নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

ক্যাচাল \'বিয়ে\'

২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩০

এক চাচা আমাকে সকাল বিকাল অনুপ্রেরণা দেয় বিয়ে করার জন্য,
.
একদিন বলি বেতন কম আরেকদিন বলি স্টাবলিশড হয় নাই তো অন্য দিন কচি খোকা কিন্তু আজ বললাম, বিয়ে করে খাওয়াবো কি!
.
তিনি আমাকে বললেন, ধরো এক বাবার দুই মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়নি তবে ছোট মেয়ের বিয়ে হয়ে গেছে,
.
বিয়ের কিছুদিন পর ছোট মেয়ের একটা ফুটফুটে বাচ্চাও হলো! আল্লাহ বাচ্চার রিজিকের জন্য মায়ের স্তন্যে শিশুর রিজিকের ব্যবস্থা করলেন!
.
শিশু প্রায় দুই বছর সেই দুধ পান করে বড় হচ্ছে, শিশুটিকে যদি বড় বোনের দুধ পান করানোর জন্য মনস্থির করা হয় সে কি খাদ্য পাবে?
.
ছোট বোন হয়েও বিয়ের পর বাচ্চার রিজিকের ব্যবস্থা স্বরূপ আল্লার রিজিকের ব্যবস্থা করেছে কিন্তু বড় বোনের যেহেতু বাচ্চা হয়নি, বিয়ে করেনি, তার মধ্যে শিশুটির রিজিক নেই! অথচ সে বয়সে বড়!
.
তুমি বিয়ে করার পর আল্লাহ তোমার স্ত্রী সন্তানের রিজিকও তোমার মাধ্যমে কোন না কোন উপায়ে সৃষ্টি করে দিবেন!
.
আমি অফিস যাচ্ছিলাম ইচ্ছে করলো সব বাদ দিয়ে বিয়ে করতে যাই!
.
এতো সুন্দর করে বুঝানোর পর বিয়ে না করে থাকাটা একদম ঠিক হবে না,
.
আংকেল ওনার পেটে হাত ভুলালো! সন্দেহ হলো উনি অনেকদিন বিরানী খাননি!
.
বললাম, বড় বোনটা এখন কই? দ্রুত বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া উচিত!
.
উনি বললো, এটা একটা কল্প গল্প! বললাম, ভালো হয়েছে! গল্প না হলে আজ হয়তো বড় বোনকে বিয়ে করতে হতো আমাকে,
.
কিন্তু ছোট বোনটা নিশ্চিত সুন্দর আছিলো না হলে কেনো আগে বিয়ে হয়ে যাবে!
.
নেক্সট দেখা হলে বলবো ডিয়ার আংকেল, প্লিজ একটা ছোট বোন দেখেন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫০

নাসির ইয়ামান বলেছেন: বুঝলাম্না!

২| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: পায়ের নিচের মাটি শক্ত না হলে কোনো ছেলেরই বিয়ে করা উচিত না।
আংকেল বলুন আর বাপ মা'ই বলুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.