নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
উগান্ডার বিতর্কিত স্বৈরশাসক ইদি আমিন হঠাৎ একদিন বলেছিলো 'সৃষ্টিকর্তা কালো' আমাদের মতো কালো!
.
শুরু হয়ে গেছে বিতর্ক!
.
সাদাদের মধ্যে কেউ কেউ সরল বিশ্বাসে বলা শুরু করলো, কখনো না! হতেই পারে না! সৃষ্টিকর্তা যেহেতু সুন্দর সুতরাং 'গড্ ইজ হোয়াইট!'
.
সাদা কালো মারামারি লেগে গেছে! সবার দাবী সৃষ্টিকর্তা তাদের মতন রং হবে!
.
আসলে ইদি আমিন জানতো সে স্বৈরশাসক এবং সে জনগনকে বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করে রাখতো যাতে মানুষ ইস্যু নিয়ে ব্যস্ত থাকে,
.
উগান্ডাকে নিয়ে ট্রল করার সুযোগ ইদি আমিন করে গিয়েছে! অন্যায় অত্যাচার খুন গুম রাহাজানি.....!
.
মূল বেপার হলো সাধারণ মানুষকে যদি কোন ইস্যু নিয়ে ব্যস্ত রাখা যায় তাহলে সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্ট শাসকরা তাদের ইচ্ছে মতো চুক্তি বাস্তবায়ন কিংবা কোন সেনসেটিভ ইস্যু দামা চাপা দিয়ে দিতে পারে!
.
সোজা বাংলায়, মুসলিম ট্যারোরিস্ট ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই বাক্যগুলো প্রচার করে তেল চুরি, অস্ত্র বিক্রী করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে তথাকথিত বিশ্ব মোড়লরা,
.
জনগনের দৃষ্টিকে অন্য দিকে ফেরাতে পারলে একটা দেশের অসাধু নেতাদের ক্ষমতায় বসিয়ে রাখার লোভ দেখিয়ে মধু নিয়ে পালিয়ে যাওয়া হলো আন্তর্জাতিক কূটনীতিক তৎপরতা!
.
এখন ঝামেলা হলো একদল লোক বলা শুরু করলো 'সৃষ্টিকর্তা নীল!'
.
দুই দল মিলে এক হয়ে নীলের বিপক্ষ লাগলো! কাঠগড়ায় প্রশ্ন করা হলো, আমরা সাদা তাই আমাদের সৃষ্টি কর্তা সাদা, ওরা কালো তাই ওদের সৃষ্টি কর্তা কালো কিন্তু আপনি সাদা ও না, কালাও না, কেন্ আপনার সৃষ্টিকর্তা নীল হতে যাবে?
.
তারপর নীল দল দুই পক্ষকে উদ্যেশ্য করে বললো, আপনারা সাদা ও মানেন না, কালো ও মানেন না শুধু আমি নীল বললেই দোষ!
.
আসলে আমি নীল বলে মজা নিয়েছিলাম এবং আপনাদের ফোকাস এখন আমার দিকে,
.
সেখানে একজন বিজ্ঞ লোক উঠে দাঁড়িয়ে বললো, সত্যি বলতে সৃষ্টিকর্তা নিরাকার! যদি আকার থাকতো তাহলে আপনারা হাজার হাজার সৃষ্টিকর্তা বানিয়ে কে আসল সৃষ্টিকর্তা না নিয়ে ব্যস্ত ঝগড়া বাদানুবাদ করে জীবন কাটাতেন!
২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩১
জাতির বোঝা বলেছেন: সুন্দর তো।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: সব শূন্য।