নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

কেঁচোর খোঁজ মিলে, সাপের নয়

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫২

আবরার হত্যার সাথে জড়িত আসামীদের বাবা মা ও গর্ব করে বলতো আমার ছেলে বুয়েটে পড়ে, স্বপ্ন দেখতো,
.
এলাকার আত্মীয় স্বজনরা দূর থেকে দেখলে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিতো এলাকার মেধাবী ছেলেটিকে
.
প্রেমিকাও হয়তো গর্বসহকারে বান্ধবীদের গল্প করতো, আমার ও... বুয়েটে পড়ে
.
আজ যে ছেলেগুলো দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে ডিগ্রী নিয়ে আসার কথা তারা হয়ে এসেছে আসামী হয়ে!
.
অনেক কষ্ট করে মাসের পর মাস টাকা পাঠাতাম বলে ‘কারও সন্তান যেন এমন না হয়, আমি আশা করব অনিকের মতো আর কেউ যেন ভুল পথে না যায়' খুনী অনিকের বাবার অশ্রুসিক্ত কন্ঠ রোধ হয়
.
ভ্যানচালক বাবা হারিকেনের আলোয় পড়াশুনা করা আসামী আকাশকে কতটা ঘাম জড়িয়ে অমানুষিক পরিশ্রম করে টাকা পাঠাতান সেই খবর ভাইরাল তা নতুন করে বলার কিছু নেই!
.
ভিন্নমতের কারণে আবরারকে পিটিয়ে মারার পর একটা বিষয় উঠে আসা দরকার ছিলো তা হলো 'সহমত ভাই'
.
অপরাধী সৃষ্টি হয়না বরং তাদের তৈরী করা হয়, আজ এসব ছেলেকে কারা অপরাধী বানিয়েছে কিংবা সহমত ভাইগুলো কারা যাদের ওদের ব্যবহার করে ক্ষমতার খুটি শক্ত করছে প্রতিনিয়ত,
.
রোগের গভীরে চিকিৎসা করতে না পারলে শুধু ঔষুধ দিয়ে হয়তো সাময়িক রোগ মুক্তি মিলবে কিন্তু কিছুদিন পর জীবাণুগুলো আবার মাথা ছাড়া দিলে তার বলি হবে নতুন কোন আবরার!
.
কাদের আশ্রয় প্রশ্রয়ে ছোট ছোট অপরাধ থেকে শুরু করে একদিন হত্যা মাস্তানি রাহাজানি ডাকাতি করার মতো উদ্যত হতে দ্বিধাবোধ করছে না তরুণ প্রজন্ম তারা তো দিনশেষে ধরাছোঁয়ার বাহিরে থেকে যাচ্ছে,
.
দিন শেষে বাবা মা আত্মীয় স্বজন ছাড়া বড় ভাইয়েরা তো আস্তে করে গা ঢাকা দেয়, চিনেই না!
.
গরীব ছেলেটা যখন বিশ্ববিদ্যালয়ে এসে দেখে হলের সিট কিংবা ভালোভাবে থাকতে হলে রাজনীতি করতে হবে তারপর থেকে সে সহমত ভাই ডায়লগটি মুখস্ত করে নেয়!
.
যখন তাকে রাজনৈতিক মিছিল মিটিং সেমিনারে না গেলে আড়চোখে দেখা হয় তখন কোথায় থাকে মানবতা!
.
রাজনীতি বেপারটা তো খারাপ না, কারা এই শব্দটিকে নোংরা শব্দ বানিয়েছে তাদের খোঁজ তো কেউ করছে না,
.
আজ মুখে যে সব নেতারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে তাদের রুমে লাঠিসোটা, মদ, গাঁজা, হকিস্টিক, রাম দা পাওয়া গেলেও যে ছেলেটি মারা গেছে তার টেবিলে পাওয়া যায় ক্রাচের কর্নেল, অসমাপ্ত আত্মজীবনী, মিসির আলি সমগ্র, বঙ্গবন্ধু: মহাকালের মহানায়ক নামক বইগুলো!!!
.
জাতির এই দৈন্যদশার পিছনে কারা কলকাঠি নাড়ছে নিজেদের স্বার্থ উদ্ধার কিংবা পকেট পুজো করার জন্য আজ তাদের খোঁজ করে বের করতেই হবে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাবা-মায়ের কুপুত্র এইসব কুলাঙ্গাররা।

২| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৬

সাইন বোর্ড বলেছেন: খোজ হয়ত অনেকেই জানে, কিন্তু কেউ'ই বলবে না ।

৩| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: আসলে বাবা পাকেও দোষ দিয়ে লাভ নেই। সব ভাগ্য। সব নিয়তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.