নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পুরো বাংলা ক্যাসিনোময়

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

যতটুকু জানা যায় অনিয়ন্ত্রিত জুয়া খেলাকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে ইউরোপের জ্ঞানী লোকদের পরামর্শে রীডোট্ট নামের মধ্য দিয়ে প্রথম ক্যাসিনোর যাত্রা শুরু হয় মানব সমাজে,
.
এখানে সরকারের লাভ মোটা অংকের ট্যাক্স,
.
ক্যাসিনোর কারণে লাসভেগাস এতোটা লাস্যময়ী শহর, এখানে নারী মদ জুয়া সবি চলে!
.
সাধারণত ক্যাসিনো নামক জুয়া খেলাটি স্লট কিংবা ভিডিও লটারি মেশিনের মাধ্যমে খেলা হয়,
.
সাধারণত ফুটবলকে কেন্দ্র করে গড়ে উঠা ফকিরাপুল ইয়াংমেন্স ক্লাবের সভাপতি রাশেদ খান মেনন, যেখানে ফুটবল কিংবা অন্যান্য খেলা বাদ দিয়ে জুয়া খেলার অভিযোগ উঠেছে
.
বিভিন্ন খেলাকে কেন্দ্র করে গড়ে উঠা এক সময়ের অনেক জনপ্রিয় ক্লাবের বিরুদ্ধে এখন জুয়া খেলার ক্লাবে পরিণত হয়েছে মর্মে র্যাবের অভিযানে জাতি প্রমাণও পাচ্ছে!
.
চেয়ারম্যান বলতেছে 'জুয়া খেলা হচ্ছে তা তো আমি জানি না, আমি ঘুমে থাকি'
.
আপনি বাংলাদেশের প্রায় ক্লাবে গিয়ে দেখবেন সেখানে ক্লাব নামের আড়ালে জুয়া খেলা ই চলছে, মদের আসর কিংবা নারী....!
.
এখন অনেকে প্রশ্ন তুলবেন ক্লাব তো ক্লাব, এখানে একটু আমোদ প্রমোদ খেলা লীলা চলতেই পারে তাই বলে তাকে ক্যাসিনো উপাধি দেওয়া তো ঠিক না!
.
চীনের ম্যাকাও, মোনাকোর মন্টে কার্লো, সিঙ্গাপুর, নেপাল, দুবাই, জার্মানি কিংবা হালের লাসভেগাস ক্যাসিনোর সাথে যতটুকু পরিচয় আমাদের সাথে শব্দটার তেমন সখ্যতা নেই,
.
নাম শুনে ক্যাসিনো শব্দটাকে যতটুকু স্মার্ট মনে হোক না কেনো এটা মূলত ইতালীয় শব্দ ক্যাসা থেকে এসেছে যার অর্থ 'ক্লাব ঘর'
.
সুতরাং মানব সভ্যতায় ক্যাসিনোর যে যাত্রা তার সূত্রপাত কিন্তু ক্লাবগুলো থেকে যেখানে বৈধ সামাজিক কর্মকান্ডের আড়ালে চলে অবৈধসব আয়োজন,
.
সরকার দাবী করছে দেশে ক্যাসিনো নিষিদ্ধ কিন্তু ক্লাবগুলো যে ক্যাসিনোতে পরিণত হচ্ছে কিংবা হয়েছে সে ইতিহাস টেনে প্রত্যেকটা ক্লাবে অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবী!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হ্যা, এখনকার বেশিরভাগ বাজে কর্মকান্ডে ক্লাবগুলাই জড়িত। কিছুদিন আগে আমাদের এলাকার একটা ক্লাবের সদস্যদের বিরুদ্ধে সীমান্তে চোরা কারবারের অভিযোগ উঠেছে।

সামাজিক ক্লাবগুলোর অনুমোদন দেয়, সামাজ কল্যাণ অধিদপ্তর। এদের দায়িত্ব ক্লাবের সম্পর্কে খুজখবর রাখা। কিন্তু এরা খুজখবর রাখেনা।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: ক্যাসিনো তো জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.