নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
প্রত্যেকটা মানুষের কিছু সফট কর্ণার থাকে, হয়তো দেখবেন তার প্রিয় মানুষটি দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত,
.
এখন আপনি যদি তার সাথে দেখা হলে সেই বিষয়টা উল্লেখ করে সহানুভূতি দেখাতে যান তাহলে আপনি আসলে বোরিং পাবলিক!
.
একটা মেয়ের অনেক দিন বিয়ে হচ্ছে না, তার সাথে দেখা হলে আপনার বিয়ে সংক্রান্ত গল্প মনে পড়ে তাহলে আপনার মতো কাপুরুষকে সে এই পথে দেখলে ঐ পথ দিয়ে এড়িয়ে যাবে,
.
একটা মানুষের মাথায় চুল নাই তাকে গিয়ে যদি প্রায় সময় চুল না থাকার উপকারিতা অপকারিতা আওড়ান তাহলে সত্যি আপনি একটা পেইন মেশিন!
.
একটা মানুষের আবেগের জায়গাগুলোর খোঁজ করে প্রায় সময় দরদ দেখানো হলো একটা দুর্বল চিত্তের মানুষের কাজ,
.
কাউকে সাহায্য করে যদি তার থেকে আশা করেন সে আপনাকে পানি ঢেলে দিবে, ঢেলে দিই, আরেকটু দিবে, তাহলে আপনার সাহায্যটা তার কাছে বোঝা ছাড়া আর কিছু মনে হবে না!
.
একটা মানুষ তার সফট কর্ণারগুলোর সাথে আস্তে আস্তে মানিয়ে নেয়, প্যারালাইজড বাবাকে নিজ হাতে খাওয়ানোর মধ্য দিয়ে একদিন জীবনের সেরা মুহূর্তগুলোর স্বাক্ষী হয়!
.
কিন্তু তাকে অনুবেদন করে আপনার করুণ চোখ, ঘুরে ফিরে ক্ষতস্থানে খোঁচানো স্বভাবটি তাকে উল্টো কষ্ট দেয়,
.
মানুষ এমন একটা জীব হাজারো সমস্যার মধ্য দিয়ে সে বুক উঁচিয়ে বাহাদুর হয়ে বাঁচতে ভালোবাসে!
.
তাই সে কান্না লুকায়, হাসি ভাইরাল করে চলে,
.
হাসির স্মৃতিগুলো সে ছড়িয়ে দিতে চায়, সুখের ঘটনায় ঢেকে মিষ্টি খাওয়ায়, কান্নাগুলো তার একান্ত নিজের!
.
কেউ আপনার সহানুভূতির আশায় পথ চেয়ে থাকে না! তার সাথে বরং সময় দিন! গল্প করুন! বিভিন্ন গল্প! তাকি হাসান! গুঁতো দিন! শেয়ার করুন! দিনশেষে সে আপনাকে মিস করতে শুরু করবে!
.
দেখা হলে ভাবী জামদানি শাড়ি কত দিয়ে নিয়েছেন, আমি হাজার টাকা দিয়ে কিনে তো ম্রা খেয়েছি! ছেলের রেজাল্ট কি আমার মেয়ে তো মাশাল্লাহ......!
.
কারো দুক্কে যদি সত্যি আপনি কাতর হোন তাকে প্রতিদিন বুঝাতে যাবেন না কোন একদিন আপনার সাথে মজার করার ক্ষণে সে বুঝে যাবে মানুষটা সত্যি আমার শুভাকাঙ্খী!
.
মানুষ আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, সৃষ্টিকর্তা নিজেই তার সেরা কিতাব অনেক শক্তিশালী সৃষ্টিকে দিতে চেয়েছিলেন, কেউ প্রেসার নিতে পারেনি কেবলি মানুষ ছাড়া,
.
সামান্য দুঃখের প্রেসার তাকে কাবু করে দিতে পারবে এটা ভাবেন কেমনে! ওখান থেকে সে জীবনের শক্তি পায়, অনুপ্রেরণা, ঐ অসুস্থ মানুষটির জন্যও সে বেঁচে থাকে এমনও হয়!
.
কত মানুষের যে কত দুঃখ আছে সে আর দুক্ক ছাড়া কেউ জানে না, কেউ জেনে যাওয়ার ভয় ও তাকে ভীত করে,
.
সে কখনো কারো অবহেলা, করুণা, দয়া, কৃপা, অনুকম্পার পাত্র হয়ে বেঁচে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে না!
.
আপনার মতো পাবলিকরা ই তার প্রধান দুক্কের কারন হয়ে দাঁড়ায়!
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: আসলে আপনি একজন অভিজ্ঞ মানুষ।