নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

মোটিবেশন লাগবে, ঢেলে দিই?

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০৯

কোন একদিনের সবচেয়ে হতাশ মানুষগুলো আজকের সফল মানুষ,
.
সফলতার সবচেয়ে টার্নিং পয়েন্ট হলো মাটি কামড়িয়ে পড়ে থাকা!
.
পৃথিবীর সবকিছুর উত্থান পতন আছে কিংবা থাকবে,
.
শেষ যে পতন, যে পতনের পর মনে হবে আমি তো শেষ, সেখান থেকে যে আবার শুরু করতে পারে তাকে দমিয়ে রাখার মতো শক্তি পৃথিবীতে নেই!
.
সমুদ্র সৈকতে আপনি যখন বালির কোন স্তম্ভ তৈরী করেন তখন কিন্তু একটু এদিক ওদিক হলে তা ভেঙ্গে চূড়ে আবার সেই বালির সাথে মিশে যায়!
.
সাথে সাথে হারিয়ে যেতে থাকে উদ্যম! মনোভাব! ইচ্ছা! আকাঙ্খা! অনুভূতিগুলো!
.
কেউ কেউ আশা ছাড়ে না! অতীত ভুলে যায় না! কারণ সে জানে একদিন সত্যি সত্যি শূন্য থেকে শুরু করেছিলো একবুক স্বপ্ন নিয়ে! সে স্বপ্ন সে জীবন গেলেও হারাতে দিতে পারে না!
.
সবকিছু শেষ হয়ে গেলে শূন্য থেকে শুরু করার যার মানসিকতা আছে তাকে মৃত্যু ছাড়া কেউ ঠেকিয়ে রাখতে পারেনা,
.
ডাকার মতো ডাকলে স্বয়ং সৃষ্টিকর্তার দয়ার সাগর খুলে যায়,
.
চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না এমন বক্তব্য বিরল!
.
প্রত্যেক সফল মানুষ একই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে, লেগে থাকো, কখনো হাল ছেড়ো না!
.
যদি কখনো হাল ছেড়ে দিতে শিখো মনে রেখো সেটা তোমার প্রকৃত স্বপ্ন ছিলো না!
.
প্রতিদিন নতুন করে শুরু করতে হয়! আগে অনেক কিছু করেছো যদি এমন ভাবো তাহলে তোমার ধ্বংস অনিবার্য!
.
প্রত্যেকটা সফল মানুষ শত প্রতিকূলতার মধ্যেও মাটি কামড়ে পড়ে ছিলো! একদিন সে সত্যি অহংকারমুক্ত মাটির মানুষ হয়ে যায়!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৭

রাকিব আর পি এম সি বলেছেন: মনটা ভীষণ রকম খারাপ। এক অজানা আতংক ভর করে আছে মনের ভেতর। মনে হচ্ছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে আছি। তবুও আশায় আছি হয়ত এই অন্ধকার কেটে গিয়ে আলোর দেখা মিলবেই। কিন্তু যদি অন্ধকার আরো ঘিরে ধরে? মোটিভেশনের খুব প্রয়োজন ছিল আমার এই মূহূর্ত্বে, তার জন্য আন্তরিক ধন্যবাদ। তবে সমস্যাটা এতই গভীর যে এই মোটিভেশনেও খুব একটা প্রভাব পড়েনি মনের অবস্থার উপর। দোয়া চাই সবার কাছে।

২| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: একটা গান আছে না।
মানুষ আমি আমার কেন পাখির মতোন মন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.