নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের ইয়ুটিয়ুব চ্যানেল আরাকান টাইমসে ( Arakan Times) এক লক্ষের উপর সাবসক্রাইবার!
.
মুহূর্তে পাঁচ লক্ষ রোহিঙ্গা একত্রিত হয়ে সমাবেশ করেছে ম্যাসেঞ্জার এন্ড হোয়াটস এপের তথ্য আদান প্রদানের উপ্রে ভিত্তি করে,
.
ইয়ুটিয়ুব চ্যানেলেটিতে তারা প্রতি পরিবারের একজন রোহিঙ্গাকে আমন্ত্রণ করে চ্যানেলটি সাবসক্রাইব করার জন্য তাদের বর্তমান অবস্থান জানাতে কিংবা জানতে!
.
চ্যানেলটিতে গেলে দেখবেন সেখানে তাদের পেইজ, ওয়েব সাইট, ব্লগ থেকে শুরু করে টুইটারের লিংকও দেওয়া আছে,
.
তার চেয়ে বড় কথা রোহিঙ্গা নেতা মহিবুল সে বাংলাদেশের পাসপোর্ট ছাড়া ই আমেরিকান ভিসা নিয়ে অদৃশ্য শক্তি বলে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে এসেছে যেখানে প্রিয়া সাহাও ছিলো!
.
তুমি আমি এখনো তাদের বর্তমান ক্ষমতা সম্বন্ধে কিচ্ছু জানি না! কাইন্দা মরতেছো!
.
তাদের আন্দোলনে স্পেশাল টিশার্ট, বেনার, প্যাস্টুন, হ্যান্ড মাইকে ভেসে উঠে জুলুমের বিচার চাই!
.
তারা সুসংগঠিত যাতে কোন ভাবে বাংলাদেশ সরকার তাদের মায়ানমারে ফেরত পাঠাতে না পারে, আশির দশকের পর থেকে যে রোহিঙ্গাদের মায়ানমারে নাগরিকত্ব নেই তারা এখন ফেরত যাওয়ার শর্ত হিসেবে দিয়েছে, নাগরিকত্ব এবং অন্যান্য সুযোগ দিলে ফেরত যাবে!
.
যদি তাদের সব দাবী মায়ানমার সরকার মেনে না নেয় তাহলে একটি পরিবারও তাদের আদিভূমিতে ফেরত যাবেন না মর্মে পরোক্ষভাবে তারা বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে,
.
বর্তমানে ডাকাতি, অপহরণ, ধর্ষণ, চুরি, মাদক ও মানব পাচারসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রায় ৫০০ টি মামলা হয়েছে!
.
ক্যাম্প ছেড়ে পালানো প্রায় ৬০,০০০ রোহিঙ্গাকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করার খবর পত্র পত্রিকায় এসেছে!
.
অস্ত্র দিয়ে গুলি করে তারা কিছুদিন আগে স্থানীয় যুব লীগ নেতাকে হত্যা করেছে,
.
আরো খবর আছে মামু, আশ্রয় ক্যাম্পে সক্রিয় সশস্ত্র রোহিঙ্গা সিন্ডিকেট!
.
দুই বছরে যেনো দুই যুগ আগিয়ে গেছে তারা! প্রতিরোধ গড়ে তুলছে! শক্তিমত্তাও দেখিয়ে দিয়েছে সেদিন একসাথে লক্ষ লক্ষ মানুষ সঠিক সময়ে জড়ো হয়ে, খেলা তো বাকী.....!
.
অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের আরামের জীবনে ব্যারাম এনে তাদের ফেরত পাঠাতে হবে! চর্বি জমেছে! এই চর্বি কমানো না গেলে তাদের কখনো ফেরত পাঠানো সম্ভব না!
২| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: রোহিঙাদের বর্তমান অবস্থা দেখে ভয় হচ্ছে।মনে হচ্ছে ভবিষ্যতে এরা সমস্যা সৃষ্টি করবে। বড় ধরণের সমস্যা।
৩| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫২
রাকু হাসান বলেছেন:
রাজীব নুর বলেছেন: অর্থনীতির সুত্র বলে, জনসংখ্য অভিশাপ নয় আর্শীবাদ।
কাজেই রোহিঙ্গারা আমাদের জন্য আর্শীবাদ।--ভাইয়া আপনার জানার কথা ,অর্থনীতিতে এটাই উল্লেখ আছে- কখন জনসংখ্যা সম্পদের পরিণত হয় । আর তার পেছনে কতটুকু মাল -মসলা দিতে হয় । আমাদের সামর্থ্য,রোহিঙ্গাদের মান সম্পদ উন্নয়নে কতটুকু অগ্রাধীকার পাবে-সেটাও ভাবার বিষয়।
আন্তর্জাতিক পক্ষ এটা থেকে সুযোগ নিবে এটা জানা কথাই ছিল । অনেক কিছু হবার বাকী ।
৪| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
চিন্তার বিষয়; সন্দ্বীপের মানুষ চিন্তার কথা বলছেন
৫| ২৮ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: মন বলছে রোহিংগা সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩২
রাজীব নুর বলেছেন: অর্থনীতির সুত্র বলে, জনসংখ্য অভিশাপ নয় আর্শীবাদ।
কাজেই রোহিঙ্গারা আমাদের জন্য আর্শীবাদ।