নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রিয় নবী মানব জাতির দুটো আর্শীবাদের কথা বলেছেন যা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কিংবা অপচয় করলে জীবনে অভিশাপ নেমে আসবে,
.
একটা হচ্ছে 'স্বাস্থ্য' আরেকটি হলো অবসর কিংবা 'ফ্রি টাইম'
.
সময় অনেক মূল্যবান কিন্তু উপার্জনের সময়টা সাধারণত রুটি রোজগারে চলে যাবে সেটা স্বাভাবিক, চাইলেও আপনি হয়তো সেটাকে মূল্যবান করতে পারবেন না,
.
একমাত্র অবসর সময়টাকে আপনি আপনার পছন্দ মতো কাজে লাগিয়ে আপনি যা হতে আগ্রহী সেটিতে বিনিয়োগ করে এগিয়ে যেতে পারবেন
.
চা রুটি দোকানের কিংবা লেটো গানের দলে নতুবা সৈনিক হিসেবে কাজ করা নজরুলের নামের সাথে আসলে জাতীয় কবির যে ট্যাগ সেটা হলো অবসর সময়ে সৃষ্টি হওয়া একজন নজরুলের যে কবি হয়েছিলো,
.
অবসর যেমন মানুষকে আনন্দ বিনোদন শক্তি যোগায় তেমনি ফ্রি টাইম একজন সাধারণ মানুষকে অনন্য অসাধারণ মানুষ হিসেবে সৃষ্টি করাতে ভূমিকা রাখে
.
একজন প্রকৌশলী হানিফ সংকেতের অবসরে করা ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে একজন উপস্থাপক হিসেবে জীবনের সফলতা চিনিয়ে আনার ইতিহাস তো সবার জানা,
.
অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট প্রায় সময় খুব আক্ষেপ করেন কারণ একটি প্রশ্ন সবাই কে করেও প্রায় বেশীর ভাগ মানুষ উত্তর দিতে পারেনা তাই,
.
তিনি বলেন সবাই বলে ধনী হবে, ধনী হবে, আমি তাদের একটি প্রশ্ন ই করি, ধনী হওয়া মানে অনেকটা অর্থনৈতিক স্বাধীনতা পাওয়ার পর অবসর হয়ে যাওয়া তখন আপনি আপনার কোন প্রিয় কাজটি করবেন?
.
কেউ তেমন উত্তর দিতে পারেনা কিংবা কারো উত্তরে ওয়ারেন বাফেটের মন পূর্ণপরিতৃপ্ত হতে পারেন না!
.
কারণ একজন সফল মানুষ জানেন ধনী হওয়াটা কোন বিষয় না বরং ধনী হওয়ার পর সে তার জীবনের মূল্যবান অবসর সময় কোন কাজে ব্যবহার করবে সেটা হলো মূল দেখার বিষয়,
.
নাহলে তারা নারীবাজি, মাতলামি, ক্যাসিনো, প্রমোদ, কেলেঙ্গারি, চাবলামি করে নিজেতো নষ্ট হবে সাথে সমাজটাকেও টাকার গরমে শেষ করে ছাড়বে!
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: আপনার অবসর কিভাবে কাটে??