নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
পাব্লিক এখুন মারাত্মক, বাংলা ইংলিশ মিলাইয়্যা দোয়া বানাইয়্যা লায়, সেদিন একজন বলতেছে, হুজুর বিড়ি খাওয়ার দোআ কোনটা!
.
আসলে ঠিক, একজন জিজ্ঞেস করলো ভাই মেয়ে পটানোর কোন দোআ আছে নাকি,
.
বিসমিল্লাহ বলে স্ট্যাটাস দিলে নাকি বেশী লাইক কমেন্ট আসে!
.
এক লোক দেখলাম চাইনিজ ভাষা শিখতাছে, যাতে বউকে মন মতো গালি দিয়ে খায়েশ মেটানো যাবে কিন্তু তাড়া খেতে হবে না,
.
পাবলিক এখন আসলে মারাত্মক! সে নাকি জীবনে স্কুল যায়নি কিন্তু এন্ড্রোয়েড ফোনের কি বোর্ড থেকে অ আ ই ঈ ক খ গ ঘ এবং ABCD শিখালাইছে!
.
একটু আগে একজনেরে দেখলাম পানির মাঝখানে বইসা বইয়ে মনোযোগ দিয়ে ফটোগ্রাফি করতেছে কিন্তু বই যে উল্টা ধরছে বুঝতে পারেনি!
.
একবার জর্জ বুশ দূরবীনে চোখ রেখে ফটোগ্রাফি করার পর সাংবাদিকরা আবিষ্কার করেছিলো দূরবীনের ঢাকনা ই খোলা হয়নি,
.
পাবলিক সত্যি এখন মারাত্মক, কয়েকদিন আগে দেখলাম দুইটা কলা দশ জনে মিলে এক গরীব দুখীকে দান করতেছে তার ফটোসেশন!
.
আজকে ইপিজিড থেকে আসার সময় দেখলাম চারটা ছেলে রাস্তায় পাগলের মতো নাচতেছে পরে বুঝলাম ওরা টিকটিকে ভিডিও বানাচ্ছে!
.
রোবট সুফিয়া নিয়েও পাবলিকের ঘুম নাই, কে যেনো বলেছিলো বোরকা পড়ালে তাকে নাকি আরো সুন্দর লাগতো!
.
পাবলিক যে আসলে সত্যি মারাত্মক তা 'বাংলাদেশে ধর্ষণ থেকে রোবট সুফিয়াও নিরাপদ না' মর্মে চিন্তা ভাবনা দেখলে টের পাওনা যাইবো!
.
কথা কি সত্যি? না কোন ভেজাল আছে?
.
চিল্লায় কি আর মার্কেট পাওয়ন যাইবো,
.
নিজের বইনকেও পিছন থেকে দেখে মাল ডেকে তওবা খাইতেছে এমনও বেপার ঘটতেছে!
.
ভালা খারাপ মিলে বহুত কিছু চেইঞ্জ হইয়া গেছে, কোটি টাকা দিয়ে আইটেম সংয়ের জন্য সানি লিওনকে আনা হচ্ছে কিন্তু কোন টু শব্দ নেই!
.
ঐ দিকে তাহিরি হুজুরের পিছনে লাগছে কথিত হুজুর সম্প্রদায়, তাহেরি কি কাহাকে গালি দিয়েছে? কাহারো বিরুদ্ধে বলিয়াছে? তবুও সকালে একদল লোক বলবে, তাহেরীতো ভালা না, আমিও বলি ভালা লইয়া থাইকো!
.
পাবলিক এখন মারাত্মক!!! ঘুষ নিয়ে কাহারেও তেমন কথা বলতে দেখিনা! দূর্নীতি নিয়ে নীরব! পরিবেশ দূষণ নিয়েও!! ধর্ষণ নিয়ে তেমন জাগরণ নাই! গণতন্ত্র নিয়ে মাথাব্যথা নাই!
.
মাথাপিছু ঋণ নিয়ে কিচ্ছু জানে না! কিভাবে কত টাকা টেন্ডার হয়! তার জন্য ইউনিয়নে কত টাকা বরাদ্দ হয়েছে! নাগরিক অধিকার কেমনে আদায় করতে হয়! কোন কিছু নিয়ে পাবলিকে কোন ঝামেলা নাই!
.
তাহেরি সাব ওয়াজে কেন গান গাইছে! কেনো সে বইসা যান! বাইসা যান! বলেছে সেটা নিয়ে ঘুম হারাম!
.
স্বাধীনতার পঞ্চাশ বছরে ফূর্তি পথে দেশ, অথচ দেশ কতটুকু আগানোর দরকার ছিলো! কতটুকু আগাইছে তার কোন খবর নাই! এক পদ্মা সেতু করতেইই মাথার ঘাম পোনে পড়তেছে!
২| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে চাছাছিলা সত্য!
যদিও তেতো! কিন্তু ভয়ংকর চারিত্রিক বাস্তবতাটাই তুলে ধরেছেন!
হিপোক্রেসিতে ডুবে গেছ সমাজ!
রাজনীতিতে স্বৈরাচারিতার প্রবল প্রতাপে টিমটিমে যে চেতনার শুভত্বের আশঅ টুকু ছিল
তাও যেন ঝড়ো হাওয়ার মূখে!
বিশাল কোন বৈপ্লবিক পরিবর্তন ছাড়া সুস্থতার স্বাভাবিকতায় ফেরার আর কোন পথ দেখা যাচ্ছে না।
৩| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: আঞ্চলিক শব্দ গুলো আমি বুঝি না।
৪| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ২:০৬
নতুন বলেছেন: দেশে হিপোক্রেটের আবাদ সবচেয়ে বেশি....
৫| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ২:১৯
চাঙ্কু বলেছেন:
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
পোন, টোন, কিসব সন্দ্বীপপা ভাষা?