নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
চিরকাল আমার সাইকোলজি (Psychology) এবং টলেমি (ptolemy) টাইপ বানানগুলো নিয়ে সংশয় কিংবা ভুল হয়েছে,
.
টলেমি ছিলো একজন খ্যাতনামা গ্রিক জ্যোতির্বিজ্ঞানী যিনি বলেছিলেন 'পৃথিবী স্থির থাকে, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে'
.
অনেকে বলেন বিজ্ঞানীরা যা বলে তা ঠিক, বেপারটা তেমন না আসলে যুগে যুগে বিজ্ঞানীদের অনেক অনুমান ধারণা মিথ্যে প্রমাণিত হয়েছে!
.
তারপর প্রায় দুইশত বছর পর নিকোলাস কোপারনিকাস এসে প্রমাণ করেছেন যে না না, 'সূর্য স্থির থাকে, পৃথিবী বরং সূর্যের চারপাশে ঘুরে!'
.
ঘুরাঘুরি নিয়ে তর্ক বিতর্ক চলতেছিলো, তারপর বিজ্ঞান আবিষ্কার করলো, সূর্য পৃথিবী কেউ স্থির থাকে না তারা উভয়ে তাদের আপন কক্ষ পথে ঘুরতে থাকে!
.
একসময় মনে করা হতো পৃথিবী থালার মতো সেটা ভেবে মানুষগুলো বেশীদূর ঘুরতে যেতো না যদি কিনারা থেকে পড়ে যায় তাহলে খবর আছে!
.
তারপর মানুষ সত্যির নিকটে আসলো যে আসলে পৃথিবী গোল আরো সত্যের কাছে আসলে বলা হলো, পৃথিবী পুরো গোল না, উট পাখির ডিমের মতো!
.
মানুষ দিন দিন সত্যের যত কাছে আসে তত অবাক হয়! সত্যও দিন দিন পাল্টে যায়!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার সময় এক নাস্তিক আমাকে বলেছিলো, ভাই এটা কেমনে সম্ভব আপনাদের আল্লাহ হীরে মুক্তো জহরতের আধিক্য দিয়ে পুরো পৃথিবীর মতো এতো বড় বড় জান্নাত সৃষ্টি করবে!
.
তখন সেই প্রশ্নের উত্তর আমার কাছে ছিলো না! আজ বিজ্ঞান উত্তর দিয়ে দিচ্ছে! পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত নেপচুন গ্রহ!
.
বর্তমান পৃথিবীতে যেসব স্পেসযান আছে সেগুলো দিয়ে নেপচুনে পৌঁছাতে ১২ থেকে ১৫ বছর সময় লাগবে যা এক প্রকার অসম্ভব!
.
নেপচুন এমন একটা বিস্ময় যেখানে সূর্যের আলো পর্যন্ত সবার থেকে কম পৌঁছায়!
.
এতো বেশী প্রতিকূল পরিবেশের মধ্যদিয়ে যেতে হবে যে পৃথিবীর সমস্ত ঘূর্ণিঝড় কেবলি তার কাছে শিশু!
.
বায়ুমন্ডলের এতো বেশী চাপ তাপ সহ্য করে কেউ যদি ওখানে যেতে পারে তাহলে সেখানে আবিষ্কার করবে স্তরে স্তরে হীরে সুসজ্জিত!
.
আমরা তো জানি, কার্বন প্রচণ্ড তাপ ও চাপের কারণে হীরা গঠিত সুতরাং নেপচুন গ্রহটি এমনভাবে সৃষ্টি বলা যায় হীরে তৈরীর কারখানা!
.
সত্যের যত নিকটে যাবে মানুষ তত বিজ্ঞান থেকে ধর্ম আলাদা করতে পারবে না!
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: দিনের শেষে কিন্তু সত্যই টিকে থাকবে।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
বঙ্কু বাবু বলেছেন: পুরানো সত্য দিন দিন পাল্টে গিয়ে নতুন সত্য দ্বারা প্রতিস্থাপিত হয়। এ ক্ষেত্রে আগের গুলোকেও সরাসরি মিথ্যা বলা যায় না। তারাও তাদের সময়ের সাপেক্ষে যথাসাধ্য সত্যই বলেছিলেন। হয়ত একেবারে নতুন কোন অবাক করা সত্য অপেক্ষা করতেছে আমাদের জন্য।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১০
ফারহানা শারমিন বলেছেন: মানুষ দিন দিন সত্যের যত কাছে আসে তত অবাক হয়! সত্যও দিন দিন পাল্টে যায়!