নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

সত্যটা একটু ঢেলে দিই?

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৬

স্ত্রী নিয়ে বিল গেটস পর্যন্ত মজা করে কথা বলতে ছাড়েননি,
.
তিনি একবার বলেছিলেন, পৃথিবী পরিবর্তন কিংবা যা পরিবর্তন করার বিয়ের আগে করে নাও কারণ বিয়ের পর টিভির চ্যানেলও পরিবর্তন করতে পারবে না!
.
ভারতকে অনেকটা পাল্টে দেওয়ার সুযোগ হয়েছিলো রতন টাটার কিন্তু তিনি কখনো নিজেকে পাল্টে বিয়ের কঠিন সিন্ধান্ত নিতে পারেননি বলে অকপটে স্বীকার করেছেন!
.
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অবশ্য আরো সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলেছিলেন যে, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো আমার স্ত্রীকে আমাকে বিয়ে করাতে রাজী করানো!
.
বুঝছেন ভাই, এই এক জায়গায় এসে ইতিহাসের ইয়া বড় বড় সফল মানুষদেরও ঘাম ছুটে গেছে!
.
সেদিন কোথায় যেনো লেখা দেখলাম, যে জীবনে বিয়ের মতো রিস্ক নিতে পেরেছে তাকে আর ঝুঁকির ভয় দেখিয়ে লাভ নাই!
.
একবার সুবিখ্যাত ইংরেজি কবি জন ড্রাইডেনের সারাদিন বই পড়া দেখে বউ এসে অভিযোগ করলেন 'আমি তোমার বউ না হয়ে বই হলে বেশী সময় পেতাম' তা শুনে তিনি বলেছিলেন 'আরেকটু কষ্ট করে বর্ষপঞ্জি হলেই পারো, এটলিস্ট বছর শেষে বদলানো তো যাবে!'
.
আমাদের রাষ্ট্রপতি আবদুল হামিদ তো প্রায় সময় সমাবর্তনে বলে বউ এই বয়সে ও তার প্রতি কিভাবে নজরদারি করে,
.
আবদুল্লাহ আবু সায়ীদ তো আরো সুন্দর বলেন, বউ মানে অনেকটা সতী নারীর পতি নিন্দা!
.
কত বড় বড় বিখ্যাত ব্যক্তিরা কত কিছু প্রমাণ করেছেন কিন্তু দাম্পত্য জীবনে 'আমি তোমাকে আগের মতোই ভালবাসি' এটা প্রমাণ করে দেখাতে পারেননি'
.
দিনশেষে 'তুমি তো আমাকে মে বি আগের মতো ভালোবাসো না'
.
লেখাটা বিয়ে কিংবা বউ নিয়ে একটু মজা করে শুরু করলাম, শরীরে একটা ভাব আইছে না?
.
কারণ সরাসরি ভালো কিংবা সত্য কথা বললে লোকে ঘুমায় পড়বো,
.
প্রিয় নবী বলেছিলেন, বিয়ে হলো আমার সুন্নাত যে ব্যক্তি সুন্নাত তরিকা ছেড়ে চলবে সে আমার দলভুক্ত নয়!
.
একবার তিন লোকের মধ্যে ইবাদাত নিয়ে কথা হচ্ছিলো সেখানে এক লোক বলেছিলো 'আমি নারী সঙ্গ ত্যাগ করে সারাদিন ইবাদাত করবো' তা জানতে পেরে প্রিয় নবী তাকে কঠিন সতর্ক বাণী উচ্চারণ করেছিলেন!
.
এখন কথা হলো, যখন একজন ব্যক্তি তীব্র যৌন চাহিদা অনুভব করে এবং তার দ্বারা ব্যভিচার ঘটে যাবার আশংকা থাকে সেই ক্ষেত্রে বিয়ে কিন্তু ফরজ!
.
আপনি বাংলাদেশের যে কোন পার্ক, অলি, গলি, আনাচে, কানাচে এমন কি এই মুহুর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠেও যদি যান তাহলে দেখবেন যৌন টান কি জিনিস!
.
যে ছেলে জিমে দুই কেজির ডাম্বেল টানতে পারে না সে বিশ বিশ চল্লিশ কেজি আবেগে আল্গাই ফেলতেছে,
.
তাদের দ্বারা ব্যাভিচার ঘটে যাওয়ার সম্ভবনা না বরং ঘটে চলছে, সেক্ষেত্রে তাদের তো বিয়ে করা দরকার
.
আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই, বিয়ে টাকে কঠিন করে ফেলেছে আমাদের সমাজ,
.
বিয়ে মানে ওরা এখন অবৈধ সম্পর্কে আছে সেই সম্পর্কটা থাকবে তবে বৈধ সম্পর্ক হিসেবে
.
সেখানে সমাজ লাখ লাখ টাকা কাবিন, অলংকার, ডজন খানেক শাড়ি, বাড়ি, গাড়ি, প্রতিষ্ঠিতসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে,
.
যে ছেলে অবিবাহিত তার চেয়ে যে বিবাহিত তার দ্রুত প্রতিষ্ঠিত হওয়ার তাগাদা বেশী থাকবে!
.
'তুমি আমাকে কখন বিয়ে করবে' এই প্রেসারে কত পোলাপাইন রাত দিন নাওয়া খাওয়া ছেড়ে পড়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে!
.
আপনার ছেলে মেয়েরা কি করছে সেটা আপনি জানেন না, বাবা হয়ে জানতে চাওয়াও উচিত হবে না তবে ঘুঘু পাখিকে শিকারীরা যখন দৌড়াতে থাকে সে পালাতে পালাতে ক্লান্ত হলে পুটকির নিচে মুখ লুকিয়ে ভাবে তাকে কেউ দেখছে না!
.
সেখানে সে ধরা খায় আপনিও বাবা হয়ে তা ই ভাবছেন! মেয়েটা পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাচ্ছে!
.
বিশ্বাস করতে আপনার কষ্ট হয় যে আপনার ছেলে মেয়ে এমন না, জ্বি না, বাস্তবতা আরেকটু কঠিন!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:



সন্দ্বীপে ভালো কিছু ঘটছে?

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: এখন কি আপনি লোকজনকে বিয়ে করতে মানা করছেন??

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিয়ে করা তাহলে মনে হয় অনেক কঠিন কাজ। যে কাজটি বাংলাদেশের কোটি কোটি যুবক অনায়াসেই করে ফেলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.