সৃষ্টি করতে পারেন
.
তাহলে সুনির্মল বসুর মতো আপনি হয়তো একদিন আবিষ্কার করবেন, 'বিশ্বজোড়া পাঠশালা মোর,সবার আমি ছাত্র,নানান ভাবে নতুন জিনিসশিখছি দিবারাত্র!'
.
শুধু মানসিকতায় একটা বেপার ঢুকিয়ে দিবেন, প্রতি দিন স্কুলের দিন্ আর আপনি সেই স্কুলের আজীবনের ছাত্র!
.
জীবনের পাঠ্যশালায় বুদ্ধিমানরা আদু ভাই হয়ে থাকে কখনো পাস করার চেষ্টা করেনা!
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: রাস্তায় চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ভালো?? না সেই সমটায় বই পড়া ভালো??