নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমাদের শুরুতেই শেষ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

বেঁচে থাকার জন্য আপনাকে প্রতিদিন খেতে হবে,
.
যদি কেউ বলে জীবনের চল্লিশটা বছর তো খেয়েছি একটা সপ্তাহ না খেয়ে থাকবো, চলবে?
.
ক্ষণিকের জন্য আপনি শ্বাস প্রশ্বাস বন্ধ করতে পারবে না!
.
যুগ যুগ ধরে নিঃশ্বাস নিতে নিতে আমি ক্লান্ত, কয়েকটা দিন অক্সিজেন নিবো না, চলবে?
.
নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য নিয়মিত ঘুমাতে হবে,
.
অনেক তো ঘুমালাম, কয়েক সপ্তাহ না ঘুমালে কি এমন হবে, চলবে?
.
দাঁত পরিষ্কার এবং মুখ দূর্গন্ধমুখ রাখতে নিয়মিত ব্রাশ করে যেতে হবে!
.
কয়েক মাস ধরেন দাঁত ব্রাশ করবেন না এমন সিন্ধান্ত নিলেন, চলবে?
.
জীবনে তো বছরের পর বছর গোসল করলেন তবুও এক মাস গোসল না করলে সামাজে আপনি অচল হয়ে যাবেন!
.
প্রতিদিন ক্লিয়ার হতে হবে, হাজার ব্যস্ততার মধ্যেও আপনি টয়লেট মিস্ করবেন না এক জীবনে,
.
কখনো কি এমন মনে হয়েছে প্রতিদিন পস্রাব করতে করতে আপনি ক্লান্ত!!! পরিশ্রান্ত!!!
.
আমরা জানি বেঁচে থাকতে হলে আমাদের এসবের কোন একটি কাজ অনিয়মিত হয়ে গেলে আমরা অচল মাল হয়ে যাবো,
.
তে কেউ যদি প্রতিদিন নতুন কোন না কোন কিছু শিক্ষা না নেয় সে আর শিক্ষিত থাকে না, দোলনা থেকে কবর...আমৃত্যু তাই জ্ঞান অর্জনের কথা বলে গিয়েছেন প্রিয় নবী
.
প্রতিদিন রোগের ধরণ পাল্টাচ্ছে যে ডাক্তার কিছু না কিছু নতুন করে শিখছে না আসলে সে তখন আর ডাক্তার থাকে না!
.
ওয়ারেন বাফেটের সম্পত্তির পরিমাণ এখন ৮২ বিলিয়ন ডলার তবুও যে দিনের বেশীর ভাগ সময় পড়াশুনা করে নিজেকে তৈরী করেন নতুনভাবে,
.
কারণ বিশ্ব অর্থনীতি এখন ৮৬ ট্রিলিয়ন ডলারের
.
স্টিভ জবস মারা গিয়েছেন কিন্তু তার শিষ্য টিম কুক এখনো নতুনত্বের সন্ধানে ঘুমহারা!
.
হুয়াওয়ে ফোন এগিয়ে যাচ্ছে তরতর করে কারণ ১,৮৮,০০০ কর্মীর মধ্যে প্রায় ৮০,০০০ কর্মী নতুনত্বের গবেষণা নিয়ে কাজ করে!
.
গুগুলে ২৭,১৬৯ জন কর্মী রীচার্স এন্ড ডেভেলভমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে
.
পুরো বিশ্বে এখন ঘুমিয়ে থাকা দেশগুলো পিছিয়ে গেছে, এগিয়ে থাকাটা মানব দেহের মতো, প্রতিদিন শিখে যেতে হবে,
.
আমাদের গ্রাজুয়েটদের এমন একটা ভাব যে শিক্ষা জীবনের শেষে শিক্ষা লাভের সমাপ্তি হয়ে গেছে...আরে পাগলা, শিক্ষা তো মাত্র শুরু.....!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

হাফিজ বিন শামসী বলেছেন: আরে পাগলা শিক্ষা তো মাত্র শুরু।

ঠিক।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: শিক্ষার শেষ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.