নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
বাংলাদেশ মনে হয় পৃথিবীতে একমাত্র দেশ যারা ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৫ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলো,
.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বাংলাদেশ হলো দূর্নীতির মেসি,
.
সেখানে আমরা পড়ে ছিলাম ব্রাজিল বিশ্বকাপের ইতিহাসে টানা ৫ বার বিশ্বকাপ জিতেছে!
.
এখন পড়ে আছি এবারের হারসহ কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে টানা ৫ ম্যাচে হারল আর্জেন্টিনা,
.
লিওনেল মেসি রেকর্ড ৫ বার ব্যালন ডি অর জয় করেছিলেন!
.
দূর্নীতিতে শীর্ষস্থান থাকার পরও আমাদের বিসিএস কিংবা বই পুস্তকে এই মূল্যবান রেকর্ড নিয়ে কোন টু শব্দ নেই,
.
এটাকে রেকর্ড হিসেবে লিপিবদ্ধ করতে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে কোন আবেদন কিংবা তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়নি!
.
পৃথিবীতে ব্যাংকের শহর নামক যে একটা দেশ আছে তা তো পুরো বিশ্বের কাছে অজানা, যেখানে অনেকের বাসার সিন্দুকের লকারে যে পরিমাণ অর্থ থাকে তা অনেক ব্যাংকের শাখায়ও নেই,
.
সরকারী অফিসে কয়েক হাজার টাকা ঘুষ দিয়ে আসার চেয়ে ক্রিকেট টিমের হেরে যাওয়া আমাদের কাছে বড্ড দুক্কের কিংবা বেদনার!
.
এই যে আজকের বিএনপি সেদিন সরকারে থাকাকালীন টানা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিলো তারা কোন মুখে সরকারের সমালোচনা করে,
.
বাংলাদেশের ইতিহাসে কেউ দূর্নীতির আওতামুক্ত কখনো ছিলো না! এই জাতির মূলে সমস্যা, তারা নিজের সুন্দরী কন্যাকে কোন এক দূর্নীতিবাজের হাতে তুলে দেয়!
.
দূর্নীতিবাজদের দেখলে লম্বা সালাম দেয়, তার এটা ওটা সেটা আছে মর্মে গল্প রচিত হয়, বাহবা দেয়,
.
দুই চারশ টাকা পকেটে গুঁজে দিলে হাতেম তায়ী বানিয়ে দেয়, মাথায় টুপি আর পাঞ্জাবী দেখলে তো তাকে সমাজের ইমাম বানিয়ে রাখে!
.
চোরের গলায় পুষ্প দেয়, মুখে ফুল চন্দন, পারলে নিজের বউটাকেও এক রাতের জন্য খোশ গল্প করতে পাঠায়,
.
সত্য বলতে এই দেশ চোরদের জন্য সব সময় স্বর্গ রাজ্য ছিলো, এখনো আছে
.
এখানে কামার কুমার রিক্সাচালক মেথর মুচি কৃষক দিন মজুর দেখলে তাদের পেটে লাথি মারতেও কেউ দ্বিধা করে না!
.
যে দেশে মেহনতি মানুষের দাম নেই সে দেশের মানুষতো চোর হবে সেটা স্বাভাবিক,
.
কতটা অস্বাভাবিক হলে এদেশের মানুষ চাঁদাবাজদের হাতে রাখে একটু নিরাপদ সুখে শান্তিতে থাকার জন্য!!!
.
ভাই বলে লম্বা সালাম দিয়ে বুকে টেনে নেয়........!
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: চোরের দেশ।