নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

পাঠশালা

২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৪

কোন একটা বিষয়ের উপর চার থেকে পাঁচ বছর পড়াশুনা করার পর সাধারণত গ্রাজুয়েট হয়!
.
ধরেন একটা মানুষ দশ বছর ধরে কোন মেশিন নিয়ে কাজ করছে আপনাকে ধরে নিতে হবে সে ঐ মেশিনের উপ্রে গ্রাজুয়েট!
.
গ্রাজুয়েট একটু কঠিন শব্দ বাংলা যদি করি সেটা হবে 'মাত্রাবিভক্ত' 'অংশাঙ্কিত' করা,
.
আরো সোজা অনুবাদ করলে 'ক্রমে ক্রমে একটা বিষয়ের উপ্রে শিক্ষা লাভ!'
.
এক দশক ধরে যে মেয়েটা পাঁচ ছয় ঘরে রোজ রান্না করতেছে সে আনঅফিসিয়ালে ঐ বিষয়টার উপ্রে ভালো জানে!
.
একজন ডাক্তার বছরের পর বছর নাক কান গলা নিয়ে আছে সুতরাং সে তা অন্তত গ্যাস্ট্রোলোজিস্ থেকে সে বিষয়ে ভালো জানবে!
.
যে কোরআন হাদীস নিয়ে গবেষণা করে সে অবশ্যই এই বিষয় নিয়ে আমার আপনার চেয়ে ভালো জানা উচিত,
.
যে জুতো সেলাই করে অনেক বছর ধরে তাকে আপনি যদি জুতো কেমনে সেলাই করবেন তার জ্ঞান দেন কিংবা সার্টিফিকেট সেটা হাস্যকর হবে!
.
রাস্তার ধারে দাঁড়িয়ে যে মহিলা চোখ টিপ মেরে খদ্দেরর খোঁজ করে সেই আর্টস্ বুঝতেও আপনার সময় লাগবে!
.
আমি বলতে চাচ্ছি আমাদের সমাজের প্রায় প্রত্যেকটা মানুষ কোন না বিষয়ে আপনার চেয়ে ভালো জানে! আমাদের চেয়ে ভালো জানে!
.
আপনি অনেক বড় অফিসার হতে পারেন কিন্তু তার মতো নৌকা থেকে জাল নিক্ষেপ করে মাছ ধরা শিখতে আপনার এই বিষয়ের উপ্রে আবার গ্রাজুয়েট নিতে হবে!
.
হেলে দুলে পড়ে যাবেন! ঘাম ছুটে যাবে!
.
একটা কর্মব্যস্ত দিন শেষে একটু হিসেব করে দেখুন আজ দিনে কতটা মানুষের কাছে গেছেন যারা আপনার দরকার হবে এমন কাজ আপনার চেয়ে ভালো জানে!
.
কিংবা ধরেন যে সেলুনে চুল কেটে বাসায় ফিরেছেন সে বছরের পর বছর ধরে আয়ত্ত করেছে বলেই আপনার চুলে হিরো লুক দিতে পেরেছে!
.
একজন নাপিতকে যদি আপনি রাজনীতির বিষয় জিজ্ঞেস করেন এই বিশ্ব কখনো আপনার জন্য পাঠশালা হবে না কেবলি শ্লা ছাড়া!
.
একজন রাধুনির কাছে যদি অর্থনীতি বিষয় জানতে চান বেপারটাও তেমন ফলপ্রসু হবে না!
.
এই বিশ্বকে পাঠশালা করতে হলে আপনাকে জানতে হবে কাকে কি প্রশ্ন করতে হবে অথবা কাকে কেমন প্রশ্ন করা উচিত,
.
বাস ড্রাইভার থেকে আপনি জানতে পারবেন কত টাকা লাইন খরচ, ইনকাম, বেতন দিয়ে দিনশেষে কত থাকে অথবা রোড কি কি সমস্যা কিংবা জ্যাম রোধে কি করা যেতে পারে!
.
রাস্তা রেখে যদি তাকে পাটের বস্তা নিয়ে প্রশ্ন করেন তাহলে খাইছে আমারে,
.
আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই কিভাবে গার্মেন্টস এক্সেসোরিজ মার্কেটিং করতে হয়! কোথায় যেতে হয়! কার সাথে কথা বলতে হয়! কোন ফ্যাক্টেরি কেমন! কে পেমেন্ট নিয়ে ঘুরায়! অর্ডার নিয়ে করেনটা কি!
.
হালকা বন্ড, এলসি, কমার্সিয়াল, ফিনান্স, এইচআর.... এক্সপোর্ট কেমনে হয়, কেমনে আসে মাল বাহিরে কেমনে যায়!
.
আমি ফর ফর করে বলে দিতে পারবো পাঞ্চাশটা ফ্যাক্টেরির নাম তাদের বর্তমান অবস্থা! এক্সেসোরিজ কার থেকে নিয়ে ইত্যাদি ইত্যাদি!
.
কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেন ভাই ব্যাংকের মার্কেটিং একটা শাখা আছে সেটা কেমন! আমি তো অকাশ থেকে পড়ি!
.
প্রতিটা রাস্তা এক একটা বিশ্ববিদ্যালয় শুধু আপনাকে বুঝতে হবে সে মানুষটা কোন কাজটি বছরের পর বছর করছে আর তাকে ঐ বিষয়ে প্রশ্ন করা জানতে হবে!
.
সবাই কে সামনে পেলে ভাই রাজনীতির কি অবস্থা এসব প্রশ্ন করলে আপনি এই বিশ্বে পাঠশালার খোঁজ পাবেন না!
.
মাঝিকে কখনো প্রশ্ন করেছেন দাঁড় কোন দিকে কতটুকু টানলে নৌকা কোন দিকে যায়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: পোষ্টের মূল সারমর্ম টা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.