নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
আমি বলছি না সোলাইমান সুখনরা রাস্তায় নেমে আসুক শুধু বলছি তার অবস্থান থেকে লাইভে এসে কিংবা কয়েকটা স্ট্যাটাস দিয়ে আবরার কে অন্যায়ভাবে পিটিয়ে মারার প্রতিবাদ করুক,
.
আমি বলছি না আইমান সাদিককে রাস্তায় প্লে কার্ড নিয়ে নেমে যেতে শুধু বলছি ভাই কয়েকবার লাইভে এসে কয়েকটা জ্বালাময়ী বক্তব্য দিন্
.
আমি ব্যারিস্টার সুমনকে বলছি না আপনি কাজ কর্ম সেরে আন্দোলনে নেতৃত্ব দিন্ শুধু বলছি যেখানে যে অবস্থানে থাকুন না কেনো লাইভে এসে প্রতিবাদের কন্ঠ দিয়ে গর্জে উঠুন,
.
আমি জাফর ইকবাল স্যারকে বলছি না ছাত্রদের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে শুধু বলছি আপনার রুমটিতে বসে জ্ঞানগর্ভ মাথা দিয়ে কয়েকটি লেখা দিতে
.
আমি আবদুল্লাহ স্যারকে বলছিনা আপনি যেখানে থাকুন না কেনো বুয়েটে ফিরে আসতে শুধু বলছি প্লিজ আপনার আজকের মোটিবেশনাল বক্তব্যটি আবরারকে দিয়ে দিন্
.
আমি সুলতানা কামালকে বলছি না কোর্টে গিয়ে বিচার চাইতে বরং বলবো প্রতিদিনকার মতো আজকে সাংবাদিক সম্মেলনে এসে মানবাধিকার লঙ্গন নিয়ে কয়েকটি কথা শুনিয়ে দিয়ে যেতে,
.
আমরা কাউকে বলছি না আপনারা আপনাদের অবস্থা থেকে সরে আসতে শুধু বলছি আপনারা অন্য সময় সরব থাকলেও কেনো মাঝে মাঝে নিশ্চুপ হয়ে থাকেন!!!
.
আমি যারা আন্দোলন করতে পারে না, পোস্ট দিতে পারে না, বর্জ কন্ঠে চিল্লাইতে পারে না তাদের বলছি না বিপ্লবী হতে শুধু বলছি একটা লাইক কিংবা শেয়ার ই আপনার একাত্মতা,
.
ইলিয়াস কাঞ্চন ভাই আপনি সড়কের মানুষ আপনাকে ২০১১ নং কক্ষে আসতে হবে না শুধু যেখানে আছেন সেই অবস্থায় দাঁড়িয়ে একটি প্রতিবাদ আশা করছি
.
আমি জানি আপনারা প্রতিবাদ করছেন কিন্তু প্রতিবাদের ভাষা বড্ড মেয়েলী,
.
কেনো বলছি জানেন? আপনাদের অনেক ফ্যান ফলোয়ার থাকে, আপনাদের কয়েকটি কৌশলী প্রতিবাদ আমাদের মতো হাজার মানুষের চিল্লানোর সমান!
.
আপনি ইয়ুটিয়ুব, ব্লগ, ফেসবুক, টুইটার, রাস্তায়, রেস্তোরায়, ঘরে, বাহিরে, আমতলায়, জামতলায় কিংবা মাইনকার চিপা যেখানে থাকুননা কেনো ওখান থেকে আপনার একটা স্টেপ হতে পারে সম্মেলিত শক্তি
.
সবার সীমাবদ্ধতা থাকে, আমি কর্পোরেট চাকরি করি, একদিন মিটিয়ে যাচ্ছি হঠাৎ দেখলাম নিরাপদ সড়ক চাই আন্দোলনে ষোল শহর দুই নং সড়ক স্টুডেন্টরা দুর্বার আন্দোলনে উত্তাল, নেমে দুই একটা স্লোগান, সেলফি কয়েকটা পোস্ট দিয়ে কেটে পড়লাম!
.
আমার গন্ডি থেকে আমার এতটুকু করার সাধ্য থাকলে আমি করবো না কেনো তারপর আমার ব্যবসায়িক মিটিংও সেরে আসলাম,
.
আজকে চুপ থাকবেন! থাকেন! একদিন নীরবতা ওরা দুর্বলতা ভেবে আপনার উপ্রে নাশকতা নেমে আসবে,
.
প্রিয় মুভি দীপু নম্বর টু তে একটি প্রিয় সিন্ আছে, যদিও কয়েকটি লেখায় তা আগেও বলেছি, আজও বলছি
.
স্কুলের ড্রিল শিক্ষক প্রতিদিন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে এবং পিছিয়ে থাকা দশজন প্রতিযোগিকে বেত্রাঘাত করে!
.
এরপরের দিন পিছিয়ে থাকা পাঁচ জনকে প্যাঁদানি দিবে বলে!
.
প্যাঁদানি থেকে মুক্তির জন্য ক্লাশের সব ছাত্ররা এক্যজোট হয়ে একটি আইডিয়া বের করে!
.
পরবর্তীতে শরীরচর্চা স্যার যখন দৌড়াতে বলে তখন তারা একসাথে দৌড় গিয়ে সবাই একসাথে ফিরে এসেছিলো!
.
স্যার তো রেগে মেগে ফায়ার! তারপর বলে বুদ্ধিটি কার তাড়াতাড়ি সামনে আসতে নাহলে সবাই প্যাঁদানি খাবে তখন একে একে করে সবাই সামনে এগিয়ে আসে!
.
স্যারের আর প্যাঁদানি দেওয়া হয় না!
.
বেঁচে থাকতে হলে এভাবে ঐক্যবদ্ধ হতে হবে! কঠিনভাবে.....!
২| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: একতাই বল ।
তবে কীভাবে সম্ভব, তা আমরা জানি না ।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
সন্দ্বীপের লোকেরা কিছু বলুক
৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪
নতুন বলেছেন: সবাই সত্যগুলি সাহস করে বললে এই রকম কাজ করার সাহস সন্ত্রাসীরা পাবেনা।
সরকারও বুঝতে পারবে জনগনকে বাগে রাখতে হলে তাদের দলের লাগাম টেনে ধরবে।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩০
রাজীব নুর বলেছেন: কোনো কিছুতেই কোনো লাভ হবে না। এরকম চলতেই থাকবে।