নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
দুই বন্ধু ২০১১ সালের অক্টোবরে আইফোন ফোর বাজারে আসলে তা কিনে নিলো,
.
তাদের মধ্যে এক বন্ধু ২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন ফাইভ বাজারে আসলে সে তা কিনে নিলো,
.
২০১৪ সালের সেপ্টেম্বরে আইফোন সিক্স বাজারে আসলে সে আবারো ফোন পাল্টালো,
.
২০১৬ সালের সেপ্টেম্বরে আইফোন সেভেন বাজারে আসলে সে আপডেট ভার্সনটাও কিনে নিলো,
.
২০১৭ সালের সেপ্টেম্বরে আইফোন আট আসার পর কিনেছিলো কি না জানি না,
.
তাদের মধ্যে অন্য বন্ধুটা এখনো আইফোন ফোর ব্যবহার করছে, তার অনলাইন, মেইলিং, মেসেজিং, কলে কোন সমস্যা ই হচ্ছে না!
.
সে তার দৃষ্টি এবং লোভকে সংযত করতে পেরেছে, নাহলে কেয়ামত পর্যন্ত এক বন্ধু কেবলি আইফোনের আপডেট ভার্সন কিনতে থাকবে, অন্যবন্ধু প্রয়োজনে,
.
বিয়ে এবং লেটেস্ট মডেল এই দুই ক্ষেত্রে সংযত না হলে সেগুলো আপনাকে অসংযত করে তুলবে!
.
অন্যের লেটেস্ট বধুকে মধু মনে হবে, পরকীয়া বাড়তে থাকবে, লেটেস্ট মডেল দীপিকা পাডুকনকে দেখলে নিজেকে স্থির রাখা কষ্ট হয়ে যাবে,
.
দুদিন পর পর আপডেট মডেল ভালো লাগবে! একে কচি মনে হবে, ওকে সেক্সি, অন্যকে ঠাসা মাল, কাউকে দেখলে কেন যে ভালো লাগবে তারও কারণ থাকবে না!
.
লেটেস্ট গাড়ি, লেটেস্ট মোবাইল, লেটেস্ট বাড়ি, লেটেস্ট নারী, লেটেস্ট ঘড়ি ইত্যাদি এমন সবকিছুতে লেটেস্টর খোঁজ করাটা সত্যি একটা মানসিক ব্যাধি হয়ে যায়,
.
টাকার অভাব নেই তবুও লেটেস্ট নেই বলে নিজেকে অভাবী মনে করে অশান্তিতে আছে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকরাও
.
লেটেস্ট জেট্ চায়, লেটেস্ট পৃথিবী, লেটেস্ট সম্পর্কের মাদকতায় পড়ে নিঃস্ব জীবন,
.
একমাত্র মৃত্যুর মধ্য দিয়ে লেটেস্টের এই খেলা শেষ হয়!
.
প্রয়োজনীয় জিনিস যদি প্রাইভেট প্লেনও হয় অবশ্যই তা ভোগ করার সামর্থ্য থাকলে করা দরকার কিন্তু লেটেস্টের ভীড়ে যখন প্রিয়তমাকেও পুরনো মনে হয় তখন কোন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত,
.
লেটেস্ট আসবাবপত্র, ডেকোরেশন, পোশাক, তৈজসপত্রের ভীড়ে মানুষগুলো কেমন যেনো কুলিয়ে উঠতে পারছে না! চারদিকে অভাব আর অভাব! লেটেস্ট ভার্সন চাই!
২| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
লেটেস্টের ভীড়ে যখন প্রিয়তমাকেও পুরনো মনে হলে ইসলামে ইহাকে বাদ দিয়ে / নাদিয়েও এক বা একাধিক হালাল ব্যবস্থা আছে।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: একটাই দামী কথা বলেছেন- মৃত্যুর মধ্যে দিয়ে সব শেষ।