নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বিডিআর কিংবা বিজিবির গুলিতে বিএসএফের জোয়ান নিহত কিংবা বিএসএফের গুলিতে বিজিবি নিহত বেপারগুলো কখনো কাম্য নয়,
.
যারা সুবহানাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন তারা আসলে আগামীকাল যদি এই সূত্র ধরে আমার কোন বিজিবির ভাই মারা যায় তাহলে কি বলে নিজেকে সান্ত্বনা দিবেন!
.
যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, খেলাটা বন্ধ করতেই হবে
.
ভোর রাতে দালালের মাধ্যমে বাবা কাঁটা তারের বেড়া পেরিয়ে গিয়েছিলেন আগেই তারপর মেয়ে যখন সে বেড়া টপকাতে যাবেন সেই মুহূর্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন ফেলানী!
.
সময় ২০১১, কাঁটা তারে ঝুলছে একটি মেয়ের লাশ, নাম বাংলাদেশ, দেশ বিদেশ জুড়ে চলছিলো আলোচনা আর নিন্দার ঝড়,
.
একদিকে বিএসএফের নিষ্ঠুরতা অন্যদিকে দালালদের দৌরাত্ম্য এরপরে আসে আবেগের জায়গা!!!
.
পরিবারের কেউ এপার বাংলা আবার কেউ ওপার বাংলায়, ভালবাসা কি আর দালাল বুঝে! বুঝে না!
.
মামলা হলো, বিএসএফ দাবী করলো তারা তাদের সীমান্ত রক্ষার কাজ করেছে অন্যদিকে ফেলানীর পরিবার তো আর চোর ডাকাত ছিলো না বরং অবৈধভাবে একটু সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলো এই যা একটু আরকি,
.
যুক্তি আবেগ বুঝে না, আবেগ যুক্তি বুঝে না মাঝখান দিয়ে দালালের কোন খোঁজ নেই!
.
ভাইরাল ভিডিওগুলো হয়তো দেখে থাকতে পারবেন কিভাবে সীমান্ত দিয়ে চোরাকারবারিরা গরুসহ অন্যান্য জিনিস পাচার করে থাকে
.
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে কিছুদিন আগে বিএসএফের গুলিতে আশাদুল ইসলাম নিহত হয় তার স্ত্রীর মতে সে বন্ধুর সাথে জীবনে প্রথম ভারত যেতে চেয়েছিলো!
.
কয়েক বছর আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তে দিবাগত রাত তিনটার দিকে বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী গরু নিয়ে ভারত থেকে ফেরার পথে বিএসএফের গুলিতে আজিজুল ইসলাম নিহত হয়েছিলেন!
.
বিএসএফের গুলিতে গত ১০ বছরে মোট ২৯৪ জন বাংলাদেশী নিহত হয়েছেন বলে সম্প্রতি সংসদে জানিয়েছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন!
.
এখন প্রশ্ন হলো, কয়জন দালাল মরেছে?
.
সোজা কথা হলো সীমান্ত দিয়ে অবৈধ পারাপার কিংবা পাচার বন্ধ না করলে লাশের সংখ্যা তো বাড়তেই থাকবে!
.
যারা সীমান্তের অবৈধ কর্মকান্ডের মূলহোতা তারা তো ধরা-ছোঁয়ার বাহিরে তাহলে কিভাবে এই সমস্যার স্থায়ী সমাধান হবে!
.
ভারত কেনো আজকের ইস্যুটা নিয়ে খেলবে তার কারণ হচ্ছে বিএসএফের গুলিতে শত শত বাংলাদেশী নিহত হয় বাস্তবতা এমন হলেও বিজিবি কিংবা বিডিআর নিহতের খবর তেমন পাওয়া যায় না!
.
সংঘর্ষে মারা গিয়েছেন একজন বিএসএফ মেজর, বেপারটা মোটামুটি এখন ভারতের প্রধান শিরোনাম!!!
.
তারা সর্বত্র খবরটি ভাইরাল করে এখান থেকে বিশাল একটা পায়দা লুটবে তা ভারতে প্রকাশিত খবরগুলো দেখলেই অনুমান করা যাচ্ছে,
.
এই খবরের আড়ালে প্রায় ৩০০ বাংলাদেশী নিহত কিংবা নির্যাতনের খবর অনেকটা ধামাচাপা পড়ে যাবে!
.
শুরু হবে নতুন সংঘাত! অস্থিরতা! তার উপর লোকমুখে শুনেছি আমাদের ক্ষমতাসীনরা সব সময় দাদাদের ঘেষা থাকে...!
.
বিডিআর বিদ্রোহ জানান দিয়েছিলো তারা কতটা ক্ষমতাসীনদের চক্ষুশূলও বটে...!
২| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: পাসপোর্ট ভিসা নিয়ে গেলেই তো ঝামেলা শেষ।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫০
রাজীব নুর বলেছেন: পাসপোর্ট ভিসা নিয়ে গিয়ে কেউ গুলি খেয়েছে এরকম শুনি নি।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পরিবারের কেউ এপার বাংলা আবার কেউ ওপার বাংলায়, ভালবাসা কি আর দালাল বুঝে! বুঝে না!
.........................................................................................................................................
আইন করে মানুষের আবেগ রুদ্ধ করা যায় না,
মৃত্যু দিয়ে তার প্রতিদান দিতে হয় ।
অথচ বলা হয়ে থাকে, আইন মানুষের শান্তির জন্য