নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আকাশটা চুরি হয়ে গেছে

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

তুমি মিয়া ঘর বানাইছো ছাদ দিয়ে, বাহিরের তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস হলে ঘরের ভিতরের তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস!
.
গরমে মরি মরি,
.
এমআইটি বুয়েট কুয়েট চুয়েট কত কিছু করে আসছো জীবনে! একটা ছোট্ট ঘরের ছাদ বানাইতে পারলা না যেটার বাহিরের তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াস হলে ভিতরের তাপমাত্রা ১৮+ হবে,
.
পুরো পৃথিবীর একটা ছাদ আছে, আকাশ, যার বাহিরের তাপমাত্রা ২৭০ ডিগ্রী সেলসিয়াস হওয়া সত্ত্বেও ভিতরের তাপমাত্রায় আরামছে ফুটবল খেলতেছো!
.
তুমি যদি আকাশের ছাদের কারিগর হতে তাহলে আকাশের উপ্রে ২৭০ ডিগ্রী সেলসিয়াস থাকলে নিচে ৩০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হতো,
.
নিজেকে ইঞ্জিনিয়ার ভাবার টাইম পেতে না, সব সৃষ্টিকূল তোমার তৈরী ছাদের নিচে কয়েক মিনিটে ধ্বংস হয়ে গলে উড়ে উবে যেতো!
.
আকাশের দিকে তাকিয়ে কবিতা লেখার টাইম চলে গেছে! এতো পরিমাণ কার্বন ডাই অক্সাইডসব ক্ষতিকর পদার্থ তুমি সৃষ্টি করছো ওজন স্তর অলরেডি ফাটল ধরে গেছি!
.
এটা কিন্তু বাসর ঘরের ভার্জিন পর্দা না যে ফাটাইয়া মজা নিবা,
.
সময় আসতেছে, কঠিন সময়, ছাদের উপ্রের আগুন তেড়ে আসতেছে!
.
তাপমাত্রা বেড়ে বরফ গলা নদী ডুবে তোমাকে ডুবানোর জন্য!!! গাছ কাটো আরো বেশী বেশী করে, বুঝবে ঠেলা!
.
মেরু অঞ্চলে মাত্র এক সপ্তাহের মধ্যে ১০ বিলিয়ন টন বরফ গলে পানি হয়ে যাওয়ায় বিজ্ঞানীদের ঘুম হারাম সে খবর তো রাখোনা!
.
মাত্র এক মাসে সমুদ্রের জলস্তরে বৃদ্ধি হয়েছে প্রায় ০.‌১ মিলিমিটার বা ০.‌০২ ইঞ্চি!
.
অচিরেই ডুবে যেতে পারে পৃথিবী এমন আশংকা নিয়ে বিশ্বের এখন এক নম্বর সমস্যা জলবায়ু পরিবর্তন,
.
বাঁচতে পারবে না কেউ! বন কেটে রামপাল বানিয়ে সেই আলো কার জন্য?
.
পরিবেশ দূষণ কিংবা নষ্ট করে আধুনিক সভ্যতা যাকে বলো সেটা হবে মৃত্যুপুরী!!!
খোদার কসম কেউ বাঁচতে পারবে না!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উফফ্, কি হট পোস্ট রে বাবা!!!!

২| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো কথাই সব লিখেছেন।

৩| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো কথাই সব লিখেছেন।

৪| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪২

মাহের ইসলাম বলেছেন: আপনার পোস্ট ওপেন করেতো আমার ঘরের তাপমাত্রা বেড়ে গেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.